General Knowledge Notes in BengaliGeography Notes
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা – PDF
Nick Names of Different Cities of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা ।
পচিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের উপনাম
পশ্চিমবঙ্গের কোন শহরের উপনাম কি তার তালিকা নিচে দেওয়া রইলো।
| ক্রমঃ | শহর | উপনাম |
|---|---|---|
| 1 | আসানসোল | কালাে হীরের স্থান |
| 2 | আসানসোল | শিল্প নগরী |
| 3 | কলকাতা | পূর্ব ভারতের প্রবেশদ্বার |
| 4 | কলকাতা | ভারতের সাংস্কৃতিক রাজধানী |
| 5 | কলকাতা | আনন্দের শহর |
| 6 | কলকাতা | প্রাসাদ নগরী |
| 7 | কলকাতা | পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর |
| 8 | কলকাতা | মিছিল নগরী |
| 9 | কলকাতা | ফুটবলের মক্কা, আলীনগর |
| 10 | কলকাতা ও হাওড়া | যমজ শহর |
| 11 | কার্শিয়ং | সাদা অর্কিডের দেশ |
| 12 | কালিম্পং | অর্কিডের শহর |
| 13 | কোচবিহার | রাজার শহর |
| 14 | কোলাঘাট | ইলেকট্রিক সিটি |
| 15 | খড়্গপুর | মিনি ইন্ডিয়া |
| 16 | চন্দননগর | সিটি অফ লাইট |
| 17 | চন্দননগর | ফরাসডাঙা |
| 18 | চুঁচুড়া | ওলন্দাজ নগর |
| 19 | জলপাইগুড়ি | ডুয়ার্সের শহর |
| 20 | ঝাড়গ্রাম | অরণ্য সুন্দরী |
| 21 | তারকেশ্বর | বাবার ধাম |
| 22 | দার্জিলিং | পাহাড়ের রাণী |
| 23 | দার্জিলিং | চা এর শহর |
| 24 | দার্জিলিং | শৈল শহর |
| 25 | দুর্গাপুর | ভারতের ইস্পাত নগরী |
| 26 | দুর্গাপুর | ভারতের রূঢ় |
| 27 | নবদ্বীপ | বাংলার অক্সফোর্ড |
| 28 | পুরুলিয়া | মানভূম সিটি |
| 29 | পূর্ব বর্ধমান | পশ্চিমবঙ্গের ধানের গােলা |
| 30 | বনগাঁ | সীমান্ত শহর |
| 31 | বহরমপুর | বাংলার রেশম শিল্পের শহর |
| 32 | বিষ্ণুপুর | পূর্ব ভারতের কাশী |
| 33 | বিষ্ণুপুর | বাংলার মন্দির নগরী |
| 34 | বিষ্ণুপুর | টেরাকোটার শহর |
| 35 | মালদহ | আমের শহর |
| 36 | মুর্শিদাবাদ | নবাবের শহর |
| 37 | ️রাজারহাট | সর্বাধুনিক শহর |
| 38 | রাণীগঞ্জ | কয়লার শহর |
| 39 | শান্তিপুর | তাঁতের শহর |
| 40 | শিলিগুড়ি | উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার |
| 41 | শিলিগুড়ি | ডুয়ার্সের প্রবেশদ্বার |
| 42 | শ্রীরামপুর | ফ্রেড্রিক নগর |
| 43 | সল্টলেক | পরিকল্পিত শহর |
| 44 | সুন্দরবন | বিশ্বের বৃহত্তম বদ্বীপ |
| 45 | হাওড়া | ভারতের গ্লাসগাে |
| 46 | হাওড়া | ভারতের শেফিল্ড |
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে ?
উত্তর : হাওড়া
ভারতের গ্লাসগাে বলা হয় কোন শহরকে ?
উত্তর : হাওড়া
“কালাে হীরের স্থান” পশ্চিমবঙ্গের কোন শহরের উপনাম ?
উত্তর : আসানসোল
বাংলার রেশম শিল্পের শহর বলা হয় কোন শহরকে ?
উত্তর : বহরমপুর
আরো দেখে নাও :
এই নোটটির PDF নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও :
Download Section
- File Name : পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম – বাংলা কুইজ
- File Size: 1.4 MB
- No. of Pages: 03
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here








