Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th & 17h July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th & 17th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ ও ১৭ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th & 17th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 14th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রথম অবাছাই মহিলা হিসেবে সম্প্রতি উইম্বলডন শিরোপা কে জিতেছেন?

(A) অন্স জাবেউর
(B) মার্কেটা ভন্ড্রোসোভা
(C) সেরেনা উইলিয়ামস
(D) অ্যাশলে বার্টি

উত্তর
(B) মার্কেটা ভন্ড্রোসোভা

  • প্রথম মহিলা অবাছাই হিসেবে উইম্বলডন খেতাব জিতলেন চেক রিপাবলিকের মার্কেটা ভন্ড্রোসোভা ৷
  •  ১৯ বছরের টেনিস খেলোয়াড়ের বাঁ-হাতের কবজিতে গতবছর দু’বার অস্ত্রোপচার হয়েছিল ৷ সেখান থেকে ফিরে এসেই উইম্বলডনের মতো সম্মানীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন তিনি ৷
  • উইম্বলডনের ফাইনালে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই তিউনিশিয়ার অন্স জাবেউরকে মার্কেটা ভন্ড্রোসোভা হারান ৬-৪, ৬-৪ ব্যবধানে ৷

২. কোন কোম্পানি ভারতের প্রথম আন্তঃদেশীয় বিদ্যুৎ প্রকল্প চালু করেছে?

(A) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
(B) আদানি গ্রুপ
(C) টাটা গ্রুপ
(D) মাহিন্দ্রা গ্রুপ

উত্তর
(B) আদানি গ্রুপ
আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের আল্ট্রা-সুপারক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট (USCTPP) থেকে ভারতের প্রথম ট্রান্সন্যাশনাল পাওয়ার প্রকল্প চালু করেছে।

৩. ‘Nomadic Elephant 2023’ কোন স্থানে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) জয়পুর (রাজস্থান ), ভারত
(B) উলানবাটার, মঙ্গোলিয়া
(C) বাকলোহ (হিমাচল প্রদেশ), ভারত
(D) গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), ভারত

উত্তর
(B) উলানবাটার, মঙ্গোলিয়া
ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে একটি যৌথ সামরিক মহড়া ‘Nomadic Elephant 2023’-এ অংশ নিতে ৪৩ জন কর্মী সমন্বিত একটি ভারতীয় সেনা দল মঙ্গোলিয়ায় রওনা হয়েছে।

৪. উইম্বলডন ২০২৩-এ পুরুষদের একক ফাইনালে কে জিতেছে?

(A) কার্লোস আলকারাজ
(B) নোভাক জোকোভিচ
(C) রাফায়েল নাদাল
(D) রজার ফেদারার

উত্তর
(A) কার্লোস আলকারাজ
টেনিস দুনিয়ায় নতুন নক্ষত্রের জন্ম। নাম কার্লোস আলকারাজ। উইম্বলডনের ফাইনালে কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। বয়স মাত্র ২০ । স্পেনের অখ্যাত গ্রাম থেকে আসা এই তরুণকে নিয়ে ফের স্বপ্ন দেখতে শুরু করেছে টেনিস-প্রেমীরা।

৫. এস জয়শঙ্করের নেতৃত্বে ১২তম মেকং-গঙ্গা সহযোগিতা সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(A) নতুন দিল্লি
(B) ব্যাংকক
(C) ইয়াঙ্গুন
(D) নম পেন

উত্তর
(B) ব্যাংকক

  • ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তার লাওসের প্রতিপক্ষ পিডিআর সালেউমক্সায় কোমাসিথের সাথে ব্যাংককে ১২ তম মেকং-গঙ্গা সহযোগিতা (MCC) বৈঠকের সহ-সভাপতিত্ব করেন।
  • জয়শঙ্কর ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ে বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছেন এই বৈঠকে।

৬. Aapda Rahat Kosh এর ওয়েবসাইট কে চালু করলেন ?

(A) ভারতের রাষ্ট্রপতি
(B) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
(C) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী
(D) ভারতের প্রধানমন্ত্রী

উত্তর
(C) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী
হিমাচল প্রদেশের দুর্যোগ-কবলিত মানুষদের সাহায্য করার লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম (Aapda Rahat Kosh- 2023 ) শুরু করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

৭. ভারতের কোন রাজ্যে সম্প্রতি হারেলা উৎসব পালিত হল ?

