বাংলা ব্যাকরণ

200+ Bengali Bagdhara PDF Download । বাংলা বাগধারা তালিকা PDF

Idioms and Phrases in Bengali

Bengali Bagdhara PDF Download । বাংলা বাগধারা তালিকা PDF

আজকে আমরা আলোচনা করবো বাংলা বাগধারা ( Bengali Bagdhara PDF Download ) নিয়ে। বাংলা বাগধারা তালিকা PDF । 

প্রত্যেক ভাষারই নিজস্ব কতগুলাে বিশেষ বাক-ভঙ্গিমা থাকে। এই বিশিষ্টার্থক বাক্য বা বাক্যাংশই হলাে ভাষার প্রাণ। এদের সাহায্যেই ভাষা প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বাংলা ভাষায়ও আছে এরকম অজস্র বিশিষ্টার্থক বাক্য বা বাক্যাংশ। এই জাতীয় বাক্যাংশকেই বাংলায় বাগধারা বলে। বাগধারায় তাদের আক্ষরিক অর্থের পরিবর্তে গূঢ়ার্থই গৃহীত হয়।

দেখে নাওসমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ – Samarthak Shobdo – PDF

দেওয়া রইলো ৫০ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা/ প্রবাদ বাক্য / প্রবাদ – প্রবচন /  Bengali Bagdhara।

৫০ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগধারা

. অন্ধকারে ঢিল ছোঁড়া  (অনিশ্চিতের উপর কাজ করা ) প্রশ্নটার যথাযথ উত্তর না দিয়ে অধিকাংশ ছাত্রই অন্ধকারে ঢিল ছুঁড়ল।

. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট  (বহুলােকের ওপর কাজের দায়িত্ব পড়লে কাজ ভণ্ডুল হয় ) এ কাজটার ব্যাপারে সবাই যেরকম নাক গলাতে শুরু করেছে তখনই জানতাম কাজটা হবে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

. অল্পবিদ্যা ভয়ঙ্করী (কম জেনেও সবজান্তার ভাব ) সামান্য দুপাতা পড়েই লােকটার কী বড় বড় কথা, একেই বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী।

. অরণ্যে রােদন  (নিষ্ফল আবেদন ) জগার মতন একটা কুখ্যাত সমাজবিরােধীকে সৎ হওয়ার পরামর্শ দেওয়া অরণ্যে রােদন মাত্র।

. আকাশ কুসুম (অলীক কল্পনা ) শুধু মাইনের টাকার ওপর নির্ভর করে আজকাল বাড়ি করার চিন্তাটা আকাশ কুসুম মাত্র।

. উলুবনে বা বেনাবনে মুক্তা ছড়ানাে (অনুপযুক্ত স্থানে গভীর বিষয়ের আলােচনা বা উপদেশ দান ) আকাট মূর্খদের সামনে তােমার এই রবীন্দ্র-জীবনদর্শন ব্যাখ্যা করা উলুবনে মুক্তা ছড়ানাে ছাড়া আর কিছুই নয়।

. কই মাছের প্রাণ (কঠিন প্রাণ ) কই মাছের প্রাণ বলেই হয়তাে এত অভাব-অনটন, নির্যাতন সহ্য করেও অভাগী বেঁচে রইল।

. কান পাতলা (অন্যের কথা যে সহজেই বিশ্বাস করে ) লােকটার কান পাতলা বলেই হরির কথায় বউকে মারধর করে তাড়িয়ে দিল।

. কূপমণ্ডুক (বাইরের বিষয় সম্বন্ধে যার ধারণা খুবই সীমাবদ্ধ ) আজকের দুনিয়ায় কূপমণ্ডুক হয়ে বেঁচে থাকার কোনাে মানে হয়?

১০. কেঁচো খুঁড়তে সাপ (সামান্য বিষয়ের অনুসন্ধানে গুরুতর বিষয়ের প্রকাশ ) কেঁচো খুঁড়তে সাপ বেরােবার ভয়ে সরকার শ্রমিক হত্যার ব্যাপারটা মাঝপথেই ধামাচাপা দিলেন।

১১. খয়ের খাঁ (তােষামােদকারী ) বুঝলে মাধব, তােমার মত এমন খয়ের খাঁ হতে পারলে জীবনে অনেক কিছুই করতে পারতাম।

১২. গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ ) গড্ডলিকা প্রবাহে একবার গা ভাসালে কি আর কোনাে জাতি বড় হতে পারে ?

