Geography MCQ in Bengali

সৌরজগৎ – প্রশ্ন ও উত্তর । টেলিগ্রাম মক টেস্ট উত্তরপত্র

Questions and Answers on Solar System

সৌরজগৎ – প্রশ্ন ও উত্তর

বন্ধুরা দেওয়া রইলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এর সৌরজগৎ সম্পর্কিত যে মক টেস্টটি হয়েছিল তার উত্তর পত্র । আমাদের টেলিগ্রাম গ্রুপে রোজ এরকম মক টেস্ট নেওয়া হয়ে থাকে এবং রোজ প্রায় ১০০+ প্রশ্ন আলোচনা করা হয়।

Join Our Telegram Group

১. সবথেকে বেশী উপগ্রহ রয়েছে কোন গ্রহের? 

(A) বৃহস্পতি
(B) শনি
(C) শুক্র
(D) ইউরেনাস 

[spoiler title=”উত্তর : “] (B) শনি

২০১৯ সালে মার্কিন গবেষক দের একটি দল শনির নতুন ২০ টি উপগ্রহের সন্ধান দিয়েছেন।যার ফলে এখন শনির উপগ্রহ সংখ্যা বৃহস্পতির থেকে বেশি।

[/spoiler]

২. সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? 

(A) মঙ্গল
(B) শুক্র
(C) পৃথিবী
(D) বুধ 

[spoiler title=”উত্তর : “] (B) শুক্র  [/spoiler]

৩. নিম্নলিখিত কোন গ্রহের বলয় নেই? 

(A) বৃহস্পতি
(B) শনি
(C) নেপচুন
(D) শুক্র 

[spoiler title=”উত্তর : “] (D) শুক্র  [/spoiler]

৪. নীচের কোন গ্রহের উপগ্রহ নেই? 

(A) মঙ্গল
(B) বুধ
(C) ইউরেনাস
(D) নেপচুন

[spoiler title=”উত্তর : “] (B) বুধ  [/spoiler]

৫. প্রথম মহিলা মহাকাশচারী কে? 

(A) ইউরি গ্যাগারিন
(B) ভ্যালেন্টিনা তেরেস্কোভা
(C) কল্পনা চাওলা
(D) সুনিতা উইলিয়ামস 

[spoiler title=”উত্তর : “] (B) ভ্যালেন্টিনা তেরেস্কোভা [/spoiler]

৬. নক্ষত্রের রঙ দেখে কি বোঝা যায়? 

(A) সূর্য থেকে তার দূরত্ব
(B) পৃথিবী থেকে তার দূরত্ব
(C) সেটির তাপমাত্রা
(D) কোনটিই নয় 

[spoiler title=”উত্তর : “] (C) সেটির তাপমাত্রা  [/spoiler]

৭. এঁদের মধ্যে কে “ব্ল্যাক হোল” তত্ত্বের প্রস্তাব রেখেছিলেন? 

(A) হোমি জাহাঙ্গীর ভাবা
(B) সি ভি রামন
(C) হরগোবিন্দ খুরানা
(D) এস চন্দ্রশেখর 

[spoiler title=”উত্তর : “] (D) এস চন্দ্রশেখর  [/spoiler]

৮. পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধুমকেতু দেখা যাবে? 

(A) ২০৫০
(B) ২০৫৫
(C) ২০৬১
(D) ২০৭৪

[spoiler title=”উত্তর : “] (C) ২০৬১ [/spoiler]

৯. সূর্যে সবচেয়ে বেশী পরিমাণে রয়েছে কোন গ্যাস? 

(A) হাইড্রোজেন
(B) হিলিয়াম
(C) নাইট্রোজেন
(D) সবকটি সমান পরিমাণে রয়েছে 

[spoiler title=”উত্তর : “] (A) হাইড্রোজেন  [/spoiler]

১০. সবচেয়ে শীতল গ্রহ কোনটি? 

(A) শুক্র
(B) নেপচুন
(C) বুধ
(D) মঙ্গল 

[spoiler title=”উত্তর : “] (B) নেপচুন  [/spoiler]



১১. সবচেয়ে বেশী আগ্নেয়গিরি রয়েছে কোন গ্রহে? 

(A) বুধ
(B) শুক্র
(C) পৃথিবী
(D) মঙ্গল 

[spoiler title=”উত্তর : “] (B) শুক্র  [/spoiler]

১২. বিজ্ঞান এর কোন শাখা টি মহাকাশ সম্বন্ধীয় নয়? 

(A) Astrophysics
(B) Cosmology
(C) Astronomy
(D) Entomology

[spoiler title=”উত্তর : “] (D) Entomology [/spoiler]

১৩. শনি গ্রহের সবথেকে কাছের গ্রহ কোনটি? 

(A) শুক্র
(B) ইউরেনাস
(C) পৃথিবী
(D) বৃহস্পতি 

[spoiler title=”উত্তর : “] (D) বৃহস্পতি  [/spoiler]

১৪. কোন মহাকাশযান প্রথম শুক্র গ্রহে অবতরণ করে? 

(A) Apollo
(B) Pioneer 6
(C) Mariner 2
(D) Venera 7

[spoiler title=”উত্তর : “] (D) Venera 7 [/spoiler]

১৫. অন্য গ্রহের তুলনায় বিপরীত দিকে প্রদক্ষিণ করে কোন গ্রহ? 

(A) শুক্র
(B) পৃথিবী
(C) মঙ্গল
(D) বৃহস্পতি 

[spoiler title=”উত্তর : “] (A) শুক্র  [/spoiler]

১৬. মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাকাশযানের নাম কি? 

(A) Titan 7
(B) Mars 4
(C) Mariner 9
(D) কোনটিই নয় 

[spoiler title=”উত্তর : “] (C) Mariner 9 [/spoiler]

১৭. কোন মহাকাশযানে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? 

(A) Apollo 9
(B) Apollo 11
(C) Chandrayaan
(D) Anasys II 

[spoiler title=”উত্তর : “] (B) Apollo 11 [/spoiler]

১৮. প্রথম চাঁদে অবতরণকারী নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিলেন? 

(A) আমেরিকা
(B) সোভিয়েত রাশিয়া
(C) জার্মানি
(D) জাপান 

[spoiler title=”উত্তর : “] (A) আমেরিকা  [/spoiler]

১৯. প্রথম মহাকাশ ভ্রমণকারী ইউরি গ্যাগারিন কোন দেশের নাগরিক ছিলেন? 

(A) আমেরিকা
(B) সোভিয়েত রাশিয়া
(C) জার্মানি
(D) নিউজিল্যান্ড 

[spoiler title=”উত্তর : “] (B) সোভিয়েত রাশিয়া  [/spoiler]

২০. সবচেয়ে ক্ষুদ্র গ্রহ কোনটি? 

(A) বুধ
(B) শুক্র
(C) পৃথিবী
(D) মঙ্গল 

[spoiler title=”উত্তর : “] (A) বুধ  [/spoiler]

আরো দেখে নাও :

ভারতের কৃষি । টেলিগ্রাম মক টেস্ট –  উত্তর পত্র

ভারতের ভূগোল বিবরণ । টেলিগ্রাম মক টেস্ট – উত্তর পত্র

ভূগোল MCQ – সেট ৫০

Mock Test No 90 | Geography | ভূগোল টেস্ট | WBCS RRB CGL

ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প –  PDF

গুরুত্বপূর্ণ কিছু তৃণভূমি । Important Grasslands of the World

ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF

 

 

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

দেখে নাও
Close
Back to top button