QuizQuiz

বাংলা কুইজ – সেট ১০৬

Bengali Quiz Set – 106

১. ভারতের কোন রাজ্যের সারশুল নামক একটি গ্রামে রীতি অনুযায়ী বরযাত্রীকে ফুল বা গোলাপজল দিয়ে স্বাগত না জানিয়ে টমেটো ও আলু ছুঁড়ে স্বাগত জানানো হয় ?

উত্তর :
উত্তরপ্রদেশ

২. “বড়োলোকের বিটি লো লম্বা লম্বা চুল” – গানটির রচয়িতা কে ?

উত্তর :
রতন কাহার

৩. করোনা ভাইরাসের করোনা কথাটির অর্থ কি ?

উত্তর :
পুষ্প মুকুট

৪. কোন প্রাক্তন বিদেশী ক্রিকেটারের মেয়ের নাম ইন্ডিয়া ?

উত্তর :
জন্টি রোড্স্

৫. চাইনিজ চেকার খেলাটির উৎপত্তি কোন দেশে ?

উত্তর :
জার্মানি


৬. একজন বাঁহাতি ব্যাটসম্যান ব্যাট করার সময় তার কোন হাতটি নিচে থাকে ?

উত্তর :
বাঁ হাত

৭. সৃজিত মুখার্জি পরিচালিত “দ্বিতীয় পুরুষ” কোন ছবির সিক্যুয়াল ?

উত্তর :
বাইশে শ্রাবন

৮. আলিশা চিনয় এর “Made in India” গানটিতে কতগুলি দেশের উল্লেখ পাওয়া যায় ?

উত্তর :
পাঁচটি ( অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান , রাশিয়া, ইন্ডিয়া )

৯. তাজমহলের আদলে তৈরী “বিবি কা মাকবারা” -তে বিবি কথাটির অর্থ কি ?

উত্তর :
মা ( Biwi – স্ত্রী , Bibi – মা , এই ঔরঙ্গজেবের ছেলে তার মায়ের জন্য বানিয়েছিলেন )

১০. অভিনেতা দিলীপ কুমারের স্ত্রীর নাম সাইরা বানু । সিনেমাজগতের সাথে যুক্ত আর কোন বিখ্যাত ব্যক্তিত্বের আগের নাম ছিল দিলীপ কুমার এবং স্ত্রীর নাম সাইরা বানু ?

উত্তর :
এ আর রহমান

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১০৫

বাংলা কুইজ – সেট ১০৪

বাংলা কুইজ – সেট ১০৩

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button