১৩. গভীর জলের মাছ (চতুর ব্যক্তি ) ভেবেছ, তাকে হাতে-নাতে ধরবে, অত সােজা নয় সে অনেক গভীর জলের মাছ।

১৪. গৌরচন্দ্রিকা (ভণিতা  ) অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে বাপ।

১৫. গেঁয়াে যােগী ভিখ পায় না (চেনাশােনা গুণী লােককে কদর না করা ) কি হে গােপাল, তােমরা এত ঘটা করে জ্ঞানী-গুণী সম্বর্ধনা দিলে অথচ পাড়ায় রমেশবাবুর মত একজন কৃতী শিল্পী থাকতে তাঁকে একবার ডাকলেও না, একেই বলে গেঁয়াে যােগী ভিখ পায় না।

১৬. ঘুঁটে পােড়ে গােবর হাসে (নিজের সম্ভাব্য দুঃসময়ের কথা না ভেবে অন্যের দুঃসময়ে মজা পাওয়া ) আজ আমার এই দুঃসময় জেনে খুব তত মজা পাচ্ছ—ঘুঁটে পােড়ে গােবর হাসে, তােমারও এই বিপদ এলাে বলে।

১৭. ছাই ফেলতে ভাঙা কুলাে (অবহেলিত অথচ দুঃসময়ের একমাত্র অবলম্বন ) তখন তাে খুব চিনতে পারনি, ছাই ফেলতে ভাঙা কুলাে সেই আমাকেই দরকার হলাে তাে।

১৮. ছেড়ে দে মা কেঁদে বাঁচি  (উটকো ঝামেলা থেকে রেহাই পাওয়ার ব্যাকুলতা ) পুষব বলে শখ করে একটা কুকুর আনলাম, পােষ তাে মানছেই না, উল্টে যাকে-তাকে কামড়াচ্ছে, আমার এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।

১৯.  জলে কুমীর ডাঙায় বাঘ (উভয় সংকট ) আমার হয়েছে এখন জলে কুমীর ডাঙায় বাঘ-এর দশা, ওদের কথামত কাজ করলে বদনাম, না করলে এখান থেকে বদলি করে দেবে, কি যে করি!

২০. ঠগ বাছতে গা উজাড় (যেখানে সবাই খারাপ ) অফিসে ঘুষ নেওয়া লােকের লিস্ট তৈরি করবে, যাও না একবার, ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।

২১. ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (স্বভাবের দাস ) এ বয়সে দীনেশবাবু কোথায় বিশ্রাম নেবেন তা নয়, এখনও কতকাজের তাড়া, কত দায়-দায়িত্ব, একেই বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।

২২. দশচক্রে ভগবান ভূত (অনেকে মিলে ভালকে মন্দ করা ) যে ডিপার্টমেন্টে তুমি কাজ কর সেখানে ঘুষ না নিয়ে আর কতদিন ভাল থাকবে দেখব, দশচক্রে ভগবান ভূত হয়ে যান, আর তুমি!

২৩. দশের লাঠি একের বােঝা  (একজনের কাছে যা বােঝা দশজনের কাছে তাই হালকা ) গুরুদেবের জন্মােৎসবের বিরাট আয়ােজন কি আর পরেশ একা সামলাতে পারে, সবাই মিলে কাজের ভাগাভাগি করে নিয়েছি বলেই না উৎসব এমন সুষ্ঠুভাবে শেষ হলাে, এই হলাে দশের লাঠি একের বােঝা।

২৪.  দু’ নৌকায় পা (উভয় দিক রক্ষার চেষ্টা ) ধর্ম আর অধর্মের দু’নৌকায় পা দিয়ে কেউ বাঁচে না!

