Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

Current Affairs - October 2020 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ – MCQ২১. সম্প্রতি কার নামানুসারে NASA তাদের NG-14 Cygnas মহাকাশযান টির নামকরণ করেছে?

(A) নীল আর্মস্ট্রং
(B) কল্পনা চাওলা
(C) সুনীতা উইলিয়ামস
(D) এডুইন অলড্রিন

উত্তর :
(B) কল্পনা চাওলা

NASA তাদের NG-14 Cygnas মহাকাশযান টির নামকরণ করেছে কল্পনা চাওলার নামে ।

কল্পনা চাওলা একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী এবং নভোযান বিশেষজ্ঞ। ২০০৩ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে প্রত্যাবর্তনের সময় কলম্বিয়া স্পেস সাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এক দুর্ঘটনার ফলে সাত জন ক্রুসহ বিধ্বস্ত হয় এবং কল্পনা সহ সকলে মারা যান।


২২. নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২০ সালের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ( Right Livelihood Award ) পেয়েছেন ?

(A) অ্যালেস বিয়ালিয়াটস্কি
(B) নাসরিন সোতৌদেহ
(C) ব্রায়ান স্টিভেনসন
(D) সুমাইরা আব্দুলালী

উত্তর :
(D) সুমাইরা আব্দুলালী

সুমাইরা আব্দুলালী ২০২০ সালের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছেন । এই পুরস্কারটিকে স্টকহোমের বিকল্প নোবেল বলা হয়ে থাকে ।


২৩. “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” – বইটি কে লিখেছেন ?

(A) আনন্দ নীলকান্তন
(B) সৌম্য রাজেন্দ্রন
(C) রূপা পাই
(D) রিচা ঝা

উত্তর :
(A) আনন্দ নীলকান্তন

বাহুবলী সিরিজের লেখক আনন্দ নীলকান্তন সম্প্রতি তাঁর লেখা “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids”  বইটি সম্প্রতি প্রকাশ করেছেন।


২৪. মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকীতে  বিশ্ব শান্তির জন্য তাঁর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে নিম্নলিখিত কোন বিল্ডিংটি গান্ধীজির ছবি তো বার্তা নিয়ে আলোকিত হয়েছিল ?

(A) আইফেল টাওয়ার
(B) এম্পায়ার স্টেট বিল্ডিং
(C) বুরজ খলিফা
(D) সিডনি অপেরা হাউস

উত্তর :
(C) বুরজ খলিফা

দুবাইয়ের বুরজ খলিফা ২০২০ সালের ২ অক্টোবর সেজে উঠেছিল গান্ধীজির আলোকিত ছবি দিয়ে ।


২৫. ২০২০ সালের ৩ অক্টোবর ভারত ওড়িশায় কোন পারমাণবিক-সক্ষম সারফেস টু সারফেস  (surface-to-surface nuclear-capable ) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলভাবে টেস্ট করলো ?

(A) টর্পেডো
(B) শৌর্য
(C) আকাশ
(D) নাগ

উত্তর :
(B) শৌর্য

শৌর্য মিসাইলটি পাল্লা ৮০০ কিলোমিটার।


২৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দশককে  “স্বাস্থ্যকর বৃদ্ধির দশক (Decade of Healthy Ageing )” নামকরণ করেছে ?

(A) ২০১০-২০২০
(B) ২০২০-২০৩০
(C) ২০৩০-২০৪০
(D) ২০২৫-২০৩৫

উত্তর :
(B) ২০২০-২০৩০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২০-২০৩০ দশককে  “স্বাস্থ্যকর বৃদ্ধির দশক (Decade of Healthy Ageing )” নামকরণ করেছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালে এবং এর সদর সপ্তর রয়েছে – জেনেভা, সুইজারল্যান্ডে ।


২৭. সম্প্রতি DRDO তৃতীয় জেনারেশন-এর কোন যুদ্ধ ট্যাঙ্ক থেকে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল টেস্ট ফায়ার করেছে ?

(A) অর্জুন
(B) বিরাট
(C) কাট্টাবোমন
(D) গরুড়

উত্তর :
(A) অর্জুন

সম্প্রতি DRDO তৃতীয় জেনারেশন-এর যুদ্ধ ট্যাঙ্ক “অর্জুন” থেকে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল টেস্ট ফায়ার করেছে।

DRDO  প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯৫৮ সালে এবং এর সদর দপ্তর হলো – নতুন দিল্লিতে ।


২৮. বিশ্ব শিক্ষক দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ৪
(B) অক্টোবর ৫
(C) অক্টোবর ৬
(D) অক্টোবর ৭

উত্তর :
(B) অক্টোবর ৫

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

২০২০ সালের বিশ্ব শিক্ষক  দিবসের থিম ছিল – Teachers: Leading in crisis, reimagining the future


২৯. ২০২০ সালের অক্টোবরে আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের পঞ্চম সংস্করণে ১০  মিটার এয়ার রাইফেল ইভেন্টটি কে  জিতেছেন ?

