মগধের উত্থান – পার্ট ২ – শিশুনাগ বংশ
Shaishunaga Dynasty
শিশুনাগ বংশ
হর্যঙ্ক বংশের রাজা নাগদশক রাজা হওয়ার জন্য ছিলেন না। মগধের ক্রুব্ধ নাগরিকগণ হর্যঙ্ক বংশের শাসন উচ্ছেদ করে নাগদশকের মন্ত্রী শিশুনাগকে সিংহাসনে বসান এবং মগধে শিশুনাগ বংশের রাজত্ব শুরু হয়।
১. শিশুনাগ
➟ শিশুনাগ ছিলেন নাগদশকের অমাত্য বা মন্ত্রী।
➟ নাগদশককে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ।
➟ শিশুনাগ অবন্তীর প্রদ্যোতা বংশকে ধ্বংস করে বহুবছরের অবন্তী ও মগধের যুদ্ধের অবসান ঘটান ।
➟ তিনি তার রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেছিলেন।
২. কালাশোক বা কাকবর্ণ
➟ শিশুনাগের মৃত্যুর পরে মগধের সিংহাসনে বসেন তাঁর পুত্র কালাশোক বা কাকবর্ণ।
➟ কাকবর্ণ তার রাজধানী গিরিব্রজ থেকে স্থায়ীভাবে পাটলিপুত্র স্থানান্তরিত করেন।
➟ বাণভট্টের বর্ণনা থেকে জানা যায় কালাশক গলায় ছুরিবিদ্ধ করে মৃত্যুবরণ করেন।
➟ কালাশোকের উদ্যোগে বৈশালীতে সাবাকামির সভাপতিত্বে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়।
[ দেখে নাও বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ ধর্ম সম্মেলনের বিস্তারিত নোটস – Click Here ]
➟ কালাশকের মৃত্যুর পর তাঁর দশজন পুত্র শাসনকার্য পরিচালনা করেন।
( নন্দ বংশের লিংক এখন কাজ করবে না, আমরা কয়েকদিনের মধ্যেই এই রাজবংশ সম্পর্কে লিখে লিংক এক্টিভেট করে দেব )
To check our latest Posts - Click Here