২৫. ধান ভানতে শিবের গীত (অপ্রাসঙ্গিক কথা ) রবীন্দ্রনাথের ছােটগল্পের আলােচনা করতে গিয়ে শিবেনবাবু বিশ্বের ছােটগল্প নিয়ে পড়লেন, এ যে দেখছি ধান ভানতে শিবের গীত শুরু করলেন।

২৬. ধরি মাছ না ছুঁই পানি (প্রত্যক্ষভাবে না জড়িয়ে পরােক্ষে কলকাঠি নেড়ে কার্যোদ্ধার ) এই যে শিক্ষানীতি, যা নিয়ে এত হইচই, চেঁচামেচি, তার পেছনে ওই লােকটার হাত ছিল বেশি, অথচ ওর নাম কেউ করে না, এই হলাে ধরি মাছ ছুঁই পানির মত কাজ।

২৭. ধনুর্ ভাঙা পণ  (অতি কঠোর পণ) ) সুজাতা ডক্টরেট ডিগ্রী নেবেই নেবে—এ তার ধনুক ভাঙা পণ।

২৮. নয় ছয় করা (নষ্ট করা ) বেশি টাকা নিয়ে গেলেই ত নয়-ছয় করে ফেলবি রে।

২৯. নুন আনতে পান্তা ফুরায় (খুবই অভাবে দিন যাপন ) এই সামান্য কটা টাকায় কি আর সংসার চলে, আমাদের এখন নুন আনতে পান্তা ফুরায়।

৩০. ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া (সামান্য কষ্ট সহ্য করতে না পারা ) কি আমার নবাব পুত্তর এলেন রে, এই সামান্য পরিশ্রমের কাজ দেখেই ফুলের ঘায়ে মূর্ছা গেলেন!

৩১. বাস্তু ঘুঘু (ধূর্ত ) পরেশের মতন বাস্তু ঘুঘুকে করেছ তােমার ব্যবসার অংশীদার, কদিন গেলেই টেরটা পাবে।

৩২. বিড়াল তপস্বী (ভণ্ড ) তােমার মতন বিড়াল তপস্বীর মুখে উপদেশের কথা শুনলে হাসি পায়।

৩৩. বরের ঘরের পিসী কনের ঘরের মাসী  (যে দুপক্ষেই তাল দেয় ) তুমি যে ভাই বরের ঘরের পিসী কনের ঘরের মাসী তা জানতাম না, এখন টের পেলাম, আমাকে বলছ চুপ করতে আর ওকে দিচ্ছ উস্কে।

৩৪. বাঁশের চেয়ে কঞ্চি দড় (বড়র চেয়ে ছোটোর বেশি হম্বিতম্বি ) বাবু যত না বলে মােসায়েবের দল তার ততগুণ বেশি বলে, এ যে দেখি বাঁশের চেয়ে কঞ্চি দড়।

৩৫. বিনা মেঘে বজ্রাঘাত (অপ্রত্যাশিত দুঃসংবাদ ) বিনা মেঘে বজ্রাঘাতের মতই দেশনায়কের মৃত্যু সংবাদ শুনে সমগ্র দেশবাসী স্তম্ভিত হলেন।

৩৬. ভাঙে তবু মচকায় না (বিপদেও বিব্রত না হওয়া ) ভেবেছ ভয় দেখিয়ে মতির কাছ থেকে কথা আদায় করবে, সে বড় কঠিন কাজ, ভাঙে তবু মচকায় না।

৩৭. ভস্মে ঘি ঢালা (অপাত্রে দান ) তােমার মতন একটা গবেটের পেছনে টাকা ঢালা আর ভস্মে ঘি ঢালা একই কথা।

৩৮. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন (দৃঢ় প্রতিজ্ঞ হওয়া ) তুলসীকে যখন এই কাজের দায়িত্ব দিয়েছ তখন আর ভাবনা নেই, ওর কাছে তা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

৩৯. মশা মারতে কামান দাগা (তুচ্ছ কাজে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ) ওই পুঁচকে একটা ছেলেকে শায়েস্তা করতে শেষে থানা পুলিশ করতে হলাে, এ যে মশা মারতে কামান দাগা হয়ে গেল।

৪০. মুনীনাঞ্চ মতিভ্রমঃ  (প্রাজ্ঞ ব্যক্তিরও চিত্ত দৌর্বল্য ) প্রবীরবাবুর মতন এরকম একজন নামী লােকও যখন প্রৌঢ় বয়সে এরকম একটা কাজ করে বসলেন তখন বলার শুধু একটাই, মুনীনাঞ্চ মতিভ্রমঃ।

