বিজ্ঞান MCQ – সেট ৫৫
Science MCQ – Set 55
BanglaQuiz Question ID : 1418
১. লিমোনাইট কোন ধাতুর আকরিক ?
(A) লোহা
(B) লিথিয়াম
(C) ম্যাঙ্গানিজ
(D) তামা
BanglaQuiz Question ID : 1493
২. ফ্যারাড প্রতি মিটার কিসের একক ?
(A) Permeability
(B) Watt per steradian
(C) Permittivity
(D) Electric Conductance
BanglaQuiz Question ID : 1494
৩. নিচের কোন গ্যাসটি অত্যন্ত বিষাক্ত, গন্ধহীন, স্বাধীন এবং বর্ণহীন গ্যাস ?
(A) কার্বন-মনো-অক্সাইড
(B) কার্বন-ডাই-অক্সাইড
(C) নাইট্রোজেন-ডাই-অক্সাইড
(D) মিথেন
BanglaQuiz Question ID : 1497
৪. একটি ধাতুর রডের রোধ ( Resistance ) নিচের কোনটির ওপর নির্ভরশীল নয় ?
(A) রেজিস্টিভিটি
(B) ঘনত্ব
(C) দৈর্ঘ্য
(D) উষ্ণতা
BanglaQuiz Question ID : 1504
৫. ডোলোমাইট কার আকরিক ?
(A) জিংক
(B) সীসা
(C) লোহা
(D) ম্যাগনেসিয়াম
BanglaQuiz Question ID : 1561
৬. তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টমিটারের এনোডে কোন ধরণের বিক্রিয়া হয় ?
(A) জারণ
(B) বিজারণ
(C) বিনিময়
(D) প্রতিস্থাপন
BanglaQuiz Question ID : 1581
৭. “আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই” এই বৈজ্ঞানিক সত্যটি সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন ?
(A) আল হাইয়ান
(B) টলেমি
(C) নিউটন
(D) আল হাজেন
BanglaQuiz Question ID : 1582
৮. আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে ?
(A) ভন গুয়েরিক
(B) রোমার
(C) স্নেল
(D) রবার্ট বয়েল
BanglaQuiz Question ID : 1583
৯. সমগনীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়
(A) ১০
(B) ১৪
(C) ১২
(D) ১৬
BanglaQuiz Question ID : 1584
১০. STP তে 22.4 লিটার হাইড্রোজেনে অনুর সংখ্যা
(A) 6.022 × 1023
(B) 6.022 × 1010
(C) 6.022 × 1020
(D) 6.022 × 1021
আরো দেখুন :
বিজ্ঞান MCQ – সেট ৫৪
বিজ্ঞান MCQ – সেট ৫৩ – জীবন বিজ্ঞান
বিজ্ঞান MCQ – সেট ৫২
To check our latest Posts - Click Here
your content is very help full for all competitive exam
Thank you