General Knowledge Notes in BengaliPolity Notes

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা PDF। Governors of West Bengal

List of All Governors of West Bengal

আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা (List of Governors of West Bengal ) নিয়ে। স্বাধীনতার পরবর্তী পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যপাল বা গভর্নর তালিকা দেওয়া রইলো। poschimbonger rajjopal talika।

পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নর তালিকা

নং রাজ্যপালের নামকার্যকাল শুরুকার্যকাল সমাপ্তি
চক্রবর্তী রাজাগোপালাচারী১৫.০৮.৪৭ ২১.০৬.৪৮
কৈলাশনাথ কাটজু২১.০৬.৪৮ ০৮.১১.৫১
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়০১.১১.৫১ ০৮.০৮.৫৬
ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী)০৮.০৮.৫৬০৩.১১.৫৬
পদ্মজা নাইডু০৩.১১.৫৬ ০১.০৬.৬৭
ধর্মবীর০১.০৬.৬৭ ০১.০৪.৬৯
দীপনারায়ণ সিনহা০১.০৪.৬৯ ১৯.১১.৬৯
শান্তিস্বরূপ ধাওয়ান১৯.১১.৬৯ ২১.০৮.৭১
অ্যান্টনি ল্যান্সলট ডায়াস২১.০৮.৭১ ০৬.১১.৭৯
১০ত্রিভুবন নারায়ণ সিং০৬.১১.৭৯ ১২.০৯.৮১
১১ভৈরব দত্ত পান্ডে১২.০৯.৮১ ১০.১০.৮৩
১২অনন্ত প্রসাদ শর্মা১০.১০.৮৩ ১৬.০৮.৮৪
১৩সতীশ চন্দ্র১৬.০৮.৮৪ ০১.১০.৮৪
১৪উমাশংকর দীক্ষিত০১.১০.৮৪ ১২.০৮.৮৬
১৫নুরুল হাসান১২.০৮.৮৬ ২০.০৩.৮৯
১৬টি ভি রাজেশ্বর২০.০৩.৮৯ ০৭.০২.৯০
১৭নুরুল হাসান০৭.০২.৯০ ১২.০৭.৯৩
১৮বি সত্যনারায়ণ রেড্ডি১৩.০৭.৯৩ ১৪.০৮.৯৩
১৯কে ভি রঘুনাথ রেড্ডি১৪.০৮.৯৩  ২৭.০৪.৯৮
২০এ আর কিদোয়াই২৪.০৪.৯৮ ১৮.০৫.৯৯
২১বিচারপতি শ্যামলকুমার সেন১৮.০৫.৯৯ ০৪.১২.৯৯
২২বীরেন জে শাহ০৪.১২.৯৯ ১৪.১২.০৪
২৩গোপালকৃষ্ণ গান্ধী১৪.১২.০৪ ১৪.১২.০৯
২৪দেবানন্দ কুঁয়ার (অস্থায়ী)১৪.১২.০৯ ১৯.১২.০৯
২৫মায়ানকোটে কেলাথ নারায়ণন১৯.১২.০৯ ৩০.০৬.১৪
২৬ডি ওয়াই পাতিল (ভারপ্রাপ্ত)০৩.০৭.১৪  ১৭.০৭.১৪
২৭কেশরীনাথ ত্রিপাঠী২৪.০৭.১৪ ২৯.০৭.১৯
২৮জগদীপ ধনকর৩০.০৭.২০১৯ ১৭.০৬.২০২২
২৯লা গনেশন (অতিরিক্ত দায়িত্ব )১৮.০৬.২০২২২২.১১.২০২২
৩০সি ভি আনন্দ বোস২৩.১১.২০২২বর্তমান
পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যপাল তালিকা

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস

পশ্চিমবঙ্গের স্থায়ী নতুন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। নতুন রাজ্যপালের পদবি ‘বোস’ হলেও তিনি বাঙালি নন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু বা কেরলে বাংলার সুভাষচন্দ্র বসু (বোস)-র নামে নাম রাখার রেওয়াজ আছে। সেই কারণেই তাঁর পদবি বোস বলেই অনেকের অভিমত। প্রাক্তন আইএএস সি. ভি. আনন্দ মেঘালয় সরকারের উপদেষ্টা পদে ছিলেন। তাঁর জন্ম কেরলের কোট্টায়ামে; ১৯৫১ সালের ২ জানুয়ারি। দীর্ঘ দিন ধরেই প্রশাসনিক কাজের
সঙ্গে জড়িত। কেন্দ্রীয় রাজনীতিতে যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যান অফ আইডিয়া‘ হিসাবেই পরিচিত। আনন্দের ভাবনা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজে লাগানো হয়েছে। বিশেষ করে দেশের সবার জন্য পাকা বাড়ির ভাবনাটি মোদী নিয়েছিলেন তাঁর কাছ থেকেই। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে কাজ করেছেন আনন্দ। এ ছাড়াও কেরল সরকারের বিভিন্ন দফতরের প্রধান সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন। পেয়েছেন ২৯টি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও। কেরল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনন্দ নিজের শিক্ষাজীবনে একশোটিরও বেশি পদক পেয়েছেন। যার মধ্যে ১৫টিই স্বর্ণপদক। সুবক্তা হিসাবেও নাম আছে তাঁর। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পর পর তিন বছর সেরা বক্তার স্বীকৃতি ছিল তাঁরই দখলে। এমনকি, মুসৌরির লালবাহাদুর
শাস্ত্রী আইএএস ট্রেনিং অ্যাকাডেমিতেও বিতর্ক সভায় প্রথম হয়েছিলেন আনন্দ। আনন্দ শুধু সুবক্তা নন, লেখকও। তিনটি ভাষা; ইংরেজি, হিন্দি এবং মালয়ালমে ৪০টি বই লিখেছেন বাংলার নতুন রাজ্যপাল। এর মধ্যে যেমন উপন্যাস রয়েছে, তেমনই রয়েছে ছোটগল্প সংগ্রহ, এমনকি, কবিতার বইও। এর মধ্যে বেশ কয়েকটি বই ‘বেস্টসেলার’ও। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?

সি ভি আনন্দ বোস ।

পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন ?

চক্রবর্তী রাজাগোপালাচারী

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু।

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও।

Download Section

  • File Name: পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা । Governors of West Bengal – PDF – বাংলা কুইজ
  • File Size: 1.2 MB
  • No. of Pages: 02
  • Format: PDF
  • Language: Bengali

আরও দেখে নাও :

পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীর তালিকা – PDF

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা – সম্পূর্ণ তালিকা (২০২১) – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button