রোনাল্ডো স্পেশাল কুইজ
আজ ৫ ই ফেব্রুয়ারী,আজকের দিনেই ১৯৮৫ সালে পর্তুগালের ফুনচালে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাঁর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো রোনাল্ডো স্পেশাল কুইজ। দেখে নাও রোনাল্ডো স্পেশাল কুইজ :
১. পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো এর পুরো নাম কী?
উত্তর :
ক্রিস্তিয়ানো রোনাল্ডো দস সান্তুস আভেইরো
২. ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের হয়ে তাঁর ফুটবল জীবন শুরু করেন?
উত্তর :
CF Andorinha
৩. ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দলের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক জীবনের প্রথম গোল করেন?
উত্তর :
গ্রীস।
৪. রোনাল্ডো এর জীবনের ওপর ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত ডকুমেন্টারির নাম “Ronaldo”, এর পরিচালক কে ছিলেন?
উত্তর :
অ্যান্টনি ওয়াঙ্কে।
৫. ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?
উত্তর :
“Moments” .
৬. রোনাল্ডোর মিউজিয়াম Museu CR 7 কোথায় অবস্থিত?
উত্তর :
ফুনচাল,পর্তুগাল
৭.২০১৫ সালে লিসবনের বিজ্ঞানী ডেভিড সব্রাল এবং তাঁর দল একটি গ্যালাক্সি আবিষ্কার করেন,যার নাম দেওয়া হয় রোনাল্ডোর নামানুসারে, এই গ্যালাক্সির নাম কী রাখা হয়?
উত্তর :
কসমস রেডশিফ্ট ৭ (CR7)
৮.২০১৬ সালে রোনাল্ডোর অধীনে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় পর্তুগাল, কোন দলকে হারিয়ে তাঁরা এই খেতাব অর্জন করেন?
উত্তর :
ফ্রান্স।
৯.ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর :
ফুনচাল,পর্তুগাল।
১০. শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট কতবার ব্যালন ডি অর খেতাব অর্জন করেছেন?
উত্তর :
৫ বার [২০০৮,২০১৩,২০১৪,২০১৬,২০১৭]
আরো দেখে নাও : বাংলা কুইজ সেট ১৪৩ সৌরভ গাঙ্গুলি স্পেশাল
To check our latest Posts - Click Here