৪১.  মেঘ না চাইতে জল ((অপ্রত্যাশিত লাভ ) শ্যামল সামান্য একটা চাকরির জন্যে যখন এখানে ওখানে খুব ঘােরাঘুরি করছিল, তখনই বন্ধুর কাছ থেকে এলাে বিদেশে চাকরির আমন্ত্রণ, এ একেবারে মেঘ না চাইতে জল।

৪২. যতক্ষর শ্বাস ততক্ষণ আশ (শেষ মুহুর্ত পর্যন্ত আশা রাখা ) রমেনবাবু জানেন বিধান নগরে এখন জায়গা পাওয়া অসম্ভব, তবু একে ওকে ধরছেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ – যদি হয়ে যায়।

৪৩. যাকে দেখতে নারি তার চলন বাঁকা  (যে অপ্রীতিভাজন তার সবই বিরক্তিকর ) সুমিতের গানের গলা ভাল নয়, ওকথা যদি বল, তাহলে বলতেই হয়, যাকে দেখতে নারি তার চলন বাঁকা।

৪৪. যেমন বুনাে ওল তেমনি বাঘা তেঁতুল (যেমন লোক তেমন শাস্তি ) এবার বাছাধন ঠেলাটা বুঝবে, যেমন শয়তান, পড়েছেও শক্ত অফিসারের পাল্লায়, ঠিক হয়েছে, যেমন বুনাে ওল, তেমনি বাঘা তেঁতুল।

৪৫. যা নাই ভারতে তা আছে ভারতে (মহাভারতে সবই থাকে ) দু পাতা ইংরেজী পড়ে ওসব বড় বড় কথা বলাে না, আমদেরও মহাকাব্যে সবই আছে, মনে রেখাে, যা নাই ভারতে তা আছে ভারতে।

৪৬. রথ দেখা কলা বেচা (এক চেষ্টায় দুই কাজ সিদ্ধ করা ) সােমেনবাবু অফিসের কাজে কলকাতায় এলেন আর আত্মীয়-স্বজনকেও দেখে গেলেন, রথ দেখা বলা বেচা তার দুই-ই হলাে।

৪৭. শাক দিয়ে মাছ ঢাকা (অন্যায় গােপন করার নিষ্ফল চেষ্টা ) আর শাক দিয়ে মাছ ঢাকতে চেয়াে না, তােমার গুণের কথা জানতে আর কারাের বাকি নেই।

৪৮. শাঁকের করাত (উভয় সংকট ) আমার হয়েছে শাঁখের করাত ওকে যদি আসতে বলি পেয়ে বসবে, বারণ করলে পেছনে কুৎসা রটাবে।

৪৯. শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ ) বােঝাই যাচ্ছে, তােমার এখন শিরে সংক্রান্তি, না হলে কি আর আদা জল খেয়ে পড়তে লেগেছ।

৫০. হাতে মারে না, ভাতে মারে  (সরাসরি শত্রুতা না করে অলক্ষ্যে সর্বনাশ করা ) নতুন ম্যানেজারবাবুর সঙ্গে বুঝেসুঝে চলবে, বেশি বাড়াবাড়ি করলে মুখে বিছু বলবে না,ওরা হাতে মারে না, ভাতে মারে।

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name : প্রবাদ-প্রবচন
  • File Size : 233 KB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Bengali Grammar

