QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৪৯

Bangla Quiz - Set 149

বাংলা কুইজ – সেট ১৪৯

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. কোন বছর থেকে ভারতের জাতীয় ক্যালেন্ডার এর ব্যাবহার শুরু হয়?

উত্তর :
১৯৫৭

২. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বই “How to Avoid a Climate Disaster : The Solutions We Have and the Breakthroughs We Need” – টি কার লেখা?

উত্তর :
বিল গেটস

৩. আন্তর্জাতিক ক্ষেত্রে অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন – এ ট্র্যাক ইভেন্টে প্রথম কোন ভারতীয় স্বর্ণ পদক জেতেন?

উত্তর :
হিমা দাস।

৪. কোন দেশের প্রমান সময় ভারতের প্রমান সময়ের সমতুল্য? (Same timing as IST)

উত্তর :
শ্রীলঙ্কা

৫. ভারতের কোন রাজ্যকে ‘Land of Rising Sun’ বলা হয়?

উত্তর :
অরুণাচল প্রদেশ

৬. ভারতের সি আর পি এফ (Central Reserve Police Force) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উত্তর :
পি ভি সিন্ধু



৭. ইকেবানা একধরনের জাপানি শিল্প,এই শিল্পে মূলত কী ব্যাবহার করা হয়?

উত্তর :
কাগজ

৮. বিশ্ব মানসিক সুস্থতা দিবস (World Mental Health Day) কবে পালন করা হয়?

উত্তর :
অক্টোবর ১০

৯. Homonyms বলতে বোঝায়-

উত্তর :
যে শব্দগুলির একই বানান ও উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ থাকে।

১০. ল্যাটিন ভাষায় গণিতের এ বিশেষ শাখার নামের অর্থ নুড়িপাথর। কোন শাখা ?

উত্তর :
ক্যালকুলাস

আরো দেখে নাও :

বাংলা কুইজ – সেট ১৪৮

বাংলা কুইজ সেট ১৪৭- খেলাধুলা । Sports Quiz

জাতীয় শিক্ষানীতি ২০২০ । National Education Policy 2020

ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button