সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৬
General Awareness MCQ – Set 156
৩০৫১. নিচের কোনটিকে শুষ্ক বরফ বলে
(A) কঠিন নাইট্রোজেন ডাই অক্সাইড
(B) কঠিন অবস্থায় জল ( বরফ )
(C) কঠিন কার্বন ডাই অক্সাইড
(D) কঠিন সালফার ডাই অক্সাইড
৩০৫২. একটি চলমান বৈদ্যুতিক আধান ______ উৎপাদন করে।
(A) কেবলমাত্র বৈদ্যুতিক ক্ষেত্র
(B) বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই
(C) বৈদ্যুতিক বা চৌম্বকীয় ক্ষেত্র যে কোনো একটি
(D) শুধুমাত্র চৌম্বকীয় ক্ষেত্র
৩০৫৩. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ?
(A) চালুক্য
(B) পল্লব
(C) শক
(D) পুষ্যভূতি
হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন। এটি পুষ্যভূতি রাজবংশ বা বর্ধন রাজবংশ নামেও পরিচিত। পুষ্যভূতি রাজবংশ ভারতে ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে উত্তর ভারতে রাজত্ব করেছে ।
৩০৫৪. পরিবাহীর রোধ নিম্নের কোনটির ওপরে নির্ভর করে না ?
(A) তাপমাত্রা
(B) চাপ
(C) দৈর্ঘ্য
(D) প্রস্থচ্ছেদ
Resistance depends on 1. Resistivity 2. Temperature 3. Length and 4. Cross Section Area
৩০৫৫. জলের ঘনত্ব কোন উষ্ণতায় সবথেকে বেশী ?
(A) ০ °C
(B) -৪ °C
(C) ৪ °C
(D) -২৭৩ °C
৪ °C উষ্ণতায় জলের ঘনত্ব সবথেকে বেশি । জলকে ধীরে ধীরে ঠান্ডা করলে এর ঘনত্ব আস্তে বাড়তে থাকে এবং ৪ °C উষ্ণতায় সর্বাধিক হয় । ৪ °C এর থেকেও জলের তাপমাত্রা কমাতে থাকলে জলের ঘনত্ব আবার কমতে থাকে ।
৩০৫৬. পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন ?
(A) লর্ড ডালহৌসি
(B) রাজা রণজিৎ সিং
(C) লালা লাজপত রায়
(D) সর্দার বলদেব সিং
৩০৫৭. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কতগুলি মৌল উপস্থিত ছিল ?
(A) ৮৬
(B) ৭২
(C) ৫২
(D) ৬৩
দিমিত্রি মেন্ডেলিভ ছিলেন একজন রাশিয়ান রসায়নবিদ, যিনি ১৮৬৯ সালে প্রথম পর্যায় সারণি প্রকাশ করেছিলেন । এই পর্যায় সারনিটিতে মোট ৬৩ টি মৌল উপস্থিত ছিল ।
৩০৫৮. পার্থেনোকারপি বলতে বোঝানো হয়
(A) নিষেকের সাথে মূলের বিকাশ
(B) নিষেকের সাথে ফলের বিকাশ
(C) নিষেক ছাড়াই মূলের বিকাশ
(D) নিষেক না করে ফলের বিকাশ
৩০৫৯. সোনাকে শক্ত করতে সোনার সাথে কোন পদার্থ মেশানো হয় ?
(A) নিকেল
(B) ক্রোমিয়াম
(C) তামা
(D) কার্বন
৩০৬০. ইউনেস্কো ( UNESCO ) – এর সদর সপ্তর কোথায় ?
(A) মস্কো
(B) নিউ ইয়র্ক
(C) লন্ডন
(D) প্যারিস
ইউনেস্কোর (United Nations Educational Scientific & Cultural Organisation ) সদর দফতর প্যারিসে অবস্থিত। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৫ খ্রিস্টাব্দে ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৫
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৪
সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৩
To check our latest Posts - Click Here