Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৭৫

Physics MCQ - Set 75

বিজ্ঞান MCQ – সেট ৭৫

১. দুই বিপরীত জাতীয় আধান ধনাত্মক ও ঋণাত্মক নাম দেন কোন বিজ্ঞানী ?

(A) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(B) বিজ্ঞানী চার্লস কুলম্ব
(C) বিজ্ঞানী ফ্যারাডে
(D) বিজ্ঞানী ফ্লেমিং

[spoiler title=”উত্তর : “] (A) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন [/spoiler]

২. নীচের কোটি ভেক্টর রাশি?

(A) শক্তি
(B) উষ্ণতা
(C) বল
(D) কার্য

[spoiler title=”উত্তর : “] (C) বল [/spoiler]

৩. তড়িৎ চৌম্বকে সাধারণত ব্যবহার করা হয়—

(A) কাঁচা লোহা
(B) ইস্পাত
(C) কাঁচা তামা
(D) টিনের সংঙ্কর

[spoiler title=”উত্তর : “] (A) কাঁচা লোহা [/spoiler]

৪. দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?

(A) ত্বরণ
(B) মন্দন
(C) ভর
(D) দ্রুতি

[spoiler title=”উত্তর : “] (D) দ্রুতি [/spoiler]

৫. নিচের কোন রাশিটির একক ভিন্ন?

(A) বল
(B) ঘাত
(C) ভার
(D) চাপ

[spoiler title=”উত্তর : “] (D) চাপ

বল, ঘাত ও ভার এর একক নিউটন। চাপের একক pascal

[/spoiler]

৬. বার্নোলির উপপাদ্য অনুসারে, “গতিশক্তি+স্থিতিশক্তি+__=ধ্রুবক”

(A) চাপশক্তি
(B) বল
(C) প্লবতা
(D) বস্তুর ভর

[spoiler title=”উত্তর : “] (A) চাপশক্তি [/spoiler]

৭. পদার্থের বিকৃতির একক কি ? 

(A) নিউটন
(B) নিউটন / মিটার
(C) মিটার /cm
(D) কোনো একক নেই 

[spoiler title=”উত্তর : “] (D) কোনো একক নেই  [/spoiler]

৮. 20 গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যা নির্ণয়?

(A) 1 mol
(B) 0.5 mol
(C) 2 mol
(D)  2.5 mol

[spoiler title=”উত্তর : “] (B) 0.5 mol [/spoiler]

৯. নিচের কোন মৌলটি দুটি কক্ষ আছে যা সম্পূর্ণভাবে ইলেকট্রন পূর্ন?

(A) Kr
(B) Ne
(C) He
(D) Ar

[spoiler title=”উত্তর : “] (B) Ne

Ne এর পারমাণবিক সংখ্যা = 10 , K কক্ষে 2 টি  ও L কক্ষে 8 টি

[/spoiler]

১০. নিউট্রাল তারের তরিৎ বিভব কত হতে পারে?

(A) 0
(B) 110 volt
(C) 220 volt
(D) 55  volt

[spoiler title=”উত্তর : “] (A) 0 [/spoiler]

১১. ফিউজকে কোন সমবায়ে সাথে যুক্ত করা হয়?

(A) শ্রেণি সমবায়ে
(B) সমান্তরাল সমবায়ে
(C) মিশ্র সমবায়ে
(D) শ্রেণি বা সমান্তরাল সমবায়ে

[spoiler title=”উত্তর : “] (A) শ্রেণি সমবায়ে [/spoiler]

১২. একটি বােমা খাড়াভাবে নীচের দিকে পড়ার সময় যে মুহুর্তে তার বেগ 12 মিটার/সেকেন্ড তখন বিস্ফোরণ ঘটল এবং 2 : 1 ভরের অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হল । ভারী খণ্ডটি 24 মিটার /সেকেন্ড বেগে খাড়া নীচের দিকে যাত্রা শুরু করলে সেই মুহূর্তে হালকা খণ্ডটির বেগের মান নির্ণয় করো?

(A) নীচের দিকে 12 মিটার /সেকেন্ড
(B) উপরের দিকে 12 মিটার /সেকেন্ড
(C) নীচের দিকে 48 মিটার /সেকেন্ড
(D) উপর দিকে 48 মিটার /সেকেন্ড

[spoiler title=”উত্তর : “] (B) উপরের দিকে 12 মিটার /সেকেন্ড
ধরা যাক , বােমাটির প্রাথমিক ভর = 3m ।
বিস্ফোরণে সৃষ্ট খণ্ড দুটির ভর = 2m ও m।
বিস্ফোরণের পর হালকা খণ্ডটির বেগ v₂ হলে ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী ,
Mv=m₁v₁+m₂v₂
3m×12=2m×24+m×v₂
36=48-v₂
V₂=-12
সুতরাং বিস্ফোরণের পর হালকা খণ্ডটি 12 মিটার/সেকেন্ড উপরের দিকে গতিশীল হবে

[/spoiler]

১৩. FPS পদ্ধতিতে দৈর্ঘ্য একক-

(A) সেন্টিমিটার
(B) মিটার
(C) ফুট
(D) ইঞ্চি

[spoiler title=”উত্তর : “] (C) ফুট [/spoiler]

১৪. 5 কেজি ভরের একটি বস্তুর বেগ 20 মিটার/সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 মিটার/ সেকেন্ড হলে, বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে?

(A) 50 kg – m/s বৃদ্ধি পাবে
(B) 50 kg – m/s হ্রাস পাবে
(C) 150 kg – m/s বৃদ্ধি পাবে
(D) 150 kg-m/s হ্রাস পাবে

[spoiler title=”উত্তর : “] (B) 50 kg – m/s হ্রাস পাবে

প্রাথমিক ভরবেগ = ভর x প্রাথমিক বেগ
= 5 x 20 kg – m / s
= 100 kg – m / s
অন্তিম ভরবেগ = ভর x অন্তিম বেগ
ভরবেগের পরিবর্তন = ( অন্তিম ভরবেগ – প্রাথমিক ভরবেগ )
= ( 50 – 100 ) kg – m / s
= -50 kg – m / s
সুতরাং , বস্তুটির ভরবেগ 50 kg – m / s হ্রাস পেয়েছে ।
= 5 x 10 kg – m / s
= 50 kg – m / s

[/spoiler]

১৫. একটি কণা 5সেমি ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর A বিন্দু থেকে B বিন্দুতে গেলো, যাতে কেন্দ্রে কোণ  উৎপন্ন হয় 60⁰। কনার সরন কত?

(A) 5 সেমি
(B) 5√2 সেমি
(C) 0
(D) 10 সেমি

[spoiler title=”উত্তর : “] (A) 5 সেমি

সুতরাং সরণ = 5 cm

[/spoiler]

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button