Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Today’s Current Affairs at a Glance  

  • সূর্যকুমার যাদব ১৭ই আগস্ট ২০২৩ -এ প্রকাশিত ICC পুরুষদের T20I প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
  • DRDO এর প্রাক্তন চেয়ারম্যান ভি.এস. অরুণাচলম ৮৭ বছর বয়সে মারা গেছেন।
  • রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সম্প্রতি FloodWatch নামক একটি অ্যাপ চালু করেছে ।
  • জর্ডানে ২০২৩ U20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যাপলার প্রিয়া মালিক স্বর্ণপদক জিতেছেন।
  • গ্রাহকদের সুবিধার জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। যার নাম UDGAM (Unclaimed Deposits – Gateway to access Information).
  • পেপের হাত ধরে প্রথম বার উয়েফা সুপার কাপ জিতল সিটি।
  • এশিয়ান গেমসে জোড়া রুপো জেতা দ্যুতি চাঁদকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের ছবি শেয়ার করেছেন।
  • ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার (DTI) স্কিমের অধীনে ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রতিষ্ঠিত হবে।

দেওয়া রইলো ১৮ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  17th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. আগস্ট ২০২৩ এ প্রকাশিত ICC পুরুষদের T20I প্লেয়ার র‍্যাঙ্কিং ২০২৩ -এ কে শীর্ষস্থান ধরে রেখেছে?

(A) সূর্যকুমার যাদব
(B) বাবর আজম
(C) মোহাম্মদ রিজওয়ান
(D) এইডেন মার্করাম

উত্তর
(A) সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব ১৭ই আগস্ট ২০২৩ -এ প্রকাশিত ICC পুরুষদের T20I প্লেয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

২. ডাঃ ভি.এস. অরুণাচলম ৮৭ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন সংস্থার মহাপরিচালক (Director General) ছিলেন ?

(A) RBI
(B) HAL
(C) DRDO
(D) ISRO

উত্তর
(C) DRDO

  • DRDO – Defence Research and Development Organisation
  • DRDO এর প্রাক্তন চেয়ারম্যান ভি.এস. অরুণাচলম ৮৭ বছর বয়সে মারা গেছেন।
  • তিনি DRDO এর প্রাক্তন মহাপরিচালক ছিলেন এবং ১৯৮২-৯২ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন।

৩. রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে ?

(A) JalDhaara
(B) FloodWatch
(C) BaadhSuchana
(D) Sailaab

উত্তর
(B) FloodWatch
রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সম্প্রতি FloodWatch নামক একটি অ্যাপ চালু করেছে ।

৪. জর্ডানে আয়োজিত অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কে সম্প্রতি স্বর্ণপদক জিতেছেন ?

(A) অন্তিম পাংহাল
(B) প্রিয়া মালিক
(C) লরা সেলিন কুয়েন
(D) সঙ্গীতা ফোগাট

উত্তর
(B) প্রিয়া মালিক

  • জর্ডানে ২০২৩ U20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যাপলার প্রিয়া মালিক স্বর্ণপদক জিতেছেন।
  • তিনি ভারতের দ্বিতীয় মহিলা কুস্তিগীর (অন্তিম পঙ্গল প্রথম ) যিনি U20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছেন।

৫. দাবি না করা আমানত (unclaimed deposits) ট্র্যাক করার জন্য RBI সম্প্ৰীত কোন পোর্টাল শুরু করেছে ?

(A) UDGAM
(B) UDAY
(C) RUPIYA
(D) JANM

উত্তর
(A) UDGAM

  • গ্রাহকদের সুবিধার জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। যার নাম UDGAM (Unclaimed Deposits – Gateway to access Information).
  • দাবিহীন আমানত বা Unclaimed Deposit কোন কোন ব্যাঙ্কে রয়েছে, সেগুলি একবারেই -একজায়গায় যাতে খুঁজে পাওয়া যাবে এই পোর্টালের মাধ্যমে ।

৬. ম্যানচেস্টার সিটি, কোন দলকে হারিয়ে UEFA সুপার কাপ 2023 জিতে নিয়েছে ?

(A) সেভিয়া
(B) আর্সেনাল
(C) বার্সেলোনা
(D) ম্যানচেস্টার ইউনাইটেড

উত্তর
(A) সেভিয়া

  • পেপের হাত ধরে প্রথম বার উয়েফা সুপার কাপ জিতল সিটি।
  • গ্রিসের রাজধানী এথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১–১ ছিল।
  • প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সিটির কোল পালমার।
  • উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে এর পর সরাসরি খেলা টাইব্রেকারে গড়ায়।
  • সেখানে ৫–৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যাঞ্চেস্টার সিটি

৭. কোন ভারতীয় ক্রীড়াবিদকে সম্প্রতি ডোপিংয়ের জন্য ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ?

(A) দ্যুতি চাঁদ
(B) দীপিকা সিনহা
(C) আন্নু রানী
(D) হিমা দাস

উত্তর
(A) দ্যুতি চাঁদ

  • ফের বিতর্কে অ্যাথলিট দ্যুতি চাঁদ
  • এশিয়ান গেমসে জোড়া রুপো জেতা এই স্প্রিন্টারকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)।
  • দ্যুতির বিরুদ্ধে নিষিদ্ধ বস্তু গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
  • গত ৫ ও ২৬ ডিসেম্বর দ্যুতির নমুনা নেওয়া হয়। ২টি নমুনাতেই একইরকম নিষিদ্ধ বস্তু ‘সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডুলেটরস‘ পাওয়া গিয়েছে।

৮. ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস ভবন কোন শহরে উদ্বোধন করা হয়েছে?

(A) ব্যাঙ্গালোর
(B) নয়াদিল্লি
(C) মুম্বাই
(D) কলকাতা

উত্তর
(A) ব্যাঙ্গালোর

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিসের ছবি শেয়ার করেছেন।
  • এই পোস্ট অফিসটি ব্যাঙ্গালোরের কেমব্রিজ লেআউট পোস্ট অফিস।
  • ব্যাঙ্গালোরের কেমব্রিজ লেআউটের এই বিল্ডিংটি মাত্র ৪৪ দিনের মধ্যে মুদ্রিত এবং প্রস্তুত হয়ে গেছে।
  • উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবা।

 

৯. ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার কোথায় তৈরী হতে চলেছে ?

(A) কর্ণাটক
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) উত্তরপ্রদেশ

উত্তর
(C) তামিলনাড়ু
ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার (DTI) স্কিমের অধীনে ভারতের প্রথম ড্রোন কমন টেস্টিং সেন্টার তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রতিষ্ঠিত হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button