Bengali Quiz Set – 99
১. গায়ত্রী মন্ত্র আমরা অনেকেই পাঠ করি । দেবী গায়ত্রীকে আমরা কোন নামে বেশি চিনি ?
উত্তর :
সরস্বতী ( স্কন্দপুরান অনুযায়ী ) , এই মন্ত্রটি দেবী সাবিত্রীকে উৎসর্গীকৃত যিনি দেবী সরস্বতীর এক রূপ
২. প্রথম কোন ক্রিকেট বিশ্বকাপ রঙিন জার্সি পরে খেলা হয় ?
উত্তর :
১৯৯২ সালে অস্ট্রেলিয়াতে
৩. চৌসার যোগিনী মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে কোন ভারতীয় স্থাপত্য বানানো হয়েছে ?
উত্তর :
ভারতীয় পার্লামেন্ট
৪. কোন বিখ্যাত বলিউড অভিনেতার ডাকনাম ডুগ্গু ?
উত্তর :
ঋত্বিক রোশন
৫. “খুল্লাম খুল্লা” নামক বইটি কোন অভিনেতার লেখা ?
উত্তর :
ঋষি কাপুর
৬. আমরা শুনে থাকি “Biceps-Triceps”, এতে “ceps” কথাটির অর্থ কি ?
উত্তর :
মাথা
৭. চন্দ্রায়ণ ২ উৎক্ষেপণের জন্য যে রকেটটি ব্যবহার করা হয় তার নাম কি ছিল ?
উত্তর :
বাহুবলি
৮. সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত “গুমনামি” সিনেমাটিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করেছে ?
উত্তর :
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
৯. চালর্স ডিকেন্সের লেখা “এ টেল অফ টু সিটিস” -এ কোন দুটি শহরের কথাটা উল্লেখ আছে ?
উত্তর :
লন্ডন ও প্যারিস
১০. রামোজি ফিল্ম সিটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :
তেলেঙ্গানা
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৯৩
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৯২
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৯১
To check our latest Posts - Click Here