অটল বিহারী বাজপেয়ী কুইজ
Quiz on Atal Bihari Vajpayee : আজ ২৫ শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর জন্মদিন উপলক্ষে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো একটি কুইজ সেট। বন্ধুরা দেখে নাও অটল বিহারী বাজপেয়ী কুইজ।
১. অটল বিহারী বাজপেয়ী কবে জন্ম গ্রহণ করেন?
[spoiler title=”উত্তর : “]২৫ ডিসেম্বর, ১৯২৪।[/spoiler]২. অটল বিহারী বাজপেয়ী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
[spoiler title=”উত্তর : “]১০ ম। [/spoiler]৩. প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী মোট কতবার শপথ গ্রহণ করেছিলেন?
[spoiler title=”উত্তর : “]৩ বার। [/spoiler]৪. প্রথম ব্যক্তি হিসেবে জাতি সংঘে হিন্দিতে ভাষণ প্রদান করেন অটল বিহারী বাজপেয়ী,তিনি কত সালে জাতি সংঘে প্রথম হিন্দীতে ভাষণ রাখেন ?
[spoiler title=”উত্তর : “]১৯৭৭।[/spoiler]৫. ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর জন্মদিন কোন দিবস হিসেবে পালন করা হয় ?
[spoiler title=”উত্তর : “]সুশাসন দিবস।[/spoiler]৬. অটল বিহারী বাজপেয়ী এর লেখা কবিতাগুলি একত্রিত করে একটি বইয়ের আকারে প্রকাশ করা হয়।
বইটির নাম কী?
৭. একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে “ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম” ,এটি কোন শহরে অবস্থিত?
[spoiler title=”উত্তর : “]লখনউ। [/spoiler]৮. রাজনৈতিক জীবনে অটল বিহারী বাজপেয়ী মোট কতবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন?
[spoiler title=”উত্তর : “]১২ বার। (১০ বার লোকসভায় + ২ বার রাজ্য সভায় )[/spoiler]৯. ছত্তিশগড়ের রাজধানী নয়া রায়পুরের পরিবর্তিত নতুন নাম কী?
[spoiler title=”উত্তর : “]অটল নগর। [/spoiler]১০. ১০০০০ ফুটের অধিক উচ্চতায় ,পৃথিবীর দীর্ঘতম টানেল হল অটল টানেল ভারতের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর নামে নামাঙ্কিত। এটি কোথায় অবস্থিত?
[spoiler title=”উত্তর : “]রোটাং,হিমাচল প্রদেশ। [/spoiler]অটল বিহারী বাজপেয়ী প্রাপ্ত সম্মান /পুরস্কার :
- পদ্ম বিভূষণ [১৯৯২]
- ডি লিট। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে [১৯৯৩]
- লোকমান্য তিলক পুরষ্কার [১৯৯৪]
- শ্রেষ্ঠ সংসদীয় পুরষ্কার [১৯৯৪]
- ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পান্ত পুরষ্কার [১৯৯৪]
- ভারতরত্ন [২০১৫]
- ,বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মান [২০১৫]
আরো দেখে নাও :
জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ
মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi
লাল বাহাদুর শাস্ত্রী কুইজ । Quiz on Lal Bahadur Shastri
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল
To check our latest Posts - Click Here