পদার্থবিদ্যা ও রসায়ন প্রশ্ন উত্তর
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো ১৫টি পদার্থবিদ্যা ও রসায়ন প্রশ্ন ও উত্তর।
বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর :
১. Au এর পারমাণবিক সংখ্যা কত?
(A) 88
(B) 59
(C) 85
(D) 79
২. বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারঙ্ক 4/5 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসারঙ্ক কত হবে ?
(A) 3/4
(B) 4/3
(C) 3/5
(D) 5/4
৩. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায় –
(A) বার্লের চক্রে
(B) বৈদ্যুতিক মোটরে
(C) জেনারেটরে
(D) ট্রান্সফর্মারে
৪. নীচের কোন বাল্বের রোধ বেশি?
(A) 220V – 100W
(B) 220V– 50W
(C) 110V-50W
(D) 110V-100W
- প্রথম বাল্বের রোধ=220×220/100=484 ওহম
- দ্বিতীয় বাল্বের রোধ = 220×220/50=968 ওহম
- তৃতীয় বাল্বের রোধ =110×110/50=242 ওহম
- চতুর্থ বাল্বের রোধ =110×110/100=121 ওহম
- সুতরাং
- 220V-50W বাল্বের রোধ বেশি
৫. 5 কিলোগ্রাম ভরের একটি বস্তু 4 মিটার /সেকেন্ড বেগে যেতে যেতে বাধা পেয়ে থেমে গেল । এর ফলে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে ?
(A) 40 জুল
(B) 20 জুল
(C) 10 জুল
(D) 5 জুল
গতিশক্তি=কার্য
=1/2 mv2
= 1/2×5×4×4 জুল
=40 জুল
সুতরাং তাপ উৎপন্ন হবে 40 জুল
৬. 42 kg ভরের একটি বল 1000 cm উচ্চতা থেকে ফেলা হল । বলটি মাটি স্পর্শ করলে কত তাপ উৎপন্ন হবে ? ( ধরে নাও , সমস্ত কার্য তাপে পরিণত হয়েছে )
(A) 4116 J
(B) 4940 J
(C) 5950 J
(D) 5050 J
বলের ভর ( m ) = 42 kg
উচ্চতা ( h ) = 1000 cm
=10 m
10m উচ্চতায় বলটির স্থিতিশক্তি = mgh
= 42 x 9.8 x 10 = 4116 J
এই পরিমাণ স্থিতিশক্তি , বলটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিতে রূপান্তরিত হয় । আবার , ভূমিতে আঘাত করার পর এই পরিমাণ গতিশক্তি প্রায় পুরােটাই তাপশক্তিতে রূপান্তরিত হয় । বলটি মাটি স্পর্শ করলে তাপ উৎপন্ন হবে
= 4116 J
৭. Fire damp বলতে বোঝায় –
(A) কয়লা খনিতে জমে থাকা মিথেনকে
(B) বরফের নীচে জমে থাকা মিথেনকে
(C) জলাভূমিতে তৈরি মিথেনকে
(D) গোবর গ্যাসের মিথেনকে
৮. স্ট্রীট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার?
(A) অবতল দর্পণ
(B) সমতল দর্পণ
(C) উত্তল দর্পণ
(D) যে কোনো একটি
৯. 20⁰C উষ্ণতায় শব্দের বেগ বেশি হবে
(A) তামায়
(B) পাতিত জলে
(C) সমুদ্রের জলে
(D) কাঁচের
১০. ভারতবর্ষে সবচেয়ে বড়ো বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোন্ স্থানের কাছে ?
(A) সুরাট
(B) কন্যাকুমারী
(C) সাগরদ্বীপ
(D) হরিদ্বার
১১. বায়োগ্যাসে কোন্ গ্যাসটি থাকে না ?
(A) নাইট্রিক অক্সাইড
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) নাইট্রোজেন
(D) মিথেন
১২. 76 cm পারদস্তম্ভের চাপ সমান
(A) 1 অ্যাটমস্ফিয়ার
(B) 1 টর
(C) 1 পাস্কাল
(D) 1 বার
১৩. প্রমাণ চাপ মাপা হয় –
(A) 45 ° C উষ্ণতায় 0 ° অক্ষাংশে
(B) 0 ° C উষ্মতায় 45 ° অক্ষাংশে
(C) 0 ° C উয়তায় 48 ° অক্ষাংশে
(D) 0 K উয়তায় 45 ° অক্ষাংশে
১৪. রোধের অন্যোন্যক – কে বলা হয়-
(A) পরিবাহিতা
(B) আপেক্ষিক রােধ
(C) বিভব প্রভেদ
(D) প্রবাহমাত্রা
১৫. শূন্য হলঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গমগম শব্দ শােনা যায় শব্দের কোন ধর্মের জন্য ?
(A) প্রতিধ্বনি
(B) প্রতিসরণ
(C) প্রতিফলন
(D) অনুরণন
আরো দেখে নাও :
পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ
বিজ্ঞান MCQ – সেট ১০৪ – পদার্থবিদ্যা ও রসায়ন প্রশ্ন উত্তর
বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা
মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
To check our latest Posts - Click Here
Hi
Abul Kalam