QuizQuiz

বাংলা কুইজ – সেট ১১৩

Bengali Quiz – Set 113

১. Babel of Tribes and Nations পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় ?

উত্তর :
দার্জিলিং

২. ২০১৩ সালের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় সুরারোপ করে পরিবেশন করেন এ আর রহমান ?

উত্তর :
চিত্ত যেথা ভয় শুন্য

৩. ইনি ভারতের অন্যতম প্রথম মিউজিক এরেঞ্জার এবং আর ডি বর্মন ও প্যারেলাল এর শুরু । পরবর্তীকালে ইনাকে একটি জনপ্রয় গানের মাধ্যমে সম্মান জানানো হয় । ইনি কে ?

উত্তর :
এন্টোনি গঞ্জাল্ভেজ

৪. ভুটানের জাতীয় পাখি কি ?

উত্তর :
কাক (করভাস কোরাক্স)

৫. মান্না দে-র “আমি শ্রী শ্রী ভজহরি মান্না” -গানে কতগুলি মেটের উল্লেখ রয়েছে ?

উত্তর :
৮০ টি


৬. ১৯৪২ সালের নেতাজি জার্মানিতে একটি রেডিও স্টেশন শুরু করেন । সেটির নাম কি ?

উত্তর :
আজাদ হিন্দ রেডিও

৭. “গুলাবজামুন কি সবজি” ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় খাবার ?

উত্তর :
রাজস্থান

৮. কোন বিখ্যাত উপন্যাসের প্রধান দুই চরিত্রের নাম অমিত ও লাবণ্য ?

উত্তর :
শেষের কবিতা

৯. ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে কি পালন করা হয় ?

উত্তর :
শিবরাত্রি

১০. ভারতের কোন রাজ্যকে Land of the Kings বলা হয় ?

উত্তর :
রাজস্থান

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১১২

বাংলা কুইজ – সেট ১১১ – সংবিধান স্পেশাল

বাংলা কুইজ – সেট ১১০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button