Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি কমিটিতে (monetary policy committee) সম্প্রতি কে মৃদুল সাগরের স্থলাভিষিক্ত হলেন?

(A) সৌরভ সিনহা
(B) রাজীব রঞ্জন
(C) আর. সুব্রামানিয়ান
(D) বিবেক দীপ

উত্তর :
(B) রাজীব রঞ্জন

  • রাজীব রঞ্জন ৩৩ বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় ব্যাঙ্কের সাথে রয়েছেন এবং সম্প্রতি অর্থনৈতিক ও নীতি গবেষণা বিভাগের প্রধান ছিলেন।

২. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি কোন গ্রহ/উপগ্রহের পৃষ্ঠে ল্যান্ডস্কেপ খুঁজে পেয়েছেন?

(A) গ্যানিমেড
(B) শনি
(C) টাইটান
(D) বৃহস্পতি

উত্তর :
(C) টাইটান

  • টাইটান হল শনি গ্রহের বৃহত্তম চাঁদ/উপগ্রহ।
  • জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত গবেষণাটি দেখায় যে কীভাবে ঋতু চক্র টাইটানের পৃষ্ঠের উপর ধূলিকণার গতিবিধি চালায়।

৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) তরুণ কাপুর
(B) পঙ্কজ জৈন
(C) রাজীব গৌবা
(D) হর্ষ বর্ধন শ্রিংলা

উত্তর :
(A) তরুণ কাপুর

  • তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) এর ১৯৮৭ ব্যাচের অফিসার এবং ২০২১ সালে পেট্রোলিয়াম সেক্রেটারি হিসাবে অবসর নেন।
  • তিনি এর আগে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের (DDA) ভাইস-চেয়ারম্যান এবং হিমাচল প্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে কাজ করেছেন।

৪. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ২০০ মিটারের দৌড়ে চতুর্থ দ্রুততম ক্রীড়াবিদ হলেন?

(A) ইয়োহান ব্লেক
(B) এরিয়ন নাইটন
(C) টাইসন গে
(D) উসাইন বোল্ট

উত্তর :
(B) এরিয়ন নাইটন

  • এরিয়ন নাইটন একজন আমেরিকান কিশোর।
  • তিনি সম্প্রতি ব্যাটন রুজ মিট এ ২০০ মিটারের দৌড়ে চতুর্থ দ্রুততম পুরুষ হয়েছেন।
  • এর পাশাপাশি অনুর্দ্ধ ২০ ক্যাটেগরিতে তিনি বিশ্বের দ্রুততম পুরুষ।
  • তার রেকর্ড সময় ছিল ১৯.৪৯ সেকেন্ড।
  • উসাইন বোল্টের রেকর্ড ১৯.১৯ সেকেন্ড।

৫. ২০২২ সালের কোন দিনটিতে পরশুরাম জয়ন্তী পালিত হল?

(A) ৩রা মে
(B) ১৩ই মে
(C) ২রা মে
(D) ১লা মে

উত্তর :
(A) ৩রা মে

  • পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার।
  • হিন্দু রীতি অনুসারে, ভগবান পরশুরামকে অমর এবং আক্রমনাত্মক অবতার হিসাবে মানা হয় যিনি পৃথিবীকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন।

৬. কোন রাজ্য আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে তার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বর্তমানের ১৭% থেকে বাড়িয়ে ২২% করার ঘোষণা করেছে?

(A) কর্ণাটক
(B) ছত্তিশগড়
(C) পাঞ্জাব
(D) গুজরাট

উত্তর :
(B) ছত্তিশগড়

  • ছত্তিশগড় সরকার আন্তর্জাতিক শ্রম দিবস, অর্থাৎ ১লা মে, ২০২২ উপলক্ষে তার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করেছে।
  • ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ও রাজধানী রায়পুর।

৭. সম্প্রতি কে এশিয়ার প্রথম মহিলা হিসাবে মালোকাই চ্যানেল সাঁতরে ইতিহাস তৈরী করলেন?

(A) নাফিসা আলী
(B) ডলি নাজীর
(C) নিসা মিলেট
(D) সায়নী দাস

উত্তর :
(D) সায়নী দাস

  • মহিলা সাঁতারু হিসাবে সায়নী এই নিয়ে চারটি চ্যানেল জয় করলেন।
  • মোলোকাই চ্যানেলটি প্রায় ৪৩ কিলোমিটার দীর্ঘ।
  • তিনি পূর্ব বর্ধমানের কালনা শহরের বাসিন্দা।

৮. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস (World Press Freedom Day) পালন করা হয়?

(A) ২রা মে
(B) ৩রা মে
(C) ৫ই মে
(D) ৪ঠা মে

উত্তর :
(B) ৩রা মে

  • UNESCO ৩রা মে, ১৯৯৩ এই দিনটি চালু করে।
  • এই দিনটি চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, ইরিত্রিয়া, জিবুতি, তুর্কমেনিস্তান, সৌদি আরব, সিরিয়া, ইরান এবং কিউবা সহ কয়েকটি দেশে সাংবাদিকদের স্বাধীনতার গুরুত্বের উপর মনোনিবেশ করে – যে সমস্ত দেশে সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত কম।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button