অতিরিক্ত কিছু বাগধারা তালিকা – অর্থ সহ

নংবাগধারাঅর্থ
অগত্যা মধুসূদনঅনন্যোপায় হয়ে
অজগর বৃত্তিআলসেমি
অপোগণ্ডঅকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক
8অবরে সবরেকালে ভদ্রে
অজগর বৃত্তিআলসেমি
অশ্বমেধ যজ্ঞবিপুল আয়োজন
অচলায়তনগোরামিপূর্ণ
অষ্টরম্ভাকাঁচকলা, ফাঁকি, কিছুই না
অক্ষয় বটপ্রাচীন ব্যক্তি
১০অকাল কুষ্মাণ্ডঅপদার্থ
১১অকালের বাদলাঅপ্রত্যাশিত বাধা
১২অক্ষরে অক্ষরেসম্পূর্ণভাবে
১৩অষ্টবজ্র সম্মিলনপ্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
১৪অলক্ষ্মীর দশাদারিদ্র্য
১৫অক্ষয়ভাণ্ডারযে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না
১৬অগ্নিগর্ভবলিষ্ঠ
১৭অঞ্চলের নিধিযে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সন্তান
১৮অন্ধিসন্ধিফাঁকফোকর/গোপন তথ্য
১৯আঠারো মাসে বছরদীর্ঘসূত্রিতা
২০আঁটকুড়োনিঃসন্তান
২১আমড়া কাঠের ঢেঁকিঅকেজো লোক/অকর্মণ্য
২২আসরে নামাআবির্ভূত হওয়া
২৩আধা খেঁচড়াবিশৃঙ্খলা
২৪আঁচা-আঁচিপরস্পরের মনের ভাব
২৫আগলদারজমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক
২৬আদিখ্যেতান্যাকামি
২৭আস্ত কেউটেঅত্যন্ত বিপজ্জনক লোক
২৮ইলশে গুঁড়িগুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯ইয়ারবকসিবন্ধুবান্ধব
৩০ইল্লতে কাণ্ডনোংরা ব্যাপার / নোংরা কাণ্ড
৩১ইতুনিদকুঁড়েঅলস: দীর্ঘসূত্রীতা
৩২উলুখাগড়াগুরুত্বহীন লোক
৩৩উজানের কৈসহজলভ্য
৩৪উপোসি হারপোকাঅভাবগ্রস্থ লোক
৩৫উপরোধের ঢেঁকি গেলাঅন্যায় আবদার করা
৩৬উদোমারাবোকা
৩৭উটকো লোকঅচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে
৩৮ঊনকোটি চোষট্টিপ্রায় সম্পূর্ণ
৩৯ঊনপাঁজুরেঅপদার্থ
৪০ঊরুস্তম্ভফোঁড়া জাতীয় রোগ
৪১ঊর্মিমালীসমুদ্র
৪২এলেবেলেনিকৃষ্ট
৪৩এক ছাঁচে ঢালাসাদৃশ্য
৪৪একাদশে বৃহস্পতিমহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ
৪৫একা দোকানিঃসঙ্গ
৪৬ওষুধে ধরাপ্রার্থিত ফল পাওয়া
৪৭ওষুধ করাগুণ করা
৪৮ওষুধ পড়াসঠিক ব্যবস্থা নেওয়া
৪৯কচ্ছপের কামড়যা সহজে ছাড়ে না
৫০কলমি কাপ্তেনদরিদ্র কিন্তু বিলাসী
৫১কাক ভূষণ্ডিদীর্ঘায়ু ব্যক্তি
৫২কাটনার কড়িউপার্জন সামান্য
৫৩কায়েতের ঘরের ঢেঁকিঅপদার্থ লোক
৫৪কিম্ভূতকিমারঅদ্ভুত ও কুৎসিত
৫৫কাগুজে বাঘমিথ্যা জুজু
৫৬কাঁঠালের আমসঅলীক বস্তু
৫৭কুমিরের সান্নিপাতঅসম্ভব ব্যাপার
৫৮কূপমণ্ডুকঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন
