Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৮৬

Science MCQ - Set 86

বিজ্ঞান MCQ – সেট ৮৬

১. নাইট্রোজেন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়

(A) সার উৎপাদনে ব্যবহার করা হয়
(B) থার্মোমিটারে ব্যবহার করা হয়
(C) নিষ্ক্রিয় গ্যাস মধ্য হিসেবে ব্যবহার করা হয়
(D) নাইট্রোজেনের বর্ণ নীল

[spoiler title=”উত্তর : “] (D) নাইট্রোজেনের বর্ণ নীল [/spoiler]

২. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মূলনীতি?

(A) নিউটনের নীতি
(B) শক্তির সংরক্ষণশীলতা নীতি
(C) জন ডাল্টনের নীতি
(D) থিয়োফ্রাসটাসের নীতি

[spoiler title=”উত্তর : “] (B) শক্তির সংরক্ষণশীলতা নীতি [/spoiler]

৩. নীচের কোন  হ্যালােজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম ?

(A) F
(B) Cl2
(C) Br
(D) I

[spoiler title=”উত্তর : “] (D) I [/spoiler]

৪. ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন –

(A) ডালটন
(B) প্রাউস্ট
(C) ল্যাভয়সিয়ে
(D) আরহেনিয়াস

[spoiler title=”উত্তর : “] (C) ল্যাভয়সিয়ে [/spoiler]

৫. স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল হলো – 

(A) পোলানিয়াম
(B) রেডিয়াম
(C) ইউরেনিয়াম
(D) সব গুলি

[spoiler title=”উত্তর : “] (D) সব গুলি [/spoiler]

৬. দুটি মৌলের চিহ্ন A ও B এবং এদের পারমানবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। A ও B দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে?

(A) A2B
(B) B2A3
(C) AB3
(D) B3A2

[spoiler title=”উত্তর : “] (D) B3A2

A মৌলের ইলেকট্রন বিন‍্যাস  2,5  তাই যোজ‍্যতা 3 , B মৌলের  ইলেক্ট্রন বিন‍্যাস  2,8,8,2 তাই যোজ‍্যতা 2 , সুতরাং যৌগটির সংকেত B3A2.

[/spoiler]


৭. 108 পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?

(A) Mt
(B) Bh
(C) Jt
(D) Hs

[spoiler title=”উত্তর : “] (D) Hs [/spoiler]

৮. পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে?

(A) মেন্ডেলিফ
(B) কোসেল
(C) জন ডাল্টন
(D) মোসলে

[spoiler title=”উত্তর : “] (D) মোসলে [/spoiler]

৯. নীচের কোনটি উষ্ণতামাপক পদার্থ?

(A) পারদ
(B) অ্যালকোহল
(C) জল
(D) পারদ ও অ্যালকোহল

[spoiler title=”উত্তর : “] (D) পারদ ও অ্যালকোহল [/spoiler]

১০. ‘প্রমাণ মিটার’-এর ধাতুদণ্ড তৈরি

(A) প্লাটিনাম ধাতু দিয়ে
(B) ইরিডিয়াম ধাতু দিয়ে
(C) প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতু  সংকর
(D) অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে

[spoiler title=”উত্তর : “] (C) প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতু  সংকর [/spoiler]

১১. ভর অনুযায়ী প্রতি অষ্টম মৌলসমূহের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল খুজেঁ পান সর্বপ্রথম কোন বিজ্ঞানী?

(A) ল্যাভয়সিয়ে
(B) নিউল্যান্ড
(C) ম্যান্ডেলিফ
(D) লুথার মেয়র

[spoiler title=”উত্তর : “] (B) নিউল্যান্ড [/spoiler]

১২. জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় –

(A) ডিজেল
(B) কয়লা
(C) কেরোসিন
(D) প্রাকৃতিক গ্যাস

[spoiler title=”উত্তর : “] (D) প্রাকৃতিক গ্যাস [/spoiler]

১৩. ডালটনের পরমানুবাদ ও গে-লুসাকের গ্যাস আয়তন সূএের মধ্যে সংযোগ স্থাপন কর____।

(A) অ্যাভোগাড্রো সূত্র
(B) বয়েল সূত্র
(C) চার্লস সূত্র
(D) বোরের সূত্র

[spoiler title=”উত্তর : “] (A) অ্যাভোগাড্রো সূত্র [/spoiler]

১৪. কোন বস্তুর ওজন সর্বাধিক হবে 

(A) পৃথিবীর কেন্দ্রে
(B) পৃথিবীর থেকে অসীম দুরত্বে
(C) পৃথিবীর পৃষ্ঠে
(D) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দুরত্ব পর্যন্ত ওজনের সমান

[spoiler title=”উত্তর : “] (C) পৃথিবীর পৃষ্ঠে [/spoiler]

১৫. কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের 5 গুণ হবে ?

(A) 40⁰ F
(B)  50⁰ F
(C) 60⁰ F
(D) 70⁰ F

[spoiler title=”উত্তর : “] (B)  50⁰ F

মনে করি সেলসিয়াস স্কেলে উষ্ণতা =x⁰
সুতরাং ফারেনহাইট স্কেলে উষ্ণতা =5x⁰
আমরা জানি
C/5=F-32/9
X⁰/5=5x⁰-32/9
25x⁰-160=9x⁰
16x⁰=160
X⁰=10
5x⁰=50

[/spoiler]

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button