(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) ঝাড়খণ্ড
(D) আসাম

উত্তর
(B) উত্তরাখণ্ড

  • উত্তরাখণ্ডে সম্প্রতি এই উৎসব পালিত হয়েছে।
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে ‘হরেলা’ উৎসব সুখ, সমৃদ্ধি, শান্তি, পরিবেশ এবং প্রকৃতি সংরক্ষণের প্রতীক।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসবের তালিকা

৮. ২০২৩ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত পদক তালিকায় কোন অবস্থানে রয়েছে ?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর
(C) তৃতীয়
মোট ২৭টি পদক জিতে ভারত ২০২৩ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদকতালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

৯. সম্প্রতি BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে ?

(A) নতুন দিল্লি
(B) কলম্বো
(C) ব্যাংকক
(D) ঢাকা

উত্তর
(C) ব্যাংকক

  • থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • BIMSTEC : The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation

১০. সম্প্রতি মহারাষ্ট্রের কোথায় PM MITRA textile park চালু করা হয়েছে ?

(A) নভি মুম্বাই
(B) নাসিক
(C) নাগপুর
(D) অমরাবতী

উত্তর
(D) অমরাবতী
মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের অমরাবতীতে Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM MITRA) পার্ক আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

১১. নিচের কোন সংস্থা সম্প্রতি জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক ( National Multidimensional Poverty Index ) চালু করেছে?

(A) RBI
(B) নীতি আয়োগ
(C) অর্থ মন্ত্রণালয়
(D) SEBI

উত্তর
(B) নীতি আয়োগ
সম্প্রতি নীতি আয়োগ এই সূচক শুরু করেছে। এই সূচক অনুসারে উত্তরপ্রদেশে দরিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে।

১২. কোন রাজ্যে সম্প্রতি “কারকিডাকা ভাভু বলি” অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেছে ?

(A) তেলেঙ্গানা
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) কর্ণাটক

উত্তর
(C) কেরালা

  • কেরালায়, “কারকিডাকা ভাভু বালি” অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত কেরালার স্নানের ঘাট এবং মন্দিরে ভিড় করেছিলেন।
  • কার্কিডাক ভাভু বলি হল একটি আচার যা ভক্তরা তাদের পরিবারে প্রয়াত পূর্বপুরুষদের প্রণাম জানাতে অনুসরণ করে।

১৩. পুনেতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মঙ্গলা নারলিকার। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?

(A) সাহিত্য
(B) জ্যোতির্বিজ্ঞান
(C) জ্যোতিষ
(D) রাজনীতি

উত্তর
(A) সাহিত্য
বর্ষীয়ান গণিতবিদ এবং লেখক মঙ্গলা নার্লিকর পুনেতে ক্যান্সারের কারণে ৮০ বছর বয়সে মারা গেছেন ।

১৪. বার্ষিক বোনালু উৎসব কোন স্থানে পালিত হয়?

(A) হায়দ্রাবাদ
(B) মুম্বাই
(C) বেঙ্গালুরু
(D) ইটানগর

উত্তর
(A) হায়দ্রাবাদ

  • বোনালু হল একটি বার্ষিক উৎসব যা যমজ শহর হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদ এবং তেলেঙ্গানা রাজ্যের অন্যান্য অংশে উদযাপিত হয়।
  • বোনালু সাধারণত জুলাই/আগস্ট মাসে পালিত হয়।
  • বোনালু উৎসবে দেবী মহাকালীর পূজা করা হয়।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা

১৫. কোন প্রতিষ্ঠান ‘2023 Employment Outlook’ রিপোর্ট প্রকাশ করেছে?

(A) বিশ্বব্যাংক
(B) ILO
(C) OECD
(D) IMF

উত্তর
(C) OECD
Organisation for Economic Co-operation and Development (OECD ) এই রিপোর্ট প্রকাশ করেছে।

১৬. ‘কের পূজা’ উৎসব কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়?

(A) পশ্চিমবঙ্গ
(B) ওড়িশা
(C) ত্রিপুরা
(D) কেরালা

উত্তর
(C) ত্রিপুরা

  • ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব হলো কের পূজা।
  • শ্রাবন মাসের শুক্লা পঞ্চমীতে সাত দিনের খারচি পূজা ১৪ দেবতার মন্দিরে শেষ হওয়ার পরের সাত দিনের মাথায় শুরু হয় কের পূজা।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button