(A) বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান
(B) সৌরভ চৌধুরী
(C) গগন নারং
(D) জিতু রাই

উত্তর :
(A) বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান

১৬ বছর বয়সী বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান ২০২০ সালের আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের পঞ্চম সংস্করণে ১০  মিটার এয়ার রাইফেল ইভেন্টটি  জিতেছেন।


৩০. সম্প্রতি কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের ফুলবাগান স্টেশনটির উদ্বোধন করলেন – 

(A) পীযূষ গোয়েল
(B) নিতিন গডকরি
(C) রাজনাথ সিং
(D) অমিত শাহ

উত্তর :
(A) পীযূষ গোয়েল
সম্প্রতি পীযূষ গোয়েল ভার্চুয়ালি পূর্ব শ্চিম মেট্রো করিডোরের ফুলবাগান স্টেশনটির উদ্বোধন করলেন ।

প্রসঙ্গত -রামবিলাস পাসওয়ানের প্রয়াণে গ্রাহক পরিষেবা, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।


[ আরো দেখে নাওসাম্প্রতিকী –  আগস্ট মাস –  ২০২০ । Monthly Current Affairs | August 2020 ]

৩১. সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন নাজীব তারাকাই। তিনি নিম্নলিখিত কোন খেলাধুলার সাথে সম্পর্কিত ছিলেন?

(A) ক্রিকেট
(B) পোলো
(C) গল্ফ
(D) টেনিস

উত্তর :
(A) ক্রিকেট

আফগানিস্তানের ২৯ বয়সী ক্রিকেটার নাজীব তারাকাই সম্প্ৰীত এক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ।


৩২. ২০২০ সালের অক্টোবরে ভার্চুয়ালভাবে চালু হওয়া ভারতের প্রথম ব্যাডমিন্টন ব্র্যান্ড ‘ট্রান্সফর্ম’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে ?

(A) আনসাল যাদব
(B) চেতন আনন্দ
(C) রাহুল যাদব
(D) সৌরভ শর্মা

উত্তর :
(B) চেতন আনন্দ

কমনওয়েলথ গেমস পদকপ্রাপ্ত শাটলার চেতন আনন্দকে ভারতের প্রথম ব্যাডমিন্টন ব্র্যান্ড ‘ট্রান্সফর্ম’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করা হয়েছে।


৩৩. দীনেশ কুমার খারাকে ২০২০ সালের অক্টোবরে নিম্নলিখিত কোন ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে ?

(A) State Bank of India
(B) HDFC Bank
(C) PNB
(D) ICICI Bank

উত্তর :
(A) State Bank of India

রাজনীশ কুমার ৭ই অক্টোবর পদ থেকে সরে যাওয়ার পরে SBI এর নতুন চেয়ারম্যান হিসেবে পরবর্তী ৩ বছরের জন্য নিযুক্ত হলেন দীনেশ কুমার খারা।


৩৪. সম্প্রতি প্রথম কোন ভারতীয় ক্রিকেটার T20 ক্রিকেটে ৯০০০ রান করলেন ?

(A) এম এস ধোনি
(B) সুরেশ রায়না
(C) রোহিত শর্মা
(D) বিরাট কোহলি

উত্তর :
(D) বিরাট কোহলি

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে T20 ক্রিকেটে ৯০০০ রান করে রেকর্ড করলেন বিরাট কোহলি । ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল সর্বপ্রথম T20 ক্রিকেটে এই ৯০০০ রানের গন্ডি পার করেছিলেন ।


৩৫. ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানের রেইনহার্ড গেঞ্জেল এবং আমেরিকার আন্ড্রেয়া গেজ কোন ক্ষেত্রে ২০২০ সালের নোবেল পেয়েছেন ?

(A) পদার্থবিজ্ঞান
(B) রসায়ন
(C) সাহিত্য
(D) শান্তি

উত্তর :
(A) পদার্থবিজ্ঞান

দেখে নাও ২০২০ সালের নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা – Click Here


৩৬. কোন রাজ্যের “Dalle Khursani” নামক বিখ্যাত লঙ্কা সম্প্রতি GI তকমা পেয়েছে ?

(A) কর্ণাটক
(B) গুজরাট
(C) অন্ধ্র প্রদেশ
(D) সিকিম

উত্তর :
(D) সিকিম

সিকিমের বিখ্যাত ছোট লাল লঙ্কা “Dalle Khursani” সম্প্রতি GI তকমা পেয়েছে।


৩৭. ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত বিমানবন্দরটি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ?

(A) পুদুচেরি
(B) ছত্তিসগড়
(C) অরুণাচল প্রদেশ
(D) চণ্ডীগড়

উত্তর :
(A) পুদুচেরি

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি পুদুচেরির বিমানবন্দরটিকে ২.৮ কোটি টাকা ব্যায়ে সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত বিমানবন্দরে পরিণত করেছে ।


৩৮. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি  দূষণবিরোধী অভিযান “Yudh Pradushan Ke Virudh” শুরু করেছে?

(A) দিল্লি
(B) মহারাষ্ট্র
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর :
(A) দিল্লি

দিল্লির মুখ্যমন্ত্র অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে সম্প্রতি দূষণবিরোধী অভিযান “Yudh Pradushan Ke Virudh” শুরু করেছেন ।


৩৯. নিম্নলিখিত কোন সংস্থা ভারতীয় ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড মিনি অ্যাপ স্টোর চালু করেছে?

(A) Inflow
(B) Paytm
(C) Facebook
(D) Apple

উত্তর :
(B) Paytm

Paytm সম্প্রতি  ভারতীয় ডেভেলপারদের জন্য অ্যান্ড্রয়েড মিনি অ্যাপ স্টোর চালু করেছে।


৪০. নিম্নলিখিতগুলির মধ্যে কে ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের (IACC) লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে ভূষিত হয়েছেন?

(A) আজিম প্রেমজি
(B) রাহুল বাজাজ
(C) ধিরুভাই আম্বানি
(D) রতন এন টাটা

উত্তর :
(D) রতন এন টাটা

সম্প্রতি রতন এন টাটা এই সম্মানে ভূষিত হয়েছেন ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page
Telegram

Related Articles

Back to top button