Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৯৯

General Awareness MCQ - Set 99

General Awareness MCQ – Set 99

২৩৬১. প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ফেব্রুয়ারী ৪
(B) মার্চ ২৪
(C) মার্চ ২১
(D) মার্চ ২৭ 

উত্তর :
(B) মার্চ ২৪ 

২৩৬২. নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্থিতি শক্তি হ্রাস পায় ?

(A) একটি স্প্রিং -কে সংকুচিত করলে
(B) একটি স্প্রিং – কে প্রসারিত করলে
(C) অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে উপরে তোলা হলে
(D) যখন কোনো বস্তু বিনা বাধায় নিচে পরে 

উত্তর :
(D) যখন কোনো বস্তু বিনা বাধায় নিচে পরে 

২৩৬৩. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে কে “A National Rising” বলেছিলেন ?

(A) বেনজামিন ডিসরেইলি
(B) লর্ড ক্যানিং
(C) স্যার হিউজ রোজ
(D) অশ্বিনীকুমার দত্ত 

উত্তর :
(A) বেনজামিন ডিসরেইলি 

২৩৬৪. “On Balance” – বইটি কার আত্মজীবনী ?

(A) লীলা শেঠ
(B) ইন্দিরা গান্ধী
(C) ফাতিমা বিবি
(D) আনা চান্ডি 

উত্তর :
(A) লীলা শেঠ 

২৩৬৫. কেন-বাতোয়া ক্যানাল কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গিয়েছে ?

(A) কানহা জাতীয় উদ্যান
(B) পান্না জাতীয় উদ্যান
(C) পেঞ্চ জাতীয় উদ্যান
(D) বান্ধবগড় জাতীয় উদ্যান 

উত্তর :
(B) পান্না জাতীয় উদ্যান

পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত ।





২৩৬৬. ওড়িশাতে লৌহ আকরিক পাওয়া যায় 

(A) ময়ূরভঞ্জ জেলাতে
(B) কেন্দুঝার জেলাতে
(C) ময়ূরভঞ্জ ও কেন্দুঝার উভয় জেলাতে
(D) কোরাপুট জেলাতে 

উত্তর :
(C) ময়ূরভঞ্জ ও কেন্দুঝার উভয় জেলাতে 

২৩৬৭. গোল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেওয়া হয় ?

(A) ক্রিকেট
(B) হকি
(C) ফুটবল
(D) টেনিস 

উত্তর :
(C) ফুটবল 

২৩৬৮. তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল ?

(A) চিদাম্বরম কমিটি
(B) শ্রীকৃষ্ণা কমিটি
(C) দুগ্গল কমিটি
(D) অশোক মেহেতা কমিটি 

উত্তর :
(B) শ্রীকৃষ্ণা কমিটি

কমিটির তত্বাবধানে ছিলেন – জাস্টিস বি এন শ্রীকৃষ্ণা


২৩৬৯. আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন 

(A) স্যার সৈয়দ আহমদ খান
(B) আবদুল গাফফার খান
(C) লিয়াকত আলী
(D) মাওলানা আজাদ

উত্তর :
(A) স্যার সৈয়দ আহমদ খান

স্যার সৈয়দ আহমদ খান, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ১৮৭৫ খ্রিস্টাব্দে । তখন এটির নাম ছিল মহামেডান এংলো-ওরিয়েন্টাল কলেজ ।


২৩৭০. কতগুলি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(A)

মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button