
বাংলা কুইজ – সেট ১৫২
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের প্রশ্ন ও উত্তর।
১. ভারতে ট্রাফিক লাইট কোন ক্রমে থাকে? (⬇️)
২. রামানুজন – সংখ্যা কোনটি?
৩. আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বাধিক দেশে সেঞ্চুরী করেছেন কোন ক্রিকেটার?
আরো দেখো :[ বাংলা কুইজ – সেট ১৪৮ ]
৪. পৃথিবীর কোনো দেশের কনিষ্ঠতম প্রধান মন্ত্রী হলেন সানা মিরেলা মারিন, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী?
৫. “Dare to Do” বইটির লেখক/লেখিকা কে?
৬. ভারতের নীল শহর (Blue City) বলা হয় কোন শহর কে?
৭. নিম গাছের কোন অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয়?
আরো দেখো: [ বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল ]
৮. ‘The Bombay Times and Journal of commerce’ -সংবাদপত্রটি বর্তমানে কী নামে প্রচলিত?
৯. উইম্বলডন ওপেন টুর্নামেন্টে যে ট্রফি দেওয়া হয় তার উপরি ভাগে কোন ফল থাকে?
১০. TIME Magazine -এ TIME শব্দের পুরো অর্থ কী?
To check our latest Posts - Click Here