Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

26th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. শরণার্থীদের স্বাগত জানানোর প্রচেষ্টার জন্য সম্প্রতি কে UNESCO Peace Prize এ ভূষিত হয়েছেন?

(A) বরিস জনসন
(B) এ্যাঞ্জেলা মার্কেল
(C) ইমানুয়েল ম্যাক্রন
(D) ডোনাল্ড ট্রাম্প

উত্তর
(B) এ্যাঞ্জেলা মার্কেল

  • প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০২২ সালের UNESCO Peace Prize এ ভূষিত হয়েছেন।
  • ২০১৫ সালে, মার্কেল জার্মানিতে ১.২ মিলিয়নেরও বেশি শরণার্থীদের স্বাগত জানিয়েছেন।
  • এই পুরস্কার ১৯৮৯ সাল থেকে প্রতি বছর সেই ব্যক্তিদের এবং সংস্থাগুলিকে দেওয়া হচ্ছে যারা শান্তির প্রচারে বিশেষ প্রচেষ্টা চালিয়েছেন।

২. কোন শহরে প্রথম খেলো ইন্ডিয়া মহিলা জুডো টুর্নামেন্টের ন্যাশনাল রাউন্ড আয়োজিত হবে?

(A) আহমেদাবাদ
(B) নতুন দিল্লি
(C) নাগপুর
(D) রায়পুর

উত্তর
(B) নতুন দিল্লি

  • প্রথম খেলো ইন্ডিয়া মহিলা জুডো টুর্নামেন্ট ২৭শে আগস্ট ২০২২ থেকে শুরু হবে।
  • দেশের চারটি অঞ্চলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
  • ন্যাশনাল রাউন্ডটি ২০ থেকে ২৩শে অক্টোবর ২০২২ পর্যন্ত নয়াদিল্লির কেডি যাদব ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এ ভারতের নির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সুরজিত ভাল্লা
(B) গীতা গোপীনাথ
(C) কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ান
(D) হেমলতা আন্নামালাই

উত্তর
(C) কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ান

  • প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (CEA) কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এ ভারতের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তার মেয়াদ ২০২২ সালের নভেম্বর থেকে শুরু হবে এবং ৩ বছরের জন্য চলবে।
  • তিনি IMF-এ ভারতের বর্তমান নির্বাহী পরিচালক সুরজিত ভাল্লার স্থলাভিষিক্ত হবেন।
  • ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে অর্থ মন্ত্রকের সর্বকনিষ্ঠ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন সুব্রামানিয়ান।

৪. সম্প্রতি কাকে ৩১তম ব্যাস সম্মান প্রদান করা হয়েছে?

(A) ডাঃ আসগর ওয়াজাহাত
(B) আর.কে. নারায়ণ
(C) দেবদত্ত পট্টনায়েক
(D) সুধা মূর্তি

উত্তর
(A) ডাঃ আসগর ওয়াজাহাত

  • একজন সুপরিচিত হিন্দি লেখক ডক্টর আসগর ওয়াজাহাতকে ২৫শে আগস্ট ২০২২-এ ৩১তম ব্যাস সম্মানে ভূষিত করা হয়েছে।
  • মুঘল সম্রাট আকবরকে কেন্দ্র করে ‘মহাবালি’ নাটকের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য না নির্বাচিত হয়েছিলেন।

৫. Defence Research and Development Organisation (DRDO)-এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ডঃ সামির ভি কামাত
(B) ডাঃ জি সতীশ রেড্ডি
(C) মিসেস সুমা ভারুগেজ
(D) ডাঃ প্রবিন কে মেহতা

উত্তর
(A) ডঃ সামির ভি কামাত

  • বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সামির ভি কামাতকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ডঃ জি সতীশ রেড্ডির স্থলাভিষিক্ত হলেন যিনি প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন।

৬. কোন দেশ দুটি রেল প্রকল্পের জন্য সম্প্রতি ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) মায়ানমার
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) ভুটান

উত্তর
(C) বাংলাদেশ

  • বাংলাদেশ ও ভারত ২৪শে আগস্ট ২০২২ এ দুটি রেল প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
  • প্রথম প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা-দর্শনার মধ্যে একটি নতুন ব্রড-গেজ লাইন নির্মাণ এবং অন্যটিতে পার্বতীপুর ও কাউনিয়ার মধ্যে একটি মিটার-গেজ লাইনকে ডুয়েল-গেজ লাইনে রূপান্তর করা হবে।

৭. সম্প্রতি কে ‘A New India: Selected Writings 2014-19’ শিরোনামের একটি বই প্রকাশ করেছেন?

(A) এম ভেঙ্কাইয়া নাইডু
(B) জগদীপ ধনখার
(C) রাজনাথ সিং
(D) দ্রৌপদী মুর্মু

উত্তর
(A) এম ভেঙ্কাইয়া নাইডু

  • প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ২৪শে আগস্ট ২০২২-এ একটি ‘New India: Selected Writings 2014-19’ শিরোনামের একটি বই প্রকাশ করেছেন।
  • এটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পদ্মবিভূষণ প্রাপ্ত অরুণ জেটলির নির্বাচিত নিবন্ধগুলির একটি সংকলন।
  • অরুণ জেটলি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারত সরকারের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৮. সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দক্ষিণ কোরিয়ার মহিলাদের তাদের জীবদ্দশায় গড় সন্তান প্রসবের হার কত?

(A) ০.৮৩
(B) ০.৭৭
(C) ০.৭৯
(D) ০.৮১

উত্তর
(D) ০.৮১

  • দক্ষিণ কোরিয়া আবারও বিশ্বের সর্বনিম্ন প্রজনন হারের নিজস্ব রেকর্ড ভেঙে দিয়েছে।
  • এক বছর আগে এই হার ছিল ০.৮৪ টি।
  • ২০২১ সালে নবজাতকের সংখ্যা কমে ২৬০,৬০০ হয়েছে, যা জনসংখ্যার প্রায় ০.৫% এর সমান।

৯. কোন দিনটিতে প্রতিবছর নারী সমতা দিবস পালন করা হয়?

(A) ২৬শে আগস্ট
(B) ১৫ই আগস্ট
(C) ২২শে আগস্ট
(D) ২৯শে আগস্ট

উত্তর
(A) ২৬শে আগস্ট

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯ তম সংশোধনী গ্রহণের স্মরণে দিবসটি পালিত হয়, যার মাধ্যমে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়েছিল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯ তম সংশোধনী গ্রহণের স্মরণে দিবসটি পালিত হয়, যার মাধ্যমে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়েছিল।
  • ২০২২ সালের থিম ‘Hard-won not done’।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button