Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ১০

Bengali Mythology – Set 10

১. রামসেতু নির্মাণ কার্য্যে দুই বিশেষ ভাতৃদ্বয় সাহায্য করেছিলেন | তাঁদের নাম কি ছিল?

উত্তর :
নল ও নীল

২. দেবী সীতা কতবার অগ্নিপরীক্ষা দিয়েছিলেন?

উত্তর :
৩ বার

৩. রাম ও সীতার পুত্রের নাম কি ছিল?

উত্তর :
লব ও কুশ

৪. রাবন সীতাকে হরণ করে নিয়ে যেতে গেলে কে তাঁকে বাধা দেন ও মারা যান?

উত্তর :
জটায়ু নামক এক বিরাট পক্ষী

৫. সীতা হরণ ষড়যন্ত্রে অংশগ্রহণকারী স্বর্ণ হরিণটি আসলে কে ছিলেন?

উত্তর :
মারীচ ( রাবনের মামা)

৬. লক্ষ্মণের মাতা কে ছিলেন?

উত্তর :
সুমিত্রা

৭. রামায়ণ অনুসারে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন – এই চার ভ্রাতা বিষ্ণুর ও শেষ নাগের অংশ হতে জন্ম | এদের একত্রে কি বলা হয়?

উত্তর :
সংকর্ষণ

৮. রাম ও লক্ষ্মণকে নাগপাশ থেকে কে মুক্ত করেন?

উত্তর :
গরুড় দেব

৯. মেঘনাদ লক্ষ্মণকে পরাজিত করার জন্য কোন বাণ নিক্ষেপ করেছিলেন?

উত্তর :
শক্তিশেল ( ব্ৰহ্মশির অস্ত্র )

১০. দেবী সীতার জন্ম কার অংশ হতে?

উত্তর :
মহালক্ষ্মী ( ধরিত্রীর গর্ভ হতে জন্ম বলে অনেকে ধরিত্রীর অংশ হিসেবেও মান্য করে )

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

Back to top button