৫৯কেউ কেটাসামান্য
৬০কেঁচো গণ্ডূষগোড়া থেকে শুরু
৬১কলির সন্ধ্যাদৌরাত্ম্যের শুরু
৬২কূর্ম অবতারঅলস
৬৩কুনো ব্যাঙসীমিত জ্ঞান
৬৪কুম্ভীরাশ্রুলোক দেখানো কান্না/নকল সমবেদনা
৬৫খামকাজভুলকাজ
৬৬খাবি খাওয়াছটফট করা
৬৭খুঁটে খাওয়াস্বাবলম্বী হওয়া
৬৮গয়ংগচ্ছঢিলেমি
৫৯গোকুলের ষাঁড়স্বেচ্ছাচারী
৭০গণ্ডগ্রামবড়গ্ৰাম
৭১গোঁয়ার গোবিন্দকাণ্ডজ্ঞানহীন মানুষ
৭২গলগ্রহপরের বোঝা হয়ে থাকা
৭৩ঘাড়ে গর্দানেঅত্যন্ত মোটা
৭৪ঘোড়ার কামড়দৃঢ় পণ
৭৫ঘটিরামঅপদার্থ
৭৬চক্ষুদান করাচুরি করা
৭৭চড়ুই পাখির প্রাণক্ষীণজীবী লোক
৭৮চতুর্ভূজ হওয়াউৎফুল্ল হওয়া
৭৯চাঁদের হাটধনেজনে পরিপূর্ণ সংসার
৮০চাঁদ-কপালেভাগ্যবান
৮১চোখের চামড়া / পর্দাচক্ষুলজ্জা
৮২চক্ষের পুতলিআদরের ধন
৮৩চর্বিত চর্বণপুনরাবৃত্তি
৮৪ঢাকের বাঁয়াঅপ্রয়োজনীয়
৮৫চোরাবালিপ্রচ্ছন্ন আকর্ষণ
৮৬হামনি নাড়াদৃষ্টি বিনিময়
৮৭ছাঁদনা তলাবিবাহের মণ্ডপ
৮৮ছক্কা-পাঞ্জাইতঃস্তত করা/ বড় বড় কথা বলা
৮৯হাঁদাবাঁধাপুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাদর বা গামছায় খাবার বেঁধে নেয়া
৯০জগদ্দল পাথরগুরুভার
৯১জেলঘুঘুযে ব্যক্তি বারবার জেল খাটে
৯২ঝাঁকের কৈএক দলভুক্ত
৯৩ঝাড়ে বংশেসবশুদ্ধ
৯৪টুপ ভুজঙ্গনেশায় বিভোর
৯৫টেণ্ডাই মেণ্ডাইআস্ফালন
৯৬ঢেঁকে গোঁজাআত্মসাৎ করা
৯৭ঠাঁটঠমকহাবভাব, চালচলন
৯৮ডুমুরের ফুলঅদর্শনীয়
৯৯ডামাডোলগোলযোগ
১০০ডাকাবুকোদুঃসাহসী
১০১ঢেঁকির কুমিরঅপদার্থ
১০২ঢেঁকি অবতারনির্বোধ লোক
১০৩ঢেঁকির কচকচিবিরক্তিকর কথা
১০৪ঢাকের কাঠিতোষামুদে
১০৫ঢাকের বায়াঅপ্রয়োজনীয়
১০৬ঢুলুঢুলুতন্দ্রালুতা
১০৭তামার বিষঅর্থের কুপ্রভাব
১০৮নবমীর পাঁঠাপ্রাণ ভয়ে ভীত ব্যক্তি
১০৯তাসের ঘরক্ষণস্থায়ী
১১০তেল নুন লকড়িমৌলিক প্রয়োজন
১১১তীর্থের কাকপ্রতীক্ষারত
১১২তুর্কি নাচননাজেহাল অবস্থা
১১৩তুলসী বনের বাঘসুবেশে দুর্বৃত্ত
১১৪ত্রাহি ত্রাহিপরিত্রাণ কর বলে চিৎকার
১১৫তরবেতরনানারকম
১১৬থাউকি বেলাবিকালবেলা
১১৭দড়ি কলসিআত্মহত্যার উপায়
১১৮দোজবরেদ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়
১১৯দড়বড়েতাড়াহুড়ো করে এমন
১২০দবকানোওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া
১২১দশবাই চণ্ডীঅত্যন্ত রাগী স্ত্রীলোক
১২২দাদুড়েঅত্যন্ত দুর্দান্ত
১২৩দাতাকর্ণঅত্যন্ত উদার ও দানশীল
১২৪দায়-দৈবছোট বড় সমস্যা
১২৫দেবদ্বিজ মানাধর্মে বিশ্বাস থাকা
১২৬দক্ষযজ্ঞ ব্যাপারবিরাট সমারোহ
