Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd -3rd July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd -3rd July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২-৩ জুলাই  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd -3rd July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  1st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে পালন করা হয়?

(A) জুলাই ১
(B) জুলাই ২
(C) জুলাই ৩
(D) জুলাই ৪

উত্তর
(C) জুলাই ৩

  • প্রতি বছর ৩ জুলাই ‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’ পালন করা হয়।
  • প্রথম আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ৩ জুলাই, ২০০৮ -এ পালিত হয়েছিল।

২. সম্প্রতি প্রয়াত হওয়া বীর দেবিন্দর সিং নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) সাংবাদিকতা
(B) খেলাধুলা
(C) রাজনীতি
(D) সংগীত

উত্তর
(C) রাজনীতি

  • প্রাক্তন পাঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার বীর দেবিন্দর সিং PGI চণ্ডীগড়ে মারা গেছেন।
  • তিনি ২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে পাঞ্জাব অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার ছিলেন।

৩. সম্প্রতি কে কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) ধ্রুব চাঁদ গর্গ
(B) পিএম প্রসাদ
(C) ধ্যান আনন্দ
(D) সুরেশ কাওয়ালে

উত্তর
(B) পিএম প্রসাদ

কোল ইন্ডিয়ার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন পিএম প্রসাদ।

কোল ইন্ডিয়া লিমিটেড (CIL):

  • এটি ভারত সরকারের কয়লা মন্ত্রকের মালিকানাধীন একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ।
  • এটির সদর দফতর কলকাতায়।
  • এটি বিশ্বের বৃহত্তম সরকারি মালিকানাধীন-কয়লা-উৎপাদনকারী।
  • এটি  ভারতের সপ্তম বৃহত্তম নিয়োগকর্তা।

৪. নিম্নলিখিত কোন সংস্থা সম্প্রতি BCCI এর সাথে তিন বছরের স্পনসরশিপ চুক্তি করেছে?

(A) Tata
(B) Dream11
(C) Nike
(D) PepsiC

উত্তর
(B) Dream11
Board of Control for Cricket in India (BCCI) ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম Dream11-এর সাথে তিন বছরের স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

৫. কোন ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি?

(A) ইংল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) ভারত
(D) ওয়েস্ট ইন্ডিজ

উত্তর
(D) ওয়েস্ট ইন্ডিজ
দুইবার বিশ্বকাপ জয়ী (১৯৭৫ এবং ১৯৭৯ ) ওয়েস্ট ইন্ডিজ এই প্রথমবারের জন্য পুরুষদের 50-ওভারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি।

৬. ইউরোপিয়ান স্পেস এজেন্সি দ্বারা চালু করা ইউক্লিড স্পেস টেলিস্কোপের মেইন লক্ষ্য কী?

(A) এক্সোপ্ল্যানেট এর অধ্যয়ন করা
(B) ব্ল্যাক হোল্স এর অধ্যয়ন করা
(C) ডার্ক ম্যাটার সম্পর্কিত জ্ঞান অন্বেষণ
(D) সৌর শিখা পর্যবেক্ষণ

উত্তর
(C) ডার্ক ম্যাটার সম্পর্কিত জ্ঞান অন্বেষণ
ডার্ক ম্যাটার সম্পর্কিত জ্ঞান অন্বেষণ করা এই টেলিস্কোপের মেইন লক্ষ্য ।

৭. সম্প্রতি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন?

(A) একনাথ শিন্ডে
(B) দেবেন্দ্র ফড়নবিস
(C) অজিত পাওয়ার
(D) সঞ্জয় রাউত

উত্তর
(C) অজিত পাওয়ার

  • রাতারাতি NCP ভেঙে BJP সমর্থিত একনাথ শিন্ডে সরকারের সঙ্গে হাত মেলালেন অজিত পাওয়ার।
  • মহারাষ্ট্রের রাজভবনে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

৮. গ্লোবাল পিস ইনডেক্স ২০২২এর রিপোর্ট অনুসারে, কোন দেশ টানা পঞ্চম বছরে বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে?

(A) পাকিস্তান
(B) আফগানিস্তান
(C) দক্ষিণ সুদান
(D) সিরিয়া

উত্তর
(B) আফগানিস্তান

  • আফগানিস্তান টানা ৫ম বছর বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে এই রিপোর্টে স্থান পেয়েছে।
  • যদিও তালিবান সরকার এই রিপোর্ট ভুল বলে দাবি করেছে।
  • গ্লোবাল পিস ইনডেক্স ২০২২ রিপোর্টে আফগানিস্তানের ঠিক পরেই রয়েছে ইয়েমেন, সিরিয়া, রাশিয়া এবং দক্ষিণ সুদান।

৯. Audi -এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) অলিভার ব্লুম
(B) গের্নট ডি. হেলনার
(C) হার্বার্ট ডাইস
(D) মার্কাস ডুসম্যান

উত্তর
(B) গের্নট ডি. হেলনার
জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা Audi AG তার নতুন সিইও হিসেবে গেরনোট ডলনারকে নিযুক্ত করেছে।

১০. চার্টড অ্যাকাউন্ট্যান্টস দিবস বা CA দিবস প্রতি বছর কবে পালন করা হয় ?

(A) জুলাই ১
(B) জুলাই ২
(C) জুলাই ৩
(D) জুলাই ৪

উত্তর
(A) জুলাই ১

  • প্রতি বছর ১ জুলাই জাতীয় CA দিবস পালিত হয়।
  • ভারতে পার্লামেন্টের একটি আইন দ্বারা ১৯৪৯ সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) প্রতিষ্ঠার স্মরণে দিনটি পালন করা হয়।

১১. ডায়মন্ড লীগ ২০২৩ -এ কে ৮৯.৩০ মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছে?

(A) পিটার এলবার্স
(B) মুরলী শ্রীশঙ্কর
(C) নীরজ চোপড়া
(D) জোহানেস ভেটার

উত্তর
(C) নীরজ চোপড়া

  • লসেন ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)।
  • টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট চোটের কারণে গতবছর অংশ নিতে পারেননি কমনওয়েলথ গেমসে। নামতে পারেননি এফবিকে গেমস ও পাভো নুরমি গেমসেও।
  • সেই হতাশা কাটিয়ে দিলেন তিনি। দোহা ডায়মন্ড লিগে সোনা জিতে মরশুম শুরু করেছিলেন। এরপর চোটের জন্য দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন করলেন লসেনে আরও এক ডায়মন্ড লিগেই।

১২. মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (WCPL) প্রথম খেলোয়াড় হিসেবে কে সাইন আপ করলেন ?

(A) হেইলি ম্যাথিউস
(B) স্ট্যাফানি টেলর
(C) ডিয়েন্দ্রা ডটিন
(D) শ্রেয়াঙ্কা পাটিল

উত্তর
(D) শ্রেয়াঙ্কা পাটিল
শ্রেয়াঙ্কা পাটিল প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (WCPL) চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস তৈরি করেছেন।

১৩. সম্প্রতি কে PEN পিন্টার পুরস্কারে ভূষিত হয়েছেন ?

(A) পেট্রি কিবিতোভা
(B) শংকর মণি
(C) রাম স্বরূপ মিশ্র
(D) মাইকেল রোজেন

উত্তর
(D) মাইকেল রোজেন

  • মাইকেল রোজেন শিশুদের জন্য কবিতা ও সাহিত্যে তার কাজের জন্য মর্যাদাপূর্ণ PEN পিন্টার পুরস্কার ২০২৩-এ ভূষিত হয়েছেন।
  • মাইকেল রোজেন এর লেখা উল্লেখযোগ্য কিছু বই – “We’re Going on a Bear Hunt,” “You Can’t Catch Me,” “Sad Book.”

১৪. দেশীয় পদ্ধতিতে তৈরী ভারতের প্রথম পারমাণবিক চুল্লি –

(A) রাজস্থান পরমাণু বিদ্যুৎ প্রকল্প (RAPS)
(B) গোরখপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (GHAVP)
(C) কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (KAPS)
(D) কাইগা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (KAPS)

উত্তর
(C) কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (KAPS)
গুজরাটের কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (KAPP) ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরী উন্নত ৭০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ চুল্লিটি ১ জুলাই ২০২৩ -এ কমার্শিয়াল বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

১৫. নিচের কোন দল প্রথম গ্লোবাল চেস লিগের চ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে ?

(A) চিঙ্গারি গালফ টাইটানস
(B) বালান আলাস্কান নাইটস
(C) মুম্বা মাস্টার্স
(D) ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস

উত্তর
(D) ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস
ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস এই চ্যাম্পিযনশিপ জিতে নিয়েছে ।

১৬. ২০২৩ সালের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে কে সম্প্রতি পার্সোনাল রেকর্ড করেছেন ?

(A) রিচা মিশ্র
(B) নিনা ভেঙ্কটেশ
(C) মানা প্যাটেল
(D) লাইনেশা এ.কে

উত্তর
(C) মানা প্যাটেল
মানা প্যাটেল মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ১:০৩.৪৮ এর একটি নতুন জাতীয় রেকর্ড করেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button