Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ১৭ – পদার্থবিদ্যা

Science MCQ – Set 17 – Physics

৩৭১. একটি ১০০ ওয়াট ২৫০ ভোল্ট বাল্বের মধ্যে কতটা কারেন্ট যাবে ?

(A) ০.২  amp
(B) ০.৩  amp
(C) ০.৪ amp
(D) ০.৫ amp

উত্তর :
(C) ০.৪ amp 

৩৭২. ডায়নামোর আর্মেচার তৈরী হয় ___  দিয়ে |

(A) ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল
(B) স্টিল টাইপ ম্যাটেরিয়াল
(C) কপার ম্যাটেরিয়াল
(D) বিসমাথ

উত্তর :
(C) কপার ম্যাটেরিয়াল 

৩৭৩. 1 কুলম্ব চার্জ হল

(A) 6.25 x 1018 ইলেক্ট্রন
(B) 6.25 x 10-18  ইলেক্ট্রন
(C) 6.25 x 1023 ইলেক্ট্রন
(D) 6.25 x 10-23 ইলেক্ট্রন

উত্তর :
(A) 6.25 x 1018 ইলেক্ট্রন

৩৭৪. বায়ুতে শব্দের গতিবেগ প্রায় – 

(A) ৩০০০০ m/s
(B) ৩০০ m/s
(C) ১০০০ m/s
(D) ১০০  m/s

উত্তর :
(B) ৩০০ m/s  

৩৭৫. সোনার আপেক্ষিক ঘনত্ব – 

(A) ৮.৪০
(B) ১৯.৩০
(C) ১০.৫০
(D) ৭.৮৯

উত্তর :
(B) ১৯.৩০ 




৩৭৬. প্রযুক্ত বলের অভিমুখে সরন হচ্ছে এই ক্ষেত্রে কৃতকার্য হল – 

(A) সর্বাধিক এবং ধনাত্মক
(B) সর্বাধিক এবং ঋনাত্মক
(C) শুন্য
(D) সর্বনিম্ন এবং ঋনাত্মক

উত্তর :
(A) সর্বাধিক এবং ধনাত্মক

৩৭৭. সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ পাওয়া যাবে – 

(A) ৪০°
(B) -৪০°
(C) ৩২°
(D) -৩২°

উত্তর :
(B) -৪০°

৩৭৮. বয়েল সুত্র প্রযোজ্য  – 

(A) স্থির চাপে
(B) স্থির উষ্ণতাতে
(C) পরিবর্তনশীল চাপে
(D) পরিবর্তনশীল  উষ্ণতা এবং চাপে

উত্তর :
(B) স্থির উষ্ণতাতে 

৩৭৯. রাডার রিসিভার কাজ করে কোন কম্পাঙ্ক ( Frequency )- তে

(A) VHF
(B) UHF
(C) Microwave
(D) VHF ও UHF  দুটোতেই

উত্তর :
(C) Microwave 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button