Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৬

General Awareness MCQ – Set 156

৩০৫১. নিচের কোনটিকে শুষ্ক বরফ বলে 

(A) কঠিন নাইট্রোজেন ডাই অক্সাইড
(B) কঠিন অবস্থায় জল ( বরফ )
(C) কঠিন কার্বন ডাই অক্সাইড
(D) কঠিন সালফার ডাই অক্সাইড

উত্তর :
(C) কঠিন কার্বন ডাই অক্সাইড

৩০৫২. একটি চলমান বৈদ্যুতিক আধান ______ উৎপাদন করে।

(A) কেবলমাত্র বৈদ্যুতিক ক্ষেত্র
(B) বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই
(C) বৈদ্যুতিক বা চৌম্বকীয় ক্ষেত্র যে কোনো একটি
(D) শুধুমাত্র চৌম্বকীয় ক্ষেত্র

উত্তর :
(B) বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই

৩০৫৩. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ?

(A) চালুক্য
(B) পল্লব
(C) শক
(D) পুষ্যভূতি 

উত্তর :
(D) পুষ্যভূতি

হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন। এটি পুষ্যভূতি রাজবংশ বা বর্ধন রাজবংশ নামেও পরিচিত। পুষ্যভূতি রাজবংশ  ভারতে ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে উত্তর ভারতে রাজত্ব করেছে ।


৩০৫৪. পরিবাহীর রোধ নিম্নের কোনটির ওপরে নির্ভর করে না ?

(A) তাপমাত্রা
(B) চাপ
(C) দৈর্ঘ্য
(D) প্রস্থচ্ছেদ 

উত্তর :
(B) চাপ

Resistance depends on 1. Resistivity 2. Temperature 3. Length and 4. Cross Section Area


৩০৫৫. জলের ঘনত্ব কোন উষ্ণতায় সবথেকে বেশী ?

(A) ০ °C
(B) -৪ °C
(C) ৪ °C
(D) -২৭৩ °C

উত্তর :
(C) ৪ °C

৪ °C উষ্ণতায় জলের ঘনত্ব সবথেকে বেশি । জলকে ধীরে ধীরে ঠান্ডা করলে এর ঘনত্ব আস্তে বাড়তে থাকে এবং ৪ °C উষ্ণতায় সর্বাধিক হয় । ৪ °C এর থেকেও জলের তাপমাত্রা কমাতে থাকলে জলের ঘনত্ব  আবার কমতে থাকে ।


৩০৫৬. পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন ?

(A) লর্ড ডালহৌসি
(B) রাজা রণজিৎ সিং
(C) লালা লাজপত রায়
(D) সর্দার বলদেব সিং 

উত্তর :
(C) লালা লাজপত রায় 

৩০৫৭. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কতগুলি মৌল উপস্থিত ছিল ?

(A) ৮৬
(B) ৭২
(C) ৫২
(D) ৬৩

উত্তর :
(D) ৬৩

দিমিত্রি মেন্ডেলিভ ছিলেন একজন রাশিয়ান রসায়নবিদ, যিনি ১৮৬৯ সালে প্রথম পর্যায় সারণি প্রকাশ করেছিলেন । এই পর্যায় সারনিটিতে মোট ৬৩ টি মৌল উপস্থিত ছিল ।





৩০৫৮. পার্থেনোকারপি বলতে বোঝানো হয় 

(A) নিষেকের সাথে মূলের বিকাশ
(B) নিষেকের সাথে ফলের বিকাশ
(C) নিষেক ছাড়াই মূলের বিকাশ
(D) নিষেক না করে ফলের বিকাশ

উত্তর :
(D) নিষেক না করে ফলের বিকাশ

৩০৫৯. সোনাকে শক্ত করতে সোনার সাথে কোন পদার্থ মেশানো হয় ?

(A) নিকেল
(B) ক্রোমিয়াম
(C) তামা
(D) কার্বন 

উত্তর :
(C) তামা 

৩০৬০. ইউনেস্কো ( UNESCO ) – এর সদর সপ্তর কোথায় ?

(A) মস্কো
(B) নিউ ইয়র্ক
(C) লন্ডন
(D) প্যারিস 

উত্তর :
(D) প্যারিস

ইউনেস্কোর (United Nations Educational Scientific & Cultural Organisation ) সদর দফতর প্যারিসে অবস্থিত। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৫ খ্রিস্টাব্দে ।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৫

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৪

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৩

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button