QuizBengali Mythology

কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz

Quiz on Diwali in Bengali

কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz

দেখে নাও মা কালী ও দীপাবলি সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য। কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ ।

১. পুরাণ অনুসারে মাতা কালীর বাহন শৃগালের নাম কী?

উত্তর :
শিবা

২. নেপালে দীপাবলি কী নামে পালন করা হয়?

উত্তর :
তিহার।

৩. শাস্ত্রমতে দেবী কালীর গলায় যে নরমুন্ডমালা থাকে তা অক্ষরের প্রতীক। দেবিকালির গলায় মোট কতগুলি নরমুণ্ড থাকে?

উত্তর :
৫০ টি।

আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja

৪. ভারতের বেশিরভাগ স্থানে দিনটি দীপাবলি হিসেবে পালিত হলেও, শিখরা এই দিনটি অন্যরূপে পালন করে, এই দিনটিতে শিখগুরু হরগোভিন্দ জাহাঙ্গীরের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন। শিখরা এইদিনটি কী হিসেবে পালন করে?

উত্তর :
Bandi Chhor Diwas

৫. “Thalai Deepavali” ভারতের কোন রাজ্যের বিশেষ উৎসব?

উত্তর :
তামিলনাড়ু।

আরো দেখে নাওGoogly Quiz –  Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

৬. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, বুম্বাই স্টক এক্সচেঞ্জে দিপাবলীর দিন একঘন্টা ট্রেডিং করে দীপাবলি পালন করে। এটি কী নামে পরিচিত?

উত্তর :
Muhurat Trading

৭. থাইল্যান্ডে দীপাবলি পালন করা হয় Lam Kriyongh নামে। এই সময় এখানে একটি বিশেষ গাছের পাতার তৈরি ল্যাম্প জ্বালানো হয়। কোন গাছের পাতা?

উত্তর :
কলা।

আরো দেখে নাওবাংলা মিথোলজি – সেট ১৪

৮. সিংহ হল দেবী দুর্গার বাহন,ইঁদুর হল গণেশের বাহন,ষাড় হল শিবের বাহন । মানুষ কোন দেবতার বাহন?

উত্তর :
কুবের।

৯. বাংলা ক্যালেন্ডার অনুসারে কোন মাসে দীপাবলি পালন করা হয়?

উত্তর :
কার্তিক।

আরো দেখে নাওবাংলা মিথোলজি সেট ১৩

১০. ভারতের বাইরে কোন শহরে সবথেকে বড়ো ভাবে দীপাবলি পালন করা হয়?

উত্তর :
Liecester,United Kingdom.

আরো দেখে নাওমহাবীর জয়ন্তী গুরুত্ব ও মহাবীর জৈন কুইজ

অক্ষয় তৃতীয়া – কিছু জানা অজানা তথ্য

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button