General Knowledge Notes in BengaliNotes

ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন তালিকা PDF – Environmental Movements in India

Environmental Movements in India

Environmental Movements in India : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন নিয়ে। পরিবেশ আন্দোলন বলতে সেই সকল আন্দোলনকে বোঝায় যে অন্দোলনগুলি পরিবেশের বিভিন্ন উপাদানগুলির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখা, সংরক্ষণ করা, পরিবেশের দূষণ ও অবক্ষয় প্রতিরােধ করা এবং সর্বোপরি মানবজাতির স্বার্থে করা হয়ে থাকে । Bharoter Poribesh AndolonEnvironmental Movements in India

ভারতের কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন হলো –

১. বিষণই/ বিষ্ণোই আন্দোলন (Bishnoi Movement )

  • বিষ্ণোই পশ্চিমী থর মরুভূমি এবং উত্তর ভারতের  একটি ধর্মীয় সম্প্রদায়।
  • এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন গুরু মহারাজ জাম্বজি
  • এই সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট হলো এরা প্রকৃতির উপাসক।
  • ১৭০০ খ্রিস্টাব্দে পরিবেশ রক্ষার্থে বিষ্ণোই আন্দোলন শুরু করেন সোমবাজি
  • পরবর্তীকালে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অমৃতাদেবী বিষ্ণোই ( ১৭৩০ খ্রিস্টাব্দে )।
  • এই আন্দোলনে প্রায় ৩৬৩ জন নিহত হয়েছিলেন।
  • গাছ বাঁচাতে গাছকে জড়িয়ে ধরে আন্দোলন ভারতে প্রথম শুরু করে বিষ্ণোই সম্প্রদায়
দেখে নাও : পরিবেশ কাকে বলে? পরিবেশ কত প্রকার ও কি কি?

২. চিপকো আন্দোলন (Chipko movement )

  • হিন্দি ভাষায় “চিপকো’ শব্দটির অর্থ আলিঙ্গন করা।
  • ১৯৭৩ সালের মার্চ মাসে স্থানীয় ঠিকাদারদের গাছকাটার বিরুদ্ধে উত্তরাখন্ডের চামেলী জেলার গােপেশ্বর নামক পাহাড়ি গ্রামে চিপকো আন্দোলনের সুত্রপাত হয়।
  • এই আন্দোলনের প্রধান প্রধান নেতৃবৃন্দরা ছিলেন সুন্দরলাল বহুগুনা, চণ্ডীপ্রসাদ ভাট এবং গৌরী দেবী
  • এই আন্দোলনের একটু প্রধান বৈশিষ্ট ছিল প্রচুর মহিলারা এই আন্দোলনে যোগদান করেছিলেন।

৩. আপ্পিকো আন্দোলন (Appiko Movement )

  • কন্নড় ভাষায় আপ্পিকো শব্দের অর্থ হল—আলিঙ্গন করা।
  • ১৯৮৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কর্ণাটকের উত্তর কর্নাড় জেলার সিরসী, অঞ্চলের সালকানী বনাঞ্চলে গাছকাটার বিরুদ্ধে এই আন্দোলনের সূত্রপাত হয়।
  • এই আন্দোলনে নেতৃত্ব দেন পান্ডুরাম হেগড়ে
  • এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল প্রাচীন জীবনযাত্রার ভিত্তিপ্রস্তরকে ধ্বংস করতে না দেওয়া এবং জঙ্গলকে ব্যবসায়িক কাজে লাগাতে না দেওয়া।
দেখে নাও : ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন – Indian Environmental Act and Rules

৪. সাইলেন্ট ভ্যালি আন্দোলন (Silent Valley Movement )

  • উত্তর কেরালার পালাক্কাড জেলায় পশ্চিমঘাট পর্বতমালার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম হল সাইলেন্ট ভ্যালি
  • কুন্তী নদী সংলগ্ন এই অরণ্যের গ্রামীণ এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য অরণ্য ধ্বংসকে কেন্দ্র করে কিছু শিক্ষক নিয়ে গঠিত একটি NGO ও কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ ১৯৭৩ খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু করে।
  • এই আন্দোলনের ফলে ১৯৮৫ খ্রিস্টাব্দে এই অঞ্চলটিকে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।
দেখে নাও : পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF – Environmental Science

৫. জঙ্গল বাঁচাও আন্দোলা ( Jungle Bachao Andola ) 

  • ঝাড়খণ্ডের সিংভূম জেলার একটি উপজাতি সম্প্রদায় ১৯৮২ সালে সরকারের বন নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল।
  • এই অঞ্চলের স্বাভাভিক অরণ্য কেটে সেখানে সেগুন গাছের চাষ করতে চেয়েছিলো সরকার।
  • অনেক পরিবেশপ্রেমী এই আন্দোলনকে “Greed Game Political Populism” বলে অভিহিত করেছেন।

৬. নর্মদা বাঁচাও আন্দোলন (Narmada Bachao Andolan)

  • মধ্যপ্রদেশ ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগে খরা প্রতিরােধ, কৃষিজমিতে জলসেচের বন্দোবস্ত করা, জলবিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতির উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনা রূপায়ণের কর্মসূচি নিয়ে নর্মদা প্রকল্প তৈরি করা হয়।
  • নর্মদা সাগর ওঁ সর্দার সরােবর বাধ তৈরী করতে প্রচুর কৃষিজমি নষ্ট, বনভূমি নষ্ট ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিরুদ্ধে সমাজেসেবিকা মেধা পাটেকর প্রধানত এই আন্দোলন শুরু করেন।
  • মেধা পাটেকরকে সমর্থন করেন বাবা আমতে, লেখিকা অরুন্ধুতি রায়, অভিনেতা আমির খান

৭. তেহরি বাঁধ সংঘাত (Tehri Dam Conflict )

  • তেহরি বাঁধ তৈরীর বিরুদ্ধে এই আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুনা
  • ১৯৮০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলন চালিয়ে যান সুন্দরলাল বহুগুনা।

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।

Download in PDF Format

  • File Name : ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন – বাংলা কুইজ.pdf
  • File Size : 329 KB
  • No. of Pages : 03
  • Language : Bengali
  • Subject – Environment Studies

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button