বিজ্ঞান MCQ – সেট ৭৫
১. দুই বিপরীত জাতীয় আধান ধনাত্মক ও ঋণাত্মক নাম দেন কোন বিজ্ঞানী ?
(A) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(B) বিজ্ঞানী চার্লস কুলম্ব
(C) বিজ্ঞানী ফ্যারাডে
(D) বিজ্ঞানী ফ্লেমিং
২. নীচের কোটি ভেক্টর রাশি?
(A) শক্তি
(B) উষ্ণতা
(C) বল
(D) কার্য
৩. তড়িৎ চৌম্বকে সাধারণত ব্যবহার করা হয়—
(A) কাঁচা লোহা
(B) ইস্পাত
(C) কাঁচা তামা
(D) টিনের সংঙ্কর
৪. দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
(A) ত্বরণ
(B) মন্দন
(C) ভর
(D) দ্রুতি
৫. নিচের কোন রাশিটির একক ভিন্ন?
(A) বল
(B) ঘাত
(C) ভার
(D) চাপ
বল, ঘাত ও ভার এর একক নিউটন। চাপের একক pascal
[/spoiler]৬. বার্নোলির উপপাদ্য অনুসারে, “গতিশক্তি+স্থিতিশক্তি+__=ধ্রুবক”
(A) চাপশক্তি
(B) বল
(C) প্লবতা
(D) বস্তুর ভর
৭. পদার্থের বিকৃতির একক কি ?
(A) নিউটন
(B) নিউটন / মিটার
(C) মিটার /cm
(D) কোনো একক নেই
৮. 20 গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যা নির্ণয়?
(A) 1 mol
(B) 0.5 mol
(C) 2 mol
(D) 2.5 mol
৯. নিচের কোন মৌলটি দুটি কক্ষ আছে যা সম্পূর্ণভাবে ইলেকট্রন পূর্ন?
(A) Kr
(B) Ne
(C) He
(D) Ar
Ne এর পারমাণবিক সংখ্যা = 10 , K কক্ষে 2 টি ও L কক্ষে 8 টি
[/spoiler]১০. নিউট্রাল তারের তরিৎ বিভব কত হতে পারে?
(A) 0
(B) 110 volt
(C) 220 volt
(D) 55 volt
১১. ফিউজকে কোন সমবায়ে সাথে যুক্ত করা হয়?
(A) শ্রেণি সমবায়ে
(B) সমান্তরাল সমবায়ে
(C) মিশ্র সমবায়ে
(D) শ্রেণি বা সমান্তরাল সমবায়ে
১২. একটি বােমা খাড়াভাবে নীচের দিকে পড়ার সময় যে মুহুর্তে তার বেগ 12 মিটার/সেকেন্ড তখন বিস্ফোরণ ঘটল এবং 2 : 1 ভরের অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হল । ভারী খণ্ডটি 24 মিটার /সেকেন্ড বেগে খাড়া নীচের দিকে যাত্রা শুরু করলে সেই মুহূর্তে হালকা খণ্ডটির বেগের মান নির্ণয় করো?
(A) নীচের দিকে 12 মিটার /সেকেন্ড
(B) উপরের দিকে 12 মিটার /সেকেন্ড
(C) নীচের দিকে 48 মিটার /সেকেন্ড
(D) উপর দিকে 48 মিটার /সেকেন্ড
ধরা যাক , বােমাটির প্রাথমিক ভর = 3m ।
বিস্ফোরণে সৃষ্ট খণ্ড দুটির ভর = 2m ও m।
বিস্ফোরণের পর হালকা খণ্ডটির বেগ v₂ হলে ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী ,
Mv=m₁v₁+m₂v₂
3m×12=2m×24+m×v₂
36=48-v₂
V₂=-12
সুতরাং বিস্ফোরণের পর হালকা খণ্ডটি 12 মিটার/সেকেন্ড উপরের দিকে গতিশীল হবে [/spoiler]
১৩. FPS পদ্ধতিতে দৈর্ঘ্য একক-
(A) সেন্টিমিটার
(B) মিটার
(C) ফুট
(D) ইঞ্চি
১৪. 5 কেজি ভরের একটি বস্তুর বেগ 20 মিটার/সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 মিটার/ সেকেন্ড হলে, বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে?
(A) 50 kg – m/s বৃদ্ধি পাবে
(B) 50 kg – m/s হ্রাস পাবে
(C) 150 kg – m/s বৃদ্ধি পাবে
(D) 150 kg-m/s হ্রাস পাবে
প্রাথমিক ভরবেগ = ভর x প্রাথমিক বেগ
= 5 x 20 kg – m / s
= 100 kg – m / s
অন্তিম ভরবেগ = ভর x অন্তিম বেগ
ভরবেগের পরিবর্তন = ( অন্তিম ভরবেগ – প্রাথমিক ভরবেগ )
= ( 50 – 100 ) kg – m / s
= -50 kg – m / s
সুতরাং , বস্তুটির ভরবেগ 50 kg – m / s হ্রাস পেয়েছে ।
= 5 x 10 kg – m / s
= 50 kg – m / s
১৫. একটি কণা 5সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর A বিন্দু থেকে B বিন্দুতে গেলো, যাতে কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 60⁰। কনার সরন কত?
(A) 5 সেমি
(B) 5√2 সেমি
(C) 0
(D) 10 সেমি
সুতরাং সরণ = 5 cm
[/spoiler]আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here