কুষাণ সাম্রাজ্যের ইতিহাস । কুষাণ বংশ । Kushan Empire
History of Kushan Empire
কুষাণ সাম্রাজ্যের ইতিহাস । কুষাণ বংশ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা দেখে নেবো কুষাণ সাম্রাজ্যের ইতিহাস। কুষাণ সাম্রাজ্যের ইতিহাস থেকে খুব সংক্ষিপ্ত একটি নোটস দেওয়া রইলো। কেমন লাগছে আমাদের ইতিহাসের নোটগুলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ো ।
১৬৫ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় পশ্চিম-চীনে বেশ কয়েকটি উপজাতি বসবাস করতো। এদের মধ্যে একটি ছিল ইউ-চি জাতি। কুষানরা ছিল এই ইউ-চি (Yu-Chi ) জাতির পাঁচটি শাখার একটি শাখা কুয়েই শুঙ ( Kuie-shung ) এর অংশ।
প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস ( ১৫-৬৪ খ্রিস্টাব্দ )
- চৈনিক ঐতিহাসিক সুমা-কিয়েনের মত অনুযায়ী প্রথম কদফিসেস এই ইউ-চি (Yu-Chi ) জাতির পাঁচটি শাখাকে ঐক্যবদ্ধ করেছিলেন।
- কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এই প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস।
- কুষাণ বংশের রাজা প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস কাবুল এবং কাশ্মীরের ক্ষমতা প্রতিষ্ঠিত করেন।
- প্রথম কদফিসেস -এর উপাধি ছিল – ধর্মস্থিত এবং সত্যধর্মস্থিত।
- সম্ভবত কুজুল কদফিসেস ১৫-৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন ।
দ্বিতীয় কদফিসেস বা বিম কদফিসেস ( ৬৪-৭৮ খ্রিস্টাব্দ )
- বিম কদফিসেস ছিলেন কুজুল কদফিসেসের পুত্র।
- তিনি শৈব ধর্ম গ্রহণ করেন এবং তাঁর মুদ্রায় নিজেকে মহেশ্বর বলে উল্লেখ করেন।
- তিনি ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন।
কনিষ্ক ( ৭৮- ১০১ খ্রিস্টাব্দ )
- কনিষ্ক ছিলেন কুশন বংশের শ্রেষ্ঠ সম্রাট।
- ৭৮ খ্রিস্টাব্দে তিনি শকাব্দ ( শক-কাল / শক-নৃপ-কাল ) প্রচলন করেন।
- তাঁর রাজধানী ছিল পুরুষপুর ( বর্তমানে পেশোয়ার ) এবং মথুরা (দ্বিতীয় রাজধানী )।
- কাশ্মীরে কণিষ্কপুর নামক একটি শহর নির্মাণ করেছিলেন তিনি।
- কনিষ্ক চৈনিক রাজা হো-তি এর সেনাপতি পেন-চাও এর হাতে প্রথম পরাজিত হলেও দ্বিতীয়বারে তিনি জয়লাভ করেন।
- মৌর্যদের পরে একমাত্র কণিষ্কই এতো বিশাল সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন।
- কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়।
- কণিষ্কের আমলে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় এবং বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযানে ভেঙে যায়।
[ আরো দেখে নাও – বৌদ্ধ ধর্মের ইতিহাস ]
- কুষানরা বিখ্যাত শিল্করুট দিয়ে মধ্য ইরান এবং রোমে বাণিজ্য করতো।
- মথুরাতে কণিষ্কের একটি যোদ্ধাবেশী মস্তকহীন মূর্তি পাওয়া যায়।
বাশিস্ক ( ১০১-১০৬ খ্রিস্টাব্দ )
- রাজতরঙ্গিনীতে বাশিস্ককে জুশকা বলে সম্বোধন করা হয়েছে।
- তিনি শ্রীনগরের নিকট জুসকপুর এবং জয়স্বামীপুর নামক দুটি শহর নির্মাণ করেছিলেন।
হুবিষ্ক ( ১০৬-১৩৮ খ্রিস্টাব্দ )
- বাশিস্ক-এর পরে সিংহাসনে বসেন হুবিষ্ক।
- রাজধানী পুরুষপুর থেকে মথুরায় স্থানান্তরিত করেন।
- তিনি বাশিস্ক-এর পুত্র দ্বিতীয় কণিষ্কের সাথে একত্রে শাসনকার্য পরিচালনা করেন।
- কাশ্মীরের বরমুলা গিরিপথের নিকট হুস্কপুর নামক একটি শহর নির্মাণ করেন।
বাসুদেব (১৩৮-১৭৬ খ্রিস্টাব্দ )
- তাঁর মুদ্রায় শিব এবং ষাঁড়ের চিত্র দেখে অনুমান করা হয় তিনি শৈব ধর্মালম্বী ছিলেন।
- বাসুদেবের পরে কুষাণদের ইতিহাস স্পষ্ট নয় এবং বাসুদেবকে কুষাণ বংশের শেষ সম্রাট মনে করা হয়।
আরো দেখে নাও :
শুঙ্গ সাম্রাজ্যের ইতিহাস । শুঙ্গ বংশ । Shunga dynasty
আলেকজান্ডার ও আলেকজান্ডারের ভারত আক্রমণ
মগধের উত্থান – পার্ট ৪ – মৌর্য সাম্রাজ্যের ইতিহাস
কুষান সাম্রাজ্যের ইতিহাস – প্রশ্ন ও উত্তর
কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ?
প্রথম কদফিসেস বা কুজুল কদফিসেস
কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন ?
বাসুদেব
দেখে নাও – বিভিন্ন রাজবংশের প্রথম ও শেষ সম্রাট
কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
কনিষ্ক
কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
পুরুষপুর ( বর্তমানে পেশোয়ার ) এবং মথুরা (দ্বিতীয় রাজধানী )
কুষানরা কোন জাতির শাখা ?
ইউ-চি
[WBCS Preli 08] ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন ?
কুষাণ ( মতান্তরে ইন্দো-গ্রিকরা, অপশনে দুটিই থাকলে ইন্দো-গ্রিক সঠিক উত্তর হিসেবে নেওয়া হয় )
শকাব্দ শুরু হয়েছিল কবে থেকে ?
৭৮ খ্রিস্টাব্দ
কণিষ্কের মুন্ডহীন মূর্তি ভারতের কোন শহরে আবিষ্কৃত হয়েছে ?
মথুরা
To check our latest Posts - Click Here
khub valo
khub valo
ধন্যবাদ