Economy MCQ

অর্থনীতি MCQ – সেট ১৬ – ভারতীয় অর্থনীতির প্রশ্নোত্তর

Economy MCQ - Set 16

ভারতীয় অর্থনীতির প্রশ্নোত্তর

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ১০টি ভারতের অর্থনীতির প্রশ্নোত্তর।

BanglaQuiz Question ID : 2671

১. আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ ?

(A) ফরেন ট্রেড (Foreign trade )
(B) ট্রেড ব্যারিয়ার (Trade Barrier )
(C) ইকোনমিক গ্রোথ (Economic growth )
(D) গ্লোবালাইজেশন (Globalisation )

[spoiler title=”উত্তর : “] (B) ট্রেড ব্যারিয়ার (Trade Barrier ) [/spoiler]

BanglaQuiz Question ID : 2677

২. কেলকার কমিটি কি সম্পর্কিত ?

(A) শিল্প-কারখানা ঘটিত দূষণ
(B) কর সংস্কার
(C) বাবরি মসজিদ ইস্যু
(D) রেল দুর্ঘটনা

[spoiler title=”উত্তর : “] (B) কর সংস্কার

প্রত্যক্ষ ও পরোক্ষ করের কাঠামো পরীক্ষা করার জন্য ভারত সরকার মিঃ কেলকারের সভাপতিত্বে এই কমিটি নিয়োগ করে । [/spoiler]



BanglaQuiz Question ID : 2694

৩. ১৯৯৩ সালে গঠিত ডিস্-ইনভেস্টমেন্ট কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?

(A) জি ভি রামকৃষ্ণ
(B) মধু দণ্ডাভেতে
(C) সি রঙ্গরাজন
(D) ইন্দিরা গান্ধী

[spoiler title=”উত্তর : “] (A) জি ভি রামকৃষ্ণ [/spoiler]

BanglaQuiz Question ID : 2695

৪. কোন কমিশন পরামর্শ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলিতে ‘অন্যান্য পিছিয়ে পরা শ্রেণী (OBC )’ দের জন্য সংরক্ষণ করা উচিত ?

(A) মন্ডল
(B) নানাবতী
(C) কেলকার
(D) কোঠারি 

[spoiler title=”উত্তর : “] (A) মন্ডল

১৯৭৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মন্ডল কমিটি পরামর্শ দিয়েছিলো । কমিটিটি গঠন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং কমিটিটির পরিচালনার দায়িত্বে ছিলেন বি. পি. মন্ডল ।

[/spoiler]

BanglaQuiz Question ID : 2706

৫. জাতীয় আয় অনুমানের জন্য নিচের কোনটি বিবেচনায় নেওয়া হয় না ?

(A) একটি ব্যক্তিগত সচিবের সার্ভিস
(B) গৃহবধূর সার্ভিস
(C) একটি গাড়ী ড্রাইভারের পরিষেবা
(D) ভ্রমণকারীদের গাইডের পরিষেবা

[spoiler title=”উত্তর : “] (B) গৃহবধূর সার্ভিস  [/spoiler]

BanglaQuiz Question ID : 2716

৬. অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটিকে বলে 

(A) Inflation
(B) Money deflation
(C) Recession
(D) Amortization

[spoiler title=”উত্তর : “] (A) Inflation [/spoiler]

BanglaQuiz Question ID : 2717

৭. আয়ের সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত পণ্যগুলি ________ হিসাবে পরিচিত ।

(A) নিকৃষ্ট পণ্য (Inferior Goods )
(B) পরিপূরক পণ্য (Complementary Goods )
(C) বিকল্প পণ্য (Substitute Goods )
(D) ভেবলেন পণ্য (Veblen Goods )

[spoiler title=”উত্তর : “] (A) নিকৃষ্ট পণ্য (Inferior Goods ) [/spoiler]

BanglaQuiz Question ID : 2721

৮. সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ (Central Institute for Cotton Research ) এর সদর দফতর _________ এ অবস্থিত।

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) নতুন দিল্লি 

[spoiler title=”উত্তর : “] (C) মহারাষ্ট্র

মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত

[/spoiler]

BanglaQuiz Question ID : 2724

৯. সমান্তরাল অর্থনীতি _________ এর ফলে উত্থিত হয়।

(A) করের অনুমান (Tax Estimation )
(B) কর সম্মতি (Tax Compliance )
(C) কর এড়ানো (Tax Avoidance )
(D) কর ফাঁকি (Tax Evasion )

[spoiler title=”উত্তর : “] (D) কর ফাঁকি (Tax Evasion ) [/spoiler]

BanglaQuiz Question ID : 2733

১০. “মূলধন সামগ্রী (Capital Goods )” বলতে সেই সব পণ্য কে বোঝায় যা  

(A) আরও মূলধন বাড়ানোর উৎস হিসেবে কাজ করে
(B) পণ্য উৎপাদন করতে সাহায্য করে
(C) কনজিউমার – কে সন্তুষ্ট করে
(D) সরাসরি বাজারে বিক্রি হয় 

[spoiler title=”উত্তর : “] (B) পণ্য উৎপাদন করতে সাহায্য করে  [/spoiler]

আরো দেখে নাও :

একনজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা

বেকারত্ব ( PDF )

অর্থনীতি MCQ – সেট ১৫

রাষ্ট্রবিজ্ঞান MCQ সেট ৩৩ । রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

বিজ্ঞান MCQ – সেট ১০২ – পর্যায় সারণী প্রশ্ন উত্তর

কম্পিউটার MCQ – সেট ১০ । কম্পিউটারের MCQ প্রশ্ন ও উত্তর

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button