Geography Notes
বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা – PDF
List of Diseases in Crops or Plants caused by Fungi, Bacteria, Virus

বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা
বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা দেওয়া রইলো। কোন শস্যে কি রোগ হয় এবং শস্যের রোগের জন্য দায়ী অণুজীবটি কি তার একটি তালিকা নিচে দেওয়া রইলো (List of Diseases in Crops or Plants caused by Fungi, Bacteria, Virus ) ।
ফসলের ব্যাকটেরিয়া গঠিত রোগ তালিকা
বিভিন্ন ধরণের ফসলের ব্যাকটেরিয়া ঘটিত রোগ তালিকা দেওয়া রইলো ।
শস্য / ফসল | ব্যাকটেরিয়া ঘটিত রোগ |
---|---|
ধান, বিনস | ব্লাইট |
তুলা | ব্ল্যাক আর্ম |
আলু | রিং রট, ব্রাউন রট |
টমেটো | ক্যাংকার |
আরও দেখে নাও :
ফসলের ছত্রাক ঘটিত রোগ তালিকা
বিভিন্ন ধরণের ফসলের ছত্রাক ঘটিত রোগ তালিকা দেওয়া রইলো ।
শস্য / ফসল | ছত্রাক ঘটিত রোগ |
---|---|
আঁখ | রেড রট |
বাজরা | এর্গোট, গ্রীন ইয়ার, স্মাট |
তুলা | উইল্ট |
বাদাম | টিক্কা |
ধান | ব্লাস্ট |
পেঁপে | ফুট রট |
গম | রাস্ট, মিলডিউ, পাউডারি |
কফি | রাস্ট |
আলু | লেট ব্লাইট |
আঙ্গুর, বাঁধাকপি, ফুলকপি, বাজরা, সরিষা | ডাউনি মিলডিউ |
মুলো, শালগাম | হোয়াইট রাস্ট |
ভাইরাস ছত্রাক ঘটিত রোগ তালিকা
ফসলের ভাইরাস ঘটিত রোগ তালিকা দেওয়া রইলো ।
শস্য / ফসল | ভাইরাস ঘটিত রোগ |
---|---|
আলু | লিফ রোল, মোজাইক |
কলা | বানচি টপ |
পেঁপে | পাতা মুড়িয়ে যাওয়া |
তামাক | মোজাইক |
গাজর | লাল পাতা |
Download Section
- File Name : বিভিন্ন ফসলের রোগের নাম তালিকা – বাংলা কুইজ
- File Size : 1.5 MB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here