১২৭ধর্মের কলসত্য
১২৮ধামাধরাতোষামোদকারী
১২৯ধোপে টেকাপরীক্ষায় উত্তীর্ণ হওয়া
১৩০ধোপার গাধাপরের জন্য খাটা
১৩১ধর্মের ষাঁড়যথেচ্ছাচারী
১৩২ধিনিকেষ্টদায়িত্ব পালনহীন ব্যক্তি
১৩৩ধোঁকার টাটিপ্রতারণার উপরের আবরণ
১৩৪ধোপার গাধাভারবাহী
১৩৫ধড়িবাজধূর্ত ও ফন্দিবাজ
১৩৬ধোপার ভাঁড়ারপ্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না
১৩৭নয়-দুয়ারিদ্বারে দ্বারে
১৩৮নারদের ঢেঁকিবিবাদের বিষয়
১৩৯নগদ নারায়ণনগদ অর্থ
১৪০নিরানব্বইয়ের ধাক্কাসঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি
১৪১ননীর পুতুলসহজে কাতর, আদরে দুলাল
১৪২নন্দভৃঙ্গীঅত্যন্ত আদুরে কিন্তু অকর্মণ্য
১৪৩ননদী ভুলীকুকর্মের সঙ্গী
১৪৪নব কার্তিকসুদর্শন কিন্তু অকর্মণ্য ব্যক্তি
১৪৫ন্যালাখ্যাপাপাগলাটে
১৪৬নবমীর পাঁঠাপ্রাণভয়ে ভীত ব্যক্তি
১৪৭পঞ্চত্ব প্রাপ্তমারা যাওয়া
১৪৮পায়াভারিঅহংকার
১৪৯পটের বিবিসুসজ্জিত
১৫০পালের গোদাদলপতি
১৫১পগারপারপালানো
১৫২পাণ্ডববর্জিতসভ্য লোকের বাসের অযোগ্য
১৫৩পত্রপাঠতৎক্ষণাৎ
১৫৪পয়মন্তসুলক্ষণযুক্ত
১৫৫পালপালপ্রচুর সংখ্যক
১৫৬পিণিগেলাঅনিচ্ছায় বা ঘৃণায় কোনো রকমে খাওয়া
১৫৭বচনবাগীশকথায় পটু
১৫৮ফোঁস মনসাক্রোধী লোক
১৫৯ফুসমন্তরফাঁকির মন্ত্র
১৬০ফোঁপরাবাজে, অকেজো
১৬১বামনের গরুযে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে
১৬২বিদুরের খুদশ্রদ্ধার সামান্য উপহার
১৬৩বিড়াল তপস্বীভণ্ড লোক
১৬৪ব্যাঙের আধুলিসামান্য পুঁজি হলেও যা গর্বের
১৬৫ব্যাঙের লাথিনগণ্য লোকের দ্বারা অপমান
১৬৬ব্যাঙের সর্দিঅসম্ভব ব্যাপার
১৬৭বাস্তু ঘুঘুপ্রচ্ছন্ন শয়তান
১৬৮বচনাবাগীশকেবল কথায় পটু
১৬৯বিষের পুঁটুলিবিদ্বেষী
১৭০বারো ভূতঅনাত্মীয় লোকজন
১৭১বাপান্ত করাগালাগালি দেয়া
১৭২বারফট্টাইবড়াই
১৭৩বিশ বাও জলভীষণ বিপাক
১৭৪ভেরেণ্ডা ভাজাঅকাজে সময় নষ্ট করা/বেকার জীবন যাপন করা
১৭৫ভীষ্মের প্রতিজ্ঞাঅনড় সংকল্প
১৭৬তারি কাকবিচক্ষণ ব্যক্তি, দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
১৭৭ভানুমতীর খেলাঅবিশ্বাস্য ব্যাপার
১৭৮ভূঁই ফোড়নতুন আগমন
১৭৯তুইফোঁড়অবাচীন
১৮০মণিহারা ফণীপ্রিয়জনের জন্য অস্থির লোক
১৮১ম্যাও ধরাদায়িত্ব নেওয়া
১৮২যশুরে কইযে ব্যক্তির মাথাটা মোটা কিন্তু শরীর শীর্ণ
১৮৩রাশভারিগম্ভীর প্রকৃতির
১৮৪রামগরুড়ের ছানাগোমড়ামুখো লোক
১৮৫রাবণের চিতাচির অশান্তি
১৮৬রায়বাগিণীউগ্রচণ্ডা নারী, দজ্জাল স্ত্রীলোক
১৮৭লম্বাদেয়াপালানো
