ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020
The Best FIFA Football Awards 2020

ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০
ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিকে হারিয়ে , ফিফার বিচারে ২০২০ সালের সেরা পুরুষ ফুটবলার হয়েছেন পোল্যান্ড তথা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। একই সঙ্গে অন্যান্য বিভাগেও পুরস্কার প্রদান করেছে ফিফা। দেখে নেওয়া যাক ফিফা পুরস্কার এর তালিকা
| বিভাগ | বিজয়ীর নাম | দেশ /ক্লাব |
| সেরা পুরুষ ফুটবলার | রবার্ট লেভানদোস্কি | পোল্যান্ড |
| সেরা মহিলা ফুটবলার | লুসি ব্রোঞ্জ | ইংল্যান্ড |
| সেরা পুরুষ গোলরক্ষক | ম্যানুয়েল নয়্যার | জার্মানি |
| সেরা মহিলা গোলরক্ষক | সারাহ বউহাড্ডি | ফ্রান্স |
| সেরা পুরুষ কোচ | য়ুর্গ্যান ক্লপ | লিভারপুল |
| সেরা মহিলা কোচ | সারিনা উয়েগম্যান | নেহারল্যান্ডস |
| ফিফা ফেয়ার প্লে পুরস্কার | মাতিয়া আগনেসে | ইতালি |
| পুসকাস পুরস্কার | সন হেউন-মিনকে | দক্ষিণ কোরিয়া |
| ফিফা ফ্যান অ্যাওয়ার্ড | মারিভালদো ফ্রান্সিসকো ডা সিলভা | ব্রাজিল |
ফিফা পুরুষদের বিশ্ব একাদশ:আলিসন বেকের (গোলরক্ষক), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড,ভির্জিল ভ্যান ডিক,সার্জিও রামোস, আলফোনসো ডেভিস, কেভিন ডে ব্রুইন, থিয়াগো আলকানতারা, জসুয়া কিমিচ, লিওনেল মেসি, রবার্ট লেভানদোস্কি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ফিফা মহিলাদের বিশ্ব একাদশ:ক্রিশ্চিয়ান এন্ডলার, লুসি ব্রোঞ্জ, ওয়েন্ডি রেনার্ড, মিলি ব্রাইট, ডেলফাইন ক্যাসারিনো, বারবারা বনানসি, ভেরোনিকা বোকেতে, মেগান র্যাপিনো, পার্নিল হার্ডার, ভিভিয়ান মিদিমা, টোবিন হিথ
Frequently Asked Questions:
১. ২০২০ সালের পুরুষদের ফিফা বর্ষসেরা পুরস্কার পেলেন কোন খেলোয়াড় ?
রবার্ট লেভানদোস্কি
২. ২০২০ সালের মহিলাদের ফিফা বর্ষসেরা পুরস্কার পেলেন কোন খেলোয়াড় ?
লুসি ব্রোঞ্জ
আরো দেখে নাও : আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
To check our latest Posts - Click Here








