General Knowledge Notes in BengaliHistory Notes

শুঙ্গ সাম্রাজ্যের ইতিহাস । শুঙ্গ বংশ । Shunga dynasty

Shunga dynasty

শুঙ্গ সাম্রাজ্যের ইতিহাস / শুঙ্গ বংশ ( ১৮৫ – ৭৩ খ্রিস্টপূর্বাব্দ )

মৌর্য শাসক বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ, “শুঙ্গ বংশ” এর প্রতিষ্ঠা করেন।

পুষ্যমিত্র শুঙ্গ

  • পুরান এবং হর্ষচরিত -এর তথ্য অনুসারে – ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তাঁর ব্রাহ্মণ সামরিক প্রধান পুষ্যমিত্র শুঙ্গ , শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন।
  • পুষ্যমিত্র গোঁড়া হিন্দু হলেও তাঁর আমলে মধ্যপ্রদেশের ভাড়ুতে বৌদ্ধ স্তুপ নির্মিত হয়।
  • তিনি দুবার গ্রিক আক্রমণ প্রতিহত করেন ( প্রথমবার ডেমিট্রিয়াস এবং দ্বিতীয়বার – মিনান্দার ) ।
  • কালিদাসের মালবিকাগ্নিমিত্রম থেকে জানা যায় গ্রিকদের সাথে তাঁর সংঘর্ষ হয় এবং ব্যাকট্রিয়রাজ  ডেমিট্রিয়াস তাঁর কাছে পরাজিত হন।
  • কলিঙ্গরাজ খরবেলের আক্রমণকেও তিনি প্রতিহত করেছিলেন।
  • তিনি প্রায় ৩৬ বছর রাজত্ব করেছিলেন।
  • তিনি দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার পুরোহিত ছিলেন মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি।

অন্যান্য শুঙ্গরাজা

  • শুঙ্গবংশের দ্বিতীয় রাজা এবং পুষ্যমিত্রের পুত্র ছিলেন অগ্নিমিত্র শুঙ্গ।
  • অগ্নিমিত্র ছিলেন কালিদাসের নাটক মালবিকাগ্নিমিত্রমের প্রধান চরিত্র।
  • অগ্নিমিত্রের পরে শুঙ্গবংশের শাসকেরা হলেন – বসুমিত্র, বজ্রমিত্র, ভাগভদ্র, দেবভূতি প্রমুখেরা।
  • শুঙ্গ বংশের শেষ রাজা হলেন – দেবভূতি।

[ দেখে নাও – বিভিন্ন রাজবংশের প্রথম ও শেষ সম্রাট

  • শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতিকে তাঁর মন্ত্রী বসুদেব এক ক্রীতদাসীর সাহায্যে হত্যা করে মগধে শুঙ্গ বংশের অবসান ঘটান।
( কুষাণ সাম্রাজ্যের ইতিহাস লিংক এখন কাজ করবে না, আমরা কিছুদিন পরে নোটটি লিখে লিংক এক্টিভেট করে দেব )

 

আরো দেখে নাও :

আলেকজান্ডার ও আলেকজান্ডারের ভারত আক্রমণ

ষোড়শ মহাজনপদ –  নাম, রাজধানী ও বর্তমান অবস্থান

মগধের উত্থান – পার্ট ১ –  হর্যঙ্ক বংশ

জৈন ধর্মের ইতিহাস –  তীর্থঙ্কর –  মহাবীর

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Ancient Indian History

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button