History NotesGeneral Knowledge Notes in Bengali

বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী তালিকা – PDF

Famous Indian Rulers and their Capitals

বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী তালিকা। এই তালিকাটি থেকে তোমরা সহজেই জেনে যাবে কোন ভারতিয় রাজার রাজধানী কি ছিল। অনেকক্ষেত্রে কোনো একটু রাজার নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় সেই রাজার রাজধানীর নাম কি ছিল –  যেমন – শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? । অনেক্ষেত্রে আবার কোনো একটি রাজধানীর নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় সেটি কার রাজধানী ছিল – যেমন কর্ণসুবর্ণ কার রাজধানী ছিল? নিচের তালিকাটি মনে রাখলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া যায়।

বিখ্যাত ভারতীয় রাজার রাজধানী তালিকা

ক্রমঃশাসকের নামরাজধানী
অজাতশত্রুরাজগৃহ
অশোকপাটলিপুত্র
আকবরফতেপুর সিক্রি
কণিষ্কপুরুষপুর
কালাশোকপাটলিপুত্র
চন্দ্রগুপ্ত মৌর্যপাটলিপুত্র
টিপু সুলতানশ্রীরঙ্গপত্তনম
দ্বিতীয় চন্দ্রগুপ্তউজ্জয়িনী
দ্বিতীয় পুলকেশীবাদামি
১০ধননন্দপাটলিপুত্র
১১প্রথম পরান্তকতাঞ্জোর
১২প্রথম প্রবর সেনপুরীক
১৩প্রথম সাতকর্ণীপৈঠান
১৪ফিরোজ শাহবাহমনি
১৫বিক্রমাদিত্যউজ্জয়িনী
১৬বিম্বিসাররাজগৃহ
১৭মহম্মদ বিন তুঘলকদিল্লী
১৮যশোবর্মণমন্দাশোর
১৯লক্ষণ সেনলক্ষণাবতী
২০শশাঙ্ককর্ণসুবর্ণ
২১শিবাজীরায়গড়
২২শিশুনাগবৈশালী
২৩সমুদ্রগুপ্তপাটলিপুত্র
২৪সিরাজদ্দৌলামুর্শিদাবাদ
২৫সোমেশ্বরকল্যাণী
২৬হর্ষবর্ধনকনৌজ

এই নোটটির পিডিএফ ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।


Download Section :

  • File Name : বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size: 1 MB
  • No. of Pages : 02
  • Format: PDF

আরও দেখে নাও :

ঐতিহাসিক লিপিসমূহ ( PDF )

বিভিন্ন রাজার সভাকবি | বিভিন্ন রাজা ও তাঁর সভাকবিদের তালিকা

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি –  তালিকা PDF

কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF –  ঐতিহাসিক বই

১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম –  PDF

বিভিন্ন রাজার রাজধানী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।

পল্লবদের রাজ্যের রাজধানী কোথায় ছিল?

পল্লবদের রাজধানী শহর ছিল কাঞ্চিপুরম।

যাদব শাসকদের রাজধানী কোথায় ছিল?

যাদব শাসকদের রাজধানী ছিল দেবগিরি।

আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী কোথায় ছিল?

একডালা

হর্ষবর্ধনের শাসনামলে রাজধানী কোথায় ছিল?

কনৌজ

লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?

নদীয়া বা নবদ্বীপ।

গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

গৌড়

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button