General Knowledge Notes in BengaliHistory Notes
ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা – Founders of Different Indian Cities
Founders of Different Indian Cities

ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা – PDF
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের কিছু বিখ্যাত শহরের প্রতিষ্ঠাতা ( ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা – Founders of Different Indian Cities ) নিয়ে । কোন ঐতিহাসিক শহরের প্রতিষ্ঠাতা কে এই বিষয়টি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে । তাই তোমাদের জন্য এই টপিকটি আমরা সুন্দর করে কভার করার চেষ্টা করলাম। Bharoter Bibhinno Sohorer Protisthata
Table of Contents
আরো দেখে নাও :
- ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
- ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India
- ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
- কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে – তালিকা
- ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
- ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers
ভারতের বিখ্যাত কিছু শহরের প্রতিষ্ঠাতার তালিকা
ভারতের বিখ্যাত কিছু শহরের প্রতিষ্ঠাতার তালিকা দেওয়া রইলো ।
| ক্রম | শহরের নাম | প্রতিষ্ঠাতা | অবস্থান |
|---|---|---|---|
| ১ | আগ্রা | সিকান্দার লোদি | উত্তর প্রদেশ |
| ২ | এলাহাবাদ (প্রয়াগরাজ) | আকবর | উত্তর প্রদেশ |
| ৩ | গাজিয়াবাদ | উজির গাজী-উদ-দিন | উত্তর প্রদেশ |
| ৪ | জৌনপুর | ফিরোজ শাহ তুঘলক | উত্তর প্রদেশ |
| ৫ | ঝাঁসি | বীর সিং দেও (ওর্চের রাজা) | উত্তর প্রদেশ |
| ৬ | ফতেপুর সিক্রি | আকবর | উত্তর প্রদেশ |
| ৭ | মুরাদাবাদ | রুস্তম খান | উত্তর প্রদেশ |
| ৮ | লখনউ | আসাফ-উদ-দৌলা | উত্তর প্রদেশ |
| ৯ | দেরাদুন | গুরু রাম রায় | উত্তরাখন্ড |
| ১০ | পুরী | গং চোলা | ওড়িশা |
| ১১ | ভুবনেশ্বর | ওটো কনিগসবার্গার | ওড়িশা |
| ১২ | বিজাপুর | ইউসুফ আদিল শাহ | কর্ণাটক |
| ১৩ | বেঙ্গালুরু | প্রথম কেম্পে গওদা | কর্ণাটক |
| ১৪ | হাম্পি | হরিহর ও বুক্কা | কর্ণাটক |
| ১৫ | চণ্ডীগড় | লে করবুসিয়ার | চণ্ডীগড় |
| ১৬ | রায়পুর | ব্রাহ্মদেও রায় | ছত্তিসগড় |
| ১৭ | জম্মু | জাম্বু লোচন | জম্মু ও কাশ্মীর |
| ১৮ | শ্রীনগর | দ্বিতীয় প্রবরসেন ( মতান্তরে অশোক ) | জম্মু ও কাশ্মীর |
| ১৯ | টাটানগর | জামসেটজি টাটা | ঝাড়খন্ড |
| ২০ | মাদ্রাজ (চেন্নাই ) | ফ্রান্সিস ডে | তামিলনাড়ু |
| ২১ | মহাবলিপুরম | নরসিংহবর্মন | তামিলনাড়ু |
| ২২ | গঙ্গাইকন্ডচোলাপুরম | প্রথম রাজেন্দ্র চোল | তামিলনাড়ু |
| ২৩ | হায়দ্রাবাদ | মুহাম্মদ কুলি কুতুব শাহ | তেলেঙ্গানা |
| ২৪ | দিল্লী ( ইন্দ্রপ্রস্থ ) | আনঙ্গপাল তোমার | দিল্লি |
| ২৫ | তুঘলকাবাদ | গিয়াসউদ্দিন তুঘলক | দিল্লী |
| ২৬ | নতুন দিল্লী | এডউইন লুটিয়েনস ( ডিজাইনার ) | দিল্লী |
| ২৭ | সিরি | আলাউদ্দিন খিলজি | দিল্লী |
| ২৮ | দিনপানাহ | হুমায়ূন | দিল্লী |
| ২৯ | শাহজাহানবাদ | শাহজাহান | দিল্লী |
| ৩০ | কলকাতা | জব চার্নক | পশ্চিমবঙ্গ |
| ৩১ | অমৃতসর | গুরু রামদাস | পাঞ্জাব |
| ৩২ | নালন্দা | প্রথম কুমারগুপ্ত | বিহার |
| ৩৩ | পাটনা ( পাটলিপুত্র ) | উদয়ীন / উদয়ভদ্র | বিহার |
| ৩৪ | মুঙ্গের | চন্দ্রগুপ্ত মৌর্য্য | বিহার |
| ৩৫ | ইন্দোর | রাও নন্দলাল চৌধুরী | মধ্যপ্রদেশ |
| ৩৬ | ধর | রাজা ভোজ | মধ্যপ্রদেশ |
| ৩৭ | ভোপাল | রাজা ভোজ | মধ্যপ্রদেশ |
| ৩৮ | সাগর | উদেনশাহ | মধ্যপ্রদেশ |
| ৩৯ | নাগপুর | ভক্ত বুলান্দ | মহারাষ্ট্র |
| ৪০ | পুনে | শাহাজি ভোসলে | মহারাষ্ট্র |
| ৪১ | মুম্বাই | রাজা ভীমদেভ | মহারাষ্ট্র |
| ৪২ | দৌলতাবাদ | মহম্মদ বিন তুঘলক | মহারাষ্ট্র |
| ৪৩ | আজমের | অজয়দেব সিং | রাজস্থান |
| ৪৪ | উদয়পুর | দ্বিতীয় উদয় সিংহ | রাজস্থান |
| ৪৫ | কুম্ভলগড় | রানা কুম্ভ | রাজস্থান |
| ৪৬ | জয়পুর | দ্বিতীয় জয় সিং | রাজস্থান |
| ৪৭ | বিকানের | রাও বিকা | রাজস্থান |
| ৪৮ | ভরতপুর | রাজা সুরজমল | রাজস্থান |
| ৪৯ | যোধপুর | রাও যোধা | রাজস্থান |
| ৫০ | হিশার | ফিরোজশাহ তুঘলক | হরিয়ানা |
বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন ?
সিকান্দার লোদী
কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন ?
জব চার্ণক
ফতেপুর সিক্রি নগরীর পত্তন করেন কে?
মুঘল সম্রাট আকবর
নয়াদিল্লি শহর কে ডিজাইন করেন ?
ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েনস ও স্যার হারবার্ট বেকার
আরো দেখে নাও :
- ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
- ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India
- ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
- কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে – তালিকা
- ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
- ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section :
- File Name : ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা – Founders of Different Indian Cities
- File Size: 3,159 KB
- Format: PDF
- No. of Pages: 05
- Language: Bengali
To check our latest Posts - Click Here








