বিজ্ঞান MCQ – সেট ৯৪
বন্ধুরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিজ্ঞানের ১৫টি MCQ প্রশ্ন ও উত্তর ।
১. 10 ওহম, 20 ওহম, 30 ওহম রোধকে প্রথম শ্রেণী সমবায়ে ও পরে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত?
(A) 1:11
(B) 11:1
(C) 21:1
(D) 1:1
শ্রেণী সমবায় তুল্য রোধ=(10+20+30) ওহম
=60 ওহম
সমান্তরাল সমবায়ে তুল্যরোধ =10×20×30/(10×20+20×30+30×10) ওহম
=6000/1100 ওহম
=60/11 ওহম
তুল্যরোধের অনুপাত =60:60/11
=1:1/11
=11:1
[/spoiler]২. 4 নিউটন বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60° কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল । কাজের পরিমাণ নির্ণয় কর ।
(A) 10 জুল
(B) 5 জুল
(C) 20 জুল
(D) 25 জুল
W= 4×5×cos60° = 10 জুল
[/spoiler]৩. S.I. পদ্ধতিতে ক্ষমতার পরম একক হল—
(A) জুল/ডাইন
(B) আর্গ/সেকেন্ড
(C) নিউটন/মিটার
(D) জুল/সেকেন্ড
ওয়াট =জুল /সেকেন্ড
[/spoiler]৪. নিচের কোন অণুটির গঠন পিরামিড আকৃতির?
(A) ফুলারিন
(B) মিথেন
(C) কার্বন-ডাই-অক্সাইড
(D) অ্যামোনিয়া
৫. আলোর কোন ঘটনার জন্যে তীর্যকভাবে জলে ডোবানো কাঁচদন্ড বাঁকা দেখা যায়?
(A) প্রতিফলন
(B) অপবর্তন
(C) সমবর্তন
(D) প্রতিসরণ
৬. একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সে.মি.হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
(A) 20 সেমি
(B) 10 সেমি
(C) 30 সেমি
(D) 40 সেমি
r=2f
20=2f
f=10
[/spoiler]৭. কে বাইফোকাস লেন্স আবিষ্কার করেন?
(A) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(B) আইজাক নিউটন
(C) জন ডাল্টন
(D) গ্যালেলিও
৮. লাল আলোতে গাছের পাতা –
(A) লাল দেখায়
(B) কালো দেখায়
(C) সবুজ দেখায়
(D) নীল দেখায়
৯. কোনো পরিবাহীর রোধ নিন্নলিখিত কোন বিষয়গুলির উপর নির্ভর করে ?
(A) দৈর্ঘ্য
(B) প্রস্থচ্ছেদ
(C) তাপমাত্রা
(D) বিকল্প সব গুলি
১০. অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় –
(A) প্রতিফলন
(B) প্রতিসরন
(C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(D) বিক্ষেপণ
১১. একটি নদীর প্রস্থ 1280 মিটার। নদীর এক প্রান্তে দাঁড়িয়ে শব্দ করলে শব্দটির অপর প্রান্ত থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসতে সময় নেয় 8 সেকেন্ড। তখন বাতাসে শব্দের বেগ কত ছিলো?
(A) 340 মিটার /সেকেন্ড
(B) 332 মিটার /সেকেন্ড
(C) 320 মিটার /সেকেন্ড
(D) 310 মিটার /সেকেন্ড
2X=Vt
2×1280=V×8
2560=8V
V=320
[/spoiler]
১২. কোন মৌলের স্থায়ী আইসোটোপের সংখ্যা সর্বাধিক?
(A) টিনের
(B) ফসফরাসের
(C) সোডিয়ামের
(D) রেডিয়ামের
১৩. একটি মৌলের চারটি আইসােটোপের ভরসংখ্যা যথাক্রমে 28 , 30 , 31 ও 33। এরা প্রকৃতিতে যথাক্রমে 6 % , 20 % , 70 % ও 4 % থাকে । মৌলটির পারমাণবিক গুরুত্ব কত ?
(A) 25.5
(B) 30.7
(C) 40.2
(D) 44. 5
প্রকৃতিতে মৌলটি চারটি আইসােটোপের মিশ্রণ হিসেবে থাকে । মৌলটির পারমাণবিক গুরুত্ব হল ওই আইসােটোপগুলির গড় পারমাণবিক গুরুত্ব । মৌলটির পারমাণবিক গুরুত্ব =[(28 x 6) + (30 x 20) + (31 x 70) +( 33 x 4)] /100
=(168 + 600 + 2170 + 132)/ 100
= 3070 /100
= 30.7
[/spoiler]১৪. কোন সমবায়ে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?
(A) সমান্তরাল সমবায়ে
(B) মিশ্র সমবায়ে
(C) শ্রেণি সমবায়ে
(D) সমান্তরাল বা শ্রেণি সমবায়ে
১৫. কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন?
(A) কেপলার
(B) নিউটন
(C) গ্যালিলিও
(D) কোপার্নিকাস
আরো দেখে নাও :
পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা
মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
To check our latest Posts - Click Here