History NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও প্রতিষ্ঠাতা PDF
Famous Historical Monuments of India and their Founders
ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও প্রতিষ্ঠাতা PDF
দেওয়া রইলো ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও প্রতিষ্ঠাতা (Famous Historical Monuments of India and their Founders ) এর তালিকা | মাঝে মধ্যেই প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে ভারতের বিখ্যাত স্থাপত্য ও ভাস্কর্য্য থেকে অনেক প্রশ্ন আসে । তাই তোমাদের জন্য সুন্দর করে ছকের সাহায্যে এই টপিকটি দেওয়া রইলো।
নাম | প্রতিষ্ঠাতা | অবস্থান |
---|---|---|
আগ্রা ফোর্ট | আকবর | আগ্রা, উত্তরপ্রদেশ |
ফতেপুর সিক্রি | আকবর | আগ্রা, উত্তরপ্রদেশ |
এলাহাবাদ দুর্গ | আকবর | এলাহাবাদ, উত্তরপ্রদেশ |
গােয়ালিয়র দুর্গ | আকবর | গােয়ালিয়র, মধ্যপ্রদেশ |
বুলন্দ দরওয়াজা | আকবর | আগ্রা, উত্তরপ্রদেশ |
নাসিমবাগ | আকবর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
পঞ্চমহল | আকবর | ফতেপুর সিক্রি |
আকবরের সমাধি | জাহাঙ্গীর | আগ্রা, উত্তরপ্রদেশ |
ইতমাদ উদ দৌলা সমাধি | নূরজাহান /জাহাঙ্গীর | আগ্রা, উত্তরপ্রদেশ |
নিশাত উদ্যান | জাহাঙ্গীর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
শালিমার ববাগ | জাহাঙ্গীর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
দেওয়ান-ই-খাস | শাহজাহান | আগ্রা, উত্তরপ্রদেশ |
জামা মসজিদ | শাহজাহান | দিল্লি |
তাজমহল | শাহজাহান | আগ্রা, উত্তরপ্রদেশ |
মােতি মসজিদ | শাহজাহান | আগ্রা, উত্তরপ্রদেশ |
রেড ফোর্ট (লাল কেল্লা) | শাহজাহান | দিল্লি |
দেওয়ানি আম | শাহজাহান | আগ্রা, উত্তরপ্রদেশ |
ময়ূর সিংহাসন | শাহজাহান | দিল্লি |
নিশাতবাগ | শাহজাহান | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
বড় ইমামবাড়া | নবাব আসফ উদদৌল্লা | লক্ষ্ণৌ, উত্তরপ্রদেশ |
আনন্দ ভবন | মােতিলাল নেহরু | এলাহাবাদ, উত্তরপ্রদেশ |
হুমায়ুনের সমাধি | হুমায়ূনের স্ত্রী | দিল্লি |
বিবি-কা-মকবরা | আজম শাহ ( ঔরঙ্গজেবের পুত্র ) | ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র |
দিলওয়ারা জৈনমন্দির | সিদ্ধারাজা | মাউন্ট আবু, রাজস্থান |
গােল গম্বুজ | মহম্মদ আদিল শাহ | বিজাপুর, কর্ণাটক |
স্বর্ণমন্দির | গুরু রামদাস | অমৃতসর, পাঞ্জাব |
অজন্তা গুহ | গুপ্ত শাসক | ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র |
ফিরােজ শাহ কোটলা | ফিরােজশাহ তুঘলক | দিল্লি |
জগন্নাথ মন্দির | অনন্তদেব | ওড়িশা |
পুরাণকিলা | শেরশাহ | দিল্লি |
বড়সোনা মসজিদ | হুসেন শাহ | মালদা, পশ্চিমবঙ্গ |
যন্তর মন্তর | সওয়াই জয় সিং | জয়পুর, রাজহান |
কোনারকের সূর্য মন্দির | নরসিংহদেব | পুরী, ওড়িশা |
শেরশাহ-এর সমাধি | শেরশাহের পুত্র ইসলাম শাহ | সাসারাম, বিহার |
বিজয় স্তম্ভ | মহরানা কুম্ভ | চিতোরগড়, রাজস্থান |
চারমিনার | মহম্মদ কুলি কুতুব শাহ | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
গোয়ালিয়র ফোর্ট | রাজা মানসিংহ | গোয়ালিয়র, মধ্যপ্রদেশ |
সারনাথ | সম্রাট অশোক | বারাণসী, উত্তরপ্রদেশ |
কুতুবমিনার | ইত্যুৎমিস | দিল্লি |
হাজার দুয়ারি | নবাব নাজিম হুমায়ুন ঝাঁ | মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ |
গোলকুন্ডা ফোর্ট | কাকতীয় রাজা গণপতি | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
সাঁচী স্তুপ | অশোক | মধ্যপ্রদেশ |
খাজুরাহ মন্দির | চান্দেল বংশ | মধ্যপ্রদেশ |
মক্কা মসজিদ | আবদুল্লা কুতুবশাহী | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
মহাবলীপুরম | প্রথম নরসিংহ বর্মন | তামিলনাড়ু |
বদ্রীনাথ মন্দির | গাড়োয়ালের রাজা | বদ্রীনাথ |
আদিনা মন্দির | সিকন্দর শাহ | পাণ্ডুয়া |
কৈলাশনাথ মন্দির | দ্বিতীয় নরসিংহ বর্মন | কাঞ্চি |
পেশোয়ার বৌদ্ধমঠ | কনিস্ক | পেশোয়া |
মহাবলীপুরমের রথ | প্রথম নরসিংহ বর্মন | তামিলনাড়ু |
নৃসিংহ মন্দির | যজাতি কেশরী | ওড়িশা |
বৌদ্ধস্তূপ | অজাতশত্রু | রাজগীর |
উদয়গিরি, খন্ডগিরি | জৈন স্থপতি খরবেল | ওড়িশা |
Download File
- File Name : ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য – বাংলা কুইজ
- File Size: 1.6 MB
- Format: PDF
- No. of Pages: 04
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here