EconomyGeneral Knowledge Notes in Bengali

কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প । Government Schemes – PDF

List of Major Government Schemes in India

কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো কেন্দ্র সরকার তথা ভারত সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে। যে কোনো প্রতিযোগিতামূলক পরিক্ষা, বিশেষ করে RRB, SSC এবং কেন্দ্র সরকারের যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপপূর্ণ একটি টপিক। কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পList of Major Government Schemes in India

এর আগে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেছি। সেটাও তোমরা দেখে নিতে পারো ।


দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের Full Form ও সূচনাকাল ।

যোজনাFull Formসূচনাকাল
PMJDYপ্রধান মন্ত্রী জন ধন যোজনাঅগাস্ট ২৮, ২০১৪
NGনমামি গঙ্গেজুন ২০১৪
PMSSYপ্রধান মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনাজানুয়ারি ২২, ২০১৫
PMMYপ্রধান মন্ত্রী মুদ্রা যোজনাএপ্রিল ৮, ২০১৫
PMJJBYপ্রধান মন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনামে ৯, ২০১৫
PMSBYপ্রধান মন্ত্রী সুরক্ষা বীমা যোজনামে ৯, ২০১৫
APYঅটল পেনশন যোজনামে ৯, ২০১৫
KVPকৃষাণ বিকাশ পত্র২০১৪
GMSগোল্ড মনেটাইজেশন স্কিমনভেম্বর ৪, ২০১৫
PMFBYপ্রধান মন্ত্রী ফসল বীমা যোজনাফেব্রুয়ারী ৮, ২০১৬
PMGKYপ্রধান মন্ত্রী গরীব কল্যাণ যোজনাডিসেম্বর ১৬, ২০১৬
PMKSYপ্রধান মন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনাজুলাই ১, ২০১৫
DDUGJYদীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনাজুলাই ২৫, ২০১৫
PMKVYপ্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনা২০১৫
RGMরাষ্ট্রীয় গোকুল মিশনডিসেম্বর ১৬, ২০১৪
DIডিজিটাল ইন্ডিয়াজুলাই ১, ২০১৫
SIস্কিল ইন্ডিয়াজুলাই ১৫, ২০১৫
MIমেক ইন ইন্ডিয়াসেপ্টেম্বর ২৫, ২০১৫
SBAস্বচ্ছ ভারত অভিযানঅক্টোবর ২, ২০১৪
NGনমামি গঙ্গে২০১৪
PRASADPilgrimage Rejuvenation And Spirituality Augmentation Drive২০১৪
PMBJPপ্রধান মন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা২০১৫
BBBPYবেটি বাঁচাও, বেটি পড়াও যোজনাজানুয়ারি ২২, ২০১৫
PDUSJYপন্ডিত দীন দয়াল উপাধ্যায় শ্রামেভ জয়তে যোজনাঅক্টোবর ১৬, ২০১৪
UMANGUnified Mobile Application for New-age Governance২০১৭
PMJAYপ্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনাসেপ্টেম্বর ২৩, ২০১৮
List of Major Government Schemes in India

দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ যোজনা সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য।

১. প্রধান মন্ত্রী জন ধন যোজনা

২০১৪ সালের ১৫ই অগাস্ট লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রধান মন্ত্রী জন ধন যোজনা – এর কথা ঘোষণা করেন। আনুষ্ঠানিক ভাবে এই যোজনা শুরু হয় সেই বছর ১৮ই আগস্ট থেকে।

আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া নাগরিকদের আর্থিক ব্য‌বস্থার মধ্যে টেনে আনার লক্ষ্যে এই যোজনা শুরু করা হয়।

এর মধ্যে আছে—

  • প্রত্যেকের জন্য‌ ব্যাঙ্কিং পরিষেবা উন্মুক্ত করা।
  • আর্থিক সাক্ষরতার কর্মসূচি গ্রহণ।
  • ওভারড্রাফটের সুবিধা এবং ‘রূপে’ ডেবিট কার্ডের সুবিধা সহ ব্যাঙ্ক একাউন্ট খোলার সুযোগ।
  • প্রাথমিক স্তরের ক্রেডিট গ্যারান্টি তহবিল গঠন।

কোডিভ মহামারীর মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ২৬শে মার্চ ২০২০ তে এই যোজনার আওতায় প্রত্যেক মহিলাদের একাউন্ট-এ পর পর ৩ মাস ৫০০ টাকা করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন।

২. মেক ইন ইন্ডিয়া

বিদেশি বহুজাতিক সংস্থাকে ভারতে পণ্য উৎপাদন করতে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেন।

Make in India
Make in India – লোগোটি তৈরী করেছেন – ভি সুনীল

৩. স্বচ্ছ ভারত মিশন

২০১৪ সালে ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারত মিশন বা স্বচ্ছ ভারত অভিযানের সূচনা হয়। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে ভারতকে স্বচ্ছ বা পরিষ্কার করার লক্ষ্যমাত্রা রেখে এই অভিযান শুরু হয়।

স্বচ্ছ ব্যাহৃত অভিযান

৪.বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলন

বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির সূচনা ২২ জানুয়ারি, ২০১৫ তারিখে হরিয়ানার পানিপথে। এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কন্যাসন্তানের জন্মহার ক্রমশ হ্রাস পাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলির কার্যকর মোকাবিলায় এই কর্মসূচিটির কথা চিন্তাভাবনা করা হয়। 

৫. অটল পেনশন যোজনা (APY )

১৮ থেকে ৪০ বছর বয়সের সকল ভারতীয়দের জন্য অটল পেনশন যোজনা (APY) উপলব্ধ রয়েছে। এই প্রকল্পটি একজন ব্যক্তি অন্তত ২০ বছর চালানোর পরেই বন্ধ করতে পারবে। কোন ব্যাংক অ্যাকাউন্ট ধারক যারা কোনো বিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা প্রকল্পের সদস্য নয় একমাত্র তারাই এই প্রকল্পে যোগদান করতে পারেন।

আবেদনকারি ৬০ বছর বয়সের পর থেকে প্রত্যেক মাসে কিছু টাকা ( ১০০০/২০০০/৩০০০/৪০০০/ ৫০০০ ) পাবেন। আবেদানকারীর মৃত্যুর পরে, আবেদানকারীর স্ত্রী বার্ধক্যভাতা দাবী করতে পারেন এবং স্ত্রীর মৃত্যুর পর মনোনীত ব্যক্তি (নমিনি) সেই অর্থ পাবেন।

৬. আয়ুষ্মান ভারত

আর্থিক ভাবে পিছিয়ে পরা শ্রেণীর জন্য স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয় আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে। এটি প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY ) নামেও পরিচিত। ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর থেকে এই প্রকল্প শুরু হয়।

৭. প্রসাদ (PRASAD )

ভারতের গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিকে তীর্থযাত্রীদের জন্য আর আরো সুগম করে তুলতে ২০১৪ সালে এই যোজনা শুরু হয়।

নিচে প্রদত্ত ডাউনলোড লিংক থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name : কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প
  • File Size : 3 MB
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali

আরো দেখে নাও 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প – PDF

ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট –  PDF

জাতীয় শিক্ষানীতি ২০২০ । National Education Policy 2020

নোবেল পুরস্কার –  ২০২০ | Nobel Prize 2020 । PDF

Covered Topic : Important Schemes of India, গুরুত্বপূর্তন অভিযান, গুরুত্বপূর্ণ প্রকল্প

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button