Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th & 25th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪ ও ২৫শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th & 25th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 22nd & 23rd October Current Affairs Quiz 2023 – Bengali

১. ২০২৩ সালে ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হবে?

(A) ব্যাঙ্গালুরু
(B) মুম্বাই
(C) গোয়া
(D) পুনে

উত্তর
(C) গোয়া
২০২৩ সালে ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়াতে অনুষ্ঠিত হবে ।

২. জাতিসংঘ দিবস প্রতিবছর কোনটিতে পালন করা হয় ?

(A) ২৩ অক্টোবর
(B) ২৪ অক্টোবর
(C) ২৪ সেপ্টেম্বর
(D) ২৪ নভেম্বর

উত্তর
(B) ২৪ অক্টোবর

  • প্রতি বছর ২৪ অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এই দিবস উদযাপিত হয়।
  •  সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

৩. সম্প্রতি কোন দেশ আইরন স্টিং (Iron Sting) নামক একধরণের নতুনতর এবং নিখুঁত মর্টার বোমা লঞ্চ করেছে ?

(A) প্যালেস্টাইন
(B) ইজরায়েল
(C) রাশিয়া
(D) ইউক্রেন

উত্তর
(B) ইজরায়েল

  • প্যালেস্টাইনের বিরুদ্ধে ‘আয়রন স্টিং’ নামক অস্ত্র ব্যবহার করেছে ইজরায়েলের সেনা ও বিমানবাহিনী।
  • তাদের মতে, ‘এটি নতুনতর এবং নিখুঁত মর্টার বোমা।’
  • এই হামলার একটি ভিডিও শেয়ার করেছে আইডিএফ। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, শত্রুপক্ষের রকেট লঞ্চারকে নিক্ষেপের মুহূর্তে মধ্যেই একেবারে নিখুঁতভাবে ধ্বংস করছে ১২০ মিমি মর্টার।

৪. সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করেছেন

(A) বাবর আজম
(B) রোহিত শর্মা
(C) বিরাট কোহলি
(D) শুবমান গিল

উত্তর
(D) শুবমান গিল

  • সম্প্রতি ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৬ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন শুভমন গিল।
  • সেই সুবাদে তিনি ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেন।
  • বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ২০০০ রানের গণ্ডি টপকান শুভমন গিল।

৫. নতুন দিল্লির লাভ কুশ রামলীলায় রাবণ দহন পরিবেশনকারী প্রথম মহিলা –

(A) ক্যাটরিনা কাইফ
(B) হিমা মালিনী
(C) কঙ্গনা রানাউত
(D) জয়া বচ্চন

উত্তর
(C) কঙ্গনা রানাউত

  • অভিনেত্রী কঙ্গনা রানাউত ২০২৩ সালের দশেরা উপলক্ষে নয়াদিল্লির বিখ্যাত লাভ কুশ রামলীলায় রাবণ দহন পরিবেশন করেছিলেন।
  • লাল কেল্লায় প্রতি বছর অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ৫০ বছরের ইতিহাসে, এই প্রথম কোনও মহিলা রাবনের পুতুলে আগুন ধরালেন ।

৬. ৬৭তম ধর্ম চক্র প্রবর্তন দিবস কোথায় পালিত হচ্ছে?

(A) গয়া
(B) মাউ
(C) নাগপুর
(D) লুম্বিনী

উত্তর
(C) নাগপুর

  • ৬৭তম ধম্ম চক্র প্রবর্তন দিনকে স্মরণ করতে নাগপুরের দীক্ষাভূমিতে ভক্তদের সমাগম এবারে নজর করার মত।
  • প্রতি বছর, ১৪ই অক্টোবর ধর্ম চক্র প্রবর্তন দিবস পালিত হয়।
  • এই দিন ডঃ আম্বেদকর ১৯৫৬ সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।

৭. কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশের প্রথম ন্যানো DAP প্ল্যান্টের উদ্বোধন করলেন কোথায় ?

(A) লখনউ
(B) জয়পুর
(C) গান্ধীনগর
(D) ভোপাল

উত্তর
(C) গান্ধীনগর
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরের কলোল-এ IFFCO-এর ন্যানো DAP (তরল) প্ল্যান্টের উদ্বোধন করেছেন।

৮. কোন স্পেস স্টার্টআপ সম্প্রতি বিক্রম-1 রকেট উন্মোচন করেছে, যা ২০২৪ সালের প্রথম দিকে উৎক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে ?

(A) Skyroot Aerospace
(B) Pixxel
(C) AgniKul Cosmos
(D) Dhruva Space

উত্তর
(A) Skyroot Aerospace

  • স্কাইরুট হায়দ্রাবাদে বিক্রম-1 এবং ভারতের প্রথম প্রাইভেট সেক্টর রকেট ফেসিলিটি উন্মোচন করেছে।
  • বিক্রম-1 হল একটি বহু-পর্যায়ের লঞ্চ ভেহিকেল যে লো আর্থ অরবিটে প্রায় ৩০০ কেজি পেলোড রাখার ক্ষমতা রাখে।

৯. মনীশ নারওয়াল কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) শট পুট
(B) জাভেলিন থ্রো
(C) শুটিং
(D) ডিসকাস থ্রো

উত্তর
(C) শুটিং
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের হাংঝোতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে P1 – পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য শ্যুটার মনীশ নারওয়ালকে সম্প্রতি অভিনন্দন জানিয়েছেন।

১০. রবি রোঙ্গালি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) জাভেলিন থ্রো
(B) শুটিং
(C) শট পুট
(D) ডিসকাস থ্রো

উত্তর
(C) শট পুট
অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের রোঙ্গালি রবি চীনের হাংঝোতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে F40 বিভাগে শট পুট ইভেন্টে সম্প্রতি রৌপ্য পদক জিতেছে।

১১. ভারত নিচের কোন স্থানে জাতিসংঘের বন বিষয়ক ফোরামের মিটিং আয়োজন করতে চলেছে ?

(A) নতুন দিল্লি
(B) মুম্বাই
(C) দেরাদুন
(D) পুনে

উত্তর
(C) দেরাদুন
দেরাদুনে বন বিষয়ক জাতিসংঘ ফোরামের মিটিং এর আয়োজন করছে ভারত।

১২. শ্রী এস জয়শঙ্কর SCO বৈঠকের জন্য সম্প্রতি কিরগিজস্তানে ২ দিনের সফরে গিয়েছিলেন। কিরগিজস্তানের রাজধানীর নাম কি?

(A) লাটভিয়া
(B) বিশকেক
(C) বাকু
(D) ডোডোমা

উত্তর
(B) বিশকেক

SCO

  • পুরো নাম : Shanghai Cooperation Organization
  • সাংহাই সহযোগিতা সংস্থা একটি রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংস্থা যা ২০০১ সালে চীন এবং রাশিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
  • সদস্য দেশ – ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ইরান।
  • বর্তমান চেয়ারম্যান: কিরগিজস্তান।
  • নতুনতম সদস্য ইরান (২০২৩ সাল )।
  • ভারত ২০২৭ সালে এর সদস্য হয়েছিল ।

১৩. নিম্নলিখিত কোন ব্যক্তি সম্প্রতি আমেরিকার সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) পঙ্কজ ভার্মা
(B) অশোক গাডগিল
(C) সুব্রা সুরেশ
(D) অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ দুজনেই

উত্তর
(D) অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ দুজনেই

  • দুইজন ভারতীয়-আমেরিকান আমেরিকার সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কারে সম্প্রতি ভূষিত হয়েছেন।
  •  ইনারা হলেন – অশোক গাডগিল এবং সুব্রা সুরেশ।

১৪. ভারতের নির্বাচন কমিশন কাকে তার জাতীয় আইকন হিসেবে সম্প্রতি নিযুক্ত করেছে?

(A) অক্ষয় কুমার
(B) সালমান খান
(C) শচীন টেন্ডুলকার
(D) রাজকুমার রাও

উত্তর
(D) রাজকুমার রাও

  • নতুন দায়িত্ব পেলেন রাজকুমার রাও। অভিনয়ের পাশাপাশি এবার তিনি দেশের হয়েও কাজ করবেন।
  • তাঁকে জাতীয় ইলেকশন আইকন হিসেবে ঘোষণা করল ইলেকশন কমিশন।
  • পাঁচ রাজ্যের বিধানসভা এবং আগামী বছরের লোকসভা ভোটের আগেই তাঁকে নিয়োগ করা হল।
  • এবার থেকে তিনি ভোটের গুরুত্ব, ভোট দেওয়ার বার্তা প্রচার করবেন।

১৫. ভারত কোন দেশের সাথে সম্প্রতি সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন পার্টনারশিপের MOU স্বাক্ষর করেছে?

(A) ফ্রান্স
(B) ইতালি
(C) ব্রাজিল
(D) জাপান

উত্তর
(D) জাপান
সম্প্রতি ভারত ও জাপান সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন পার্টনারশিপের MOU স্বাক্ষর করেছে ।

১৬. নিম্নলিখিত কোন দেশ সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা-মুক্ত প্রবেশের অনুমোদন দিয়েছে?

(A) ফ্রান্স
(B) রাশিয়া
(C) শ্রীলংকা
(D) চীন

উত্তর
(C) শ্রীলংকা
শ্রীলঙ্কা ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের পর্যটকদের ভিসা ছাড়া দেশে ঢোকার অনুমোদন দিয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button