General Knowledge Notes in BengaliHistory Notes
ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা – PDF
List of Organisations and their Founders

ঐতিহাসিক সমাজ – সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
আজ তোমাদের জন্য দেওয়া রইলো ঐতিহাসিক কিছু সামাজিক প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল । ছকের মাধ্যমে সুন্দর করে দেওয়া রইলো। ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা।
ঐতিহাসিক সভা সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা
| সমাজ / সমিতি | প্রতিষ্ঠাতা | সাল |
|---|---|---|
| এশিয়াটিক সোসাইটি | উইলিয়াম জোন্স | ১৭৮৪ |
| আত্মীয় সভা | রাজা রামমোহন রায় | ১৮১৫ |
| স্কুল বুক সোসাইটি | কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় | ১৮১৭ |
| ফিমেল জুভেনাইল সোসাইটি | ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন | ১৮১৯ |
| ব্রাহ্ম সভা | রাজা রামমোহন রায় | ১৮২৮ |
| একাডেমিক এসোসিয়েশন | ডিরোজিও | ১৯২৮ |
| ব্রাহ্ম সমাজ ( ব্রাহ্ম সভা নামান্তরিত হয় ) | রাজা রামমোহন রায় | ১৮৩০ |
| বঙ্গভাষা প্রকাশিকা সভা | দেবেন্দ্রনাথ ঠাকুর ও কালিন রায় চৌধুরী | ১৮৩৬ |
| জমিদার সমিতি ( প্রথম রাজনৈতিক সমিতি ) | রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর | ১৮৩৭ |
| জ্ঞানার্জন সভা | রামগোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী | ১৮৩৭ |
| তত্ত্ববোধিনী সভা | দেবেন্দ্রনাথ ঠাকুর | ১৮৩৯ |
| ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন | অ্যালান অক্টাভিয়াম হিউম | ১৮৫৪ |
| আদি ব্রাহ্ম সমাজ | দেবেন্দ্রনাথ ঠাকুর | ১৮৬০ |
| সঙ্গত সভা/ ব্রাহ্মবন্ধু সভা | কেশবচন্দ্র সেন | ১৮৬০ |
| উইডো রিম্যারেজ এসোসিয়েশন | মহাদেব গোবিন্দ রানাডে | ১৮৬১ |
| বেদ সমাজ, মাদ্রাজ | কে শ্রীধরালু নাইডু | ১৮৬৪ |
| সাইন্টিফিক সোসাইটি | সৈয়দ আহমেদ খান | ১৮৬৪ |
| ভারতীয় ব্রাহ্ম সমাজ | কেশবচন্দ্র সেন | ১৮৬৬ |
| প্রার্থনা সমাজ, বোম্বে | আত্মারাম পাণ্ডুরং, এম জি রানাডে | ১৮৬৭ |
| সত্যশোধক সমাজ | জোতিবা ফুলে | ১৮৭৩ |
| আর্য সমাজ | স্বামী দয়ানন্দ সরস্বতী | ১৮৭৫ |
| ভারত সভা | সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় | ১৮৭৬ |
| সাধারণ ব্রাহ্ম সমাজ | শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় | ১৮৭৮ |
| নববিধান ব্রাহ্ম সমাজ | কেশবচন্দ্র সেন | ১৮৮০ |
| সাউথ ইন্ডিয়া এডুকেশন সোসাইটি | মহাদেব গোবিন্দ রানাডে | ১৮৮৪ |
| থিওসফিক্যাল সোসাইটি, মাদ্রাজ | ম্যাডাম ব্লাভাৎসকি | ১৮৮৬ |
| রামকৃষ্ণ মিশন | স্বামী বিবেকানন্দ | ১৮৯৭ |
| ডন সোসাইটি | সতীশ্চন্দ্র মুখোপাধ্যায় | ১৯০২ |
| অভিনব ভারত সমাজ | বিনায়ক দামোদর সাভারকার | ১৯০৪ |
| সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি | গোপালকৃষ্ণ গোখলে | ১৯০৫ |
| ইন্ডিয়ান হোমরুল সোসাইটি, লন্ডন | শ্যামজী কৃষ্ণ বর্মা | ১৯০৫ |
| আন্টি সার্কুলার সোসাইটি | শচীন্দ্র প্রসাদ বসু | ১৯০৫ |
| সবরমতি আশ্রম | মহাত্মা গান্ধী | ১৯১৫ |
| হোমরুল লীগ | বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত | ১৯১৬ |
| ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন | এস যেন ব্যানার্জী | ১৯১৯ |
| হিন্দুস্তান সোসালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন | ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, যোগেশ চন্দ্র চ্যাটার্জী | ১৯২৮ |
| হরিজন সেবক সংঘ | মহাত্মা গান্ধী | ১৯৩২ |
| স্বদেশ বান্ধব সমিতি | অশ্বিনীকুমার দত্ত | – |
| দ্যা ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, সমাজ সমতা সংঘ | ড: বি আর আম্বেডকর | – |
| পুনা সেবা সদন | রামবাঈ রানাডে , জি কে দেবধর | – |
আরো দেখে নাও :
- ভারতে আগত বিদেশী পর্যটকগণ | List of Foreign Travelers
- ষোড়শ মহাজন পদ
- History of Maratha Empire | মারাঠা সাম্রাজ্যের ইতিহাস | PDF
- সিপাহী বিদ্রোহ ( Note, Video – MCQ, PDF )
- ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
- শিখ সাম্রাজ্যের ইতিহাস
- গুরুত্বপূর্ণ সংবাদপত্র | Historical Newspaper of India | PDF
- গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ
- Indian National Congress | জাতীয় কংগ্রেস
- প্রশ্নোত্তরে ইতিহাস
- শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ( PDF )
- প্রথম ও শেষ সম্রাট
- বিভিন্ন রাজার সভাকবি
ঐতিহাসিক সভা সমিতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :
এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ?
আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।
ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং।
Download Section
- File Name : ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা – PDF – বাংলা কুইজ
- File Size : 1.8 MB
- No. of Pages : 04
- Format : PDF
- Language : Bengali
- Subject : History
To check our latest Posts - Click Here








