ভাগ করার শর্টকাট নিয়ম । Divisibility Tricks
Tricks for Checking Divisibility

ভাগ করার শর্টকাট নিয়ম
প্রিয় পাঠকরা তোমাদের জন্য দেওয়া রইল কোন সংখ্যা কাকে দিয়ে বিভাজ্য দেখে নেওয়ার কিছু শর্টকাট পদ্ধতি (Divisibility Short Tricks) . দেখে নাও , ভাগ করার শর্টকাট নিয়ম।
- ২ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় সংখ্যা বা 0 হলে,সেটি ২ দ্বারা বিভাজ্য হবে।
- ৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার অঙ্ক গুলির সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
- ৪ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক ৪ দিয়ে বিভাজ্য হলে অথবা শেষদুটি অঙ্ক 00 হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
- ৫ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে।
- ৬ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন যুগ্ম সংখ্যার অঙ্ক গুলির সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে।
- ৭ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক কে ২ দিয়ে গুণ করে বাকি সংখ্যা গুলি থেকে বিয়োগ করলে, বিয়োগফল যদি ৭ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য হবে।
যেমন , ৫৭৪ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪।
৪*২ = ৮, ৫৭-৮ = ৪৯, ৪৯ সংখ্যাটি ৭ দিয়ে বিভাজ্য সুতরাং ৫৭৪ সংখাটিও ৭ দিয়ে বিভাজ্য।
- ৮ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার শেষ ৩ টি অঙ্ক ৮ দ্বারা বিভাজ্য হলে অথবা শেষ তিনটি অঙ্ক 0 হলে সংখ্যা টি ৮ দ্বারা বিভাজ্য হবে।
- ৯ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার অঙ্ক গুলির সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।
- ১0 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার শেষ অঙ্ক 0 হলে সংখ্যাটি ১0 দ্বারা বিভাজ্য হবে।
- ১১ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি ও অযুগ্ম স্থানের অঙ্কের সমষ্টির, অন্তর 0 / ১১ এর গুণিতক হলে। সেই সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হবে।
- ১২ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যা ৩ ও ৪ উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ১২ দ্বারা বিভাজ্য হবে।
- ১৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক কে ৪ দিয়ে গুণ করে বাকি সংখ্যা গুলির সাথে যোগ করলে, যোগফল যদি ১৩ দ্বারা বিভাজ্য হয়। তাহলে সংখ্যাটি ১৩ দ্বারা বিভাজ্য হবে।
- ১৪ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন যুগ্ম সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ১৪ দ্বারা বিভাজ্য হবে।
- ১৫ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যা ৩ ও ৫ উভয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য হবে।
- ১৭ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম : একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক কে ৫ দিয়ে গুণ করে বাকি সংখ্যা গুলির থেকে বিয়োগ করলে, যোগফল যদি ১৭ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ১৭ দ্বারা বিভাজ্য হবে।
- ১৯ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম : একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক কে ২ দিয়ে গুণ করে বাকি সংখ্যা গুলির সাথে যোগ করলে, যোগফল যদি ১৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ১৭ দ্বারা বিভাজ্য হবে।
- ২৫ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম: কোন সংখ্যার শেষ অঙ্ক দুটি ২৫/৫০/৭৫/১০০ হলে সংখ্যাটি ২৫ দ্বারা বিভাজ্য হবে।
উল্লেখ্য ,
ভাজ্য : যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।
ভাজক : যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে।
ভাগফল : ভাগকরায় যে ফল বা উত্তর আসবে তাকে ভাগফল বলে।
ভাগশেষ : আর যদি অবশিষ্ট্য থাকে তাকে ভাগশেষ বলে।
সূত্র : ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
আরো দেখে নাও : অংকের সূত্র- পার্ট ১ । Mathematics Formula Part -1 | PDF
বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্র । Algebra Formulas
জাতীয় গণিত দিবস । National Mathematics Day
Mock Test No 145 | RRB NTPC Math and GI
নিউটনের গতিসূত্রসমূহ ও ব্যাখ্যা – PDF । Newtons Laws of Motion
To check our latest Posts - Click Here