সাধারণ জ্ঞান MCQ – সেট ৯০
General Awareness MCQ – Set 90
২২৬১. আরশোলাকে কোন ফাইলামের অন্তর্গত ধরা হয় ?
(A) Echinodermata
(B) Arthopoda
(C) Platyhelminthes
(D) Mollusca
২২৬২. বায়ো গ্যাসে মিথেন ছাড়া আরো একটি প্রধান উপাদান হলো
(A) কার্বন ডাই অক্সাইড
(B) অক্সিজেন
(C) হাইড্রোজেন
(D) অ্যামোনিয়া
২২৬৩. কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পরে ?
(A) প্রাইমারি সেক্টর
(B) সেকেন্ডারি সেক্টর
(C) টারশিয়ারি সেক্টর
(D) কোয়াটারনারি সেক্টর
২২৬৪. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) উমেশ চন্দ্র দত্ত
(C) রাজা রামমোহন রাই
(D) আত্মারাম পাণ্ডুরং
ড: আত্মারাম পাণ্ডুরং ১৮৬৭ খ্রিস্টাব্দে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ।
২২৬৫. সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে ?
(A) পার্ট ১৬
(B) পার্ট ১৯
(C) পার্ট ২০
(D) পার্ট ২১
পার্ট ২০ – এর ৩৬৮ নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধনের উল্লেখ রয়েছে ।