১৮৮লেজে খেলাছলনা করা/চাতুরি দ্বারা কষ্ট দেয়া
১৮৯লোহার কার্তিককালো কুৎসিত লোক
১৯০শর্বরীর প্রতীক্ষাদীর্ঘকাল ধরে প্রতীক্ষা
১৯১শিবরাত্রির সলতেএকমাত্র বংশধর/সন্তান
১৯২শুয়োরের গোঁভয়ানক
১৯৩শরতের শিশিরক্ষণস্থায়ী (যদি না থাকে তবে হবে -সুসময়ের বন্ধু)
১৯৪শাঁখের করাতউভয় সংকট
১৯৫শিকে ছেঁড়াহঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া
১৯৬সাতকাহনপ্রচুর পরিমাণ
১৯৭সরফরাজি করাপ্রভাব খাটানোর চেষ্টা/অযোগ্য ব্যক্তির চালাকি
১৯৮স্বখাত সলিলেস্বীয় কর্মে ফল ভোগ/ঘোর বিপদে নিপতিত
১৯৯সাতকাণ্ড রামায়ণমস্তবড় ব্যাপার
২০০স্রোতের শেওলানিরাশ্রয় ও সহায় সম্বলহীন লোক
২০১ষাঁড়ের গোবরঅপদার্থ লোক/অযোগ্য
২০২ষত্ব ণত্ব জ্ঞানকাণ্ডজ্ঞান
২০৩ষণ্ডামার্কাগুণ্ডা বা বাজে ধরনের লোক
২০৪হ্রস্বদীর্ঘ জ্ঞানকাণ্ড জ্ঞান, সাধারণ জ্ঞান
২০৫হাত ধরাঅনুরোধ করা
২০৬হাড় হদ্দনাড়ী নক্ষত্র
২০৭হাড়ির হালদুর্দশার একশেষ
২০৮হাত পাকানদক্ষতা
২০৯হাড় জুড়ানোশাস্তি পাওয়া
২১০হাঁড়ির হালমলিন
২১১রসাতলে গমনঅধঃপাতে যাওয়া
২১২পৃষ্ঠপ্রদর্শনপালানো
২১৩ঊনপঞ্চাশের বায়ুপাগলামী
২১৪একচোখাপক্ষপাতিত্বপূর্ণ
২১৫কাষ্ঠহাসিকপট হাসি
২১৬ওঁৎপাতাসুযোগের প্রতীক্ষায় থাকা
২১৭এক গোয়ালের গরুএকই স্বভাবের লোক
২১৮কুলকাঠের অঙ্গারতীব্র জ্বালা
২১৯ক অক্ষর অংশবর্ণপরিচয়হীন
২২০কেতাদুরস্তচৌকস
২২১খয়ের খাঁতোষামোদকারী
২২২খাদানাকে তিলকঅশোভন সাজসজ্জা
২২৩খাটো করামর্যাদা না দেওয়া
২২৪গোঁফখেজুরেঅলস
২২৫গৌরচন্দ্রিকাভূমিকা
২২৬গঙ্গাজলে গঙ্গাপূজাতুষ্টি সাধন
২২৭টইটুম্বুরভরপুর
২২৮ঠোঁটকাটাস্পষ্টভাষী
২২৯ঠুটো জগন্নাথঅকর্মন্য ব্যক্তি
২৩০ঠান্ডা লড়াইদুরভিসন্ধি করা
২৩১তাল পাতার সেপাইকঙ্কালসার দেহ
২৩২তুবড়ি ছোটাবেশি কথা বলা
২৩৩ধর্মপুত্র যুধিষ্ঠিরধার্মিক
২৩৪বাপের ঠাকুরশ্রদ্ধেয় ব্যক্তি
২৩৫বাঘের মাসিনিৰ্ভীক
২৩৬ভানুমতির খেলাকেরামতি
২৩৭ঘোড়ার রোগবাতিক
২৩৮ঘরপোড়া গরুবেদনাদায়ক অভিজ্ঞতা
২৩৯চোরাবালিপ্ৰচ্ছন্ন আকর্ষণ
২৪০চোখের বালিঅপ্রিয়
২৪১ছুচোর কেত্তনকলহ
২৪২ঢি ঢি পড়াকলঙ্ক
২৪৩টিমে তেতালামন্থর গতি
২৪৪ফোড়ন দেওয়াখোঁচা দেওয়া
বাংলা বাগধারা তালিকা

এরকম আরও কিছু পোস্ট :

সমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ – Samarthak Shobdo – PDF

৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF

১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button