২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা
Lists of Sahitya Akademi Award Winners 2021

২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা
২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া রইলো । কে কোন বিভাগে, কোন ভাষায় ২০২১ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার তথ্য সুন্দর করে দেওয়া রইলো ।
Table of Contents
২০২১ সালে কে কোন ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার তালিকা দেওয়া রইলো ।
সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১ – বিজেতাদের তালিকা
এখনো পর্যন্ত ২০২১ সালের জন্য মোট ২০টি ভাষায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। গুজরাটি, মনিপুরি, মৈথিলি এবং ঊর্দু ভাষায় এই পুরস্কার বিজয়ীদের নামের তালিকা পরে ঘোষণা করা হবে।
| নং | ভাষা | পুরস্কার প্রাপক | বিভাগ |
|---|---|---|---|
| ১ | অসমীয়া | অনুরাধা শর্মা পুজারী | উপন্যাস |
| ২ | ইংলিশ | নমিতা গোখলে | উপন্যাস |
| ৩ | উড়িয়া | রুষিকেশ মল্লিক | কবিতা |
| ৪ | কঙ্কনী | সঞ্জীব ভেরেঙ্কার | কবিতা |
| ৫ | কন্নড় | ডি.এস. নাগাভূষণ | জীবনী |
| ৬ | কাশ্মীরি | ওয়ালী মঃ আসির কাশ্তাবারী | সমালোচনা |
| ৭ | ডোগরী | রাজ রাহী | ছোটো গল্প |
| ৮ | তামিল | আম্বাই | ছোটোগল্প |
| ৯ | তেলেগু | গরাটি ভেনকান্না | কবিতা |
| ১০ | নেপালী | ছবিলাল উপাধ্যায় | এপিক পোয়েট্রি |
| ১১ | পাঞ্জাবী | খালিদ হুসাইন | ছোটো গল্প |
| ১২ | বাংলা | ব্রাত্য বসু | নাটক |
| ১৩ | বোডো | Mwdai Gahai | কবিতা |
| ১৪ | মারাঠী | কিরণ গুরব | ছোটোগল্প |
| ১৫ | মালায়ালম | জর্জ অনাক্কুর | আত্মজীবনী |
| ১৬ | রাজস্থানী | মিথেশ নিরমোহী | কবিতা |
| ১৭ | সংস্কৃত | বিন্দেশ্বরীপ্রসাদ মিশ্র | কবিতা |
| ১৮ | সাঁওতালি | নিরঞ্জন হাঁসদা | ছোটো গল্প |
| ১৯ | সিন্ধি | অর্জুন চাওলা | কবিতা |
| ২০ | হিন্দি | দয়া প্রকাশ সিনহা | নাটক |
২০২১ সালে বাংলা ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মিত্র ও ঘোষ পাবলিশার্স ২০১৯ সালে দ্বারা প্রকাশিত “মীরজাফর ও অন্যান্য নাটক” শীর্ষক বইটির জন্য তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন। মীরজাফর ছাড়াও এই বইয়ের বাকি দুটি নাটক হল – “আমি অনুকুলদা আর ওরা” এবং “একদিন আলাদিন” ।
আরও দেখে নাও :
বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
প্রশ্ন ও উত্তর
২০২১ সালে ব্রাত্য বসু কোন বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে ?
মীরজাফর ও অন্যান্য নাটক বইটির জন্য ।
২০২১ সালে হিন্দি ভাষার জন্য কোন সাহিত্যিক এই পুরস্কারে সম্মানিত হয়েছেন ?
দয়া প্রকাশ সিনহা
বিন্দেশ্বরীপ্রসাদ মিশ্র কোন ভাষার ক্ষেত্রে ২০২১ সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতে নিয়েছেন ?
সংস্কৃত।
To check our latest Posts - Click Here








