Geography Notes

বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা – PDF

List of Diseases in Crops or Plants caused by Fungi, Bacteria, Virus

বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা

বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা দেওয়া রইলো। কোন শস্যে কি রোগ হয় এবং শস্যের রোগের জন্য দায়ী অণুজীবটি কি তার একটি তালিকা নিচে দেওয়া রইলো (List of Diseases in Crops or Plants caused by Fungi, Bacteria, Virus ) ।

ফসলের ব্যাকটেরিয়া গঠিত রোগ তালিকা

বিভিন্ন ধরণের ফসলের ব্যাকটেরিয়া ঘটিত রোগ তালিকা দেওয়া রইলো ।

শস্য / ফসলব্যাকটেরিয়া ঘটিত রোগ
ধান, বিনসব্লাইট
তুলাব্ল্যাক আর্ম
আলুরিং রট, ব্রাউন রট
টমেটোক্যাংকার
ব্যাকটেরিয়া ঘটিত শস্যের রোগ তালিকা

আরও দেখে নাও :

বিভিন্ন ধরণের শস্য / ফসল

বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি – PDF Download

স্থানান্তর কৃষির বিবিধ নাম । Shifting Cultivation | PDF

পশ্চিমবঙ্গের কৃষি সংক্রান্ত তথ্যাবলী – PDF

ফসলের ছত্রাক ঘটিত রোগ তালিকা

বিভিন্ন ধরণের ফসলের ছত্রাক ঘটিত রোগ তালিকা দেওয়া রইলো ।

শস্য / ফসল ছত্রাক ঘটিত রোগ
আঁখরেড রট
বাজরাএর্গোট, গ্রীন ইয়ার, স্মাট
তুলাউইল্ট
বাদামটিক্কা
ধানব্লাস্ট
পেঁপেফুট রট
গমরাস্ট, মিলডিউ, পাউডারি
কফিরাস্ট
আলুলেট ব্লাইট
আঙ্গুর, বাঁধাকপি, ফুলকপি, বাজরা, সরিষাডাউনি মিলডিউ
মুলো, শালগামহোয়াইট রাস্ট
ছত্রাক ঘটিত শস্যের রোগ তালিকা

ভাইরাস ছত্রাক ঘটিত রোগ তালিকা

ফসলের ভাইরাস ঘটিত রোগ তালিকা দেওয়া রইলো ।

শস্য / ফসল ভাইরাস ঘটিত রোগ
আলুলিফ রোল, মোজাইক
কলাবানচি টপ
পেঁপেপাতা মুড়িয়ে যাওয়া
তামাক মোজাইক
গাজরলাল পাতা
ভাইরাস ঘটিত শস্যের রোগ তালিকা

Download Section

  • File Name : বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা – বাংলা কুইজ
  • File Size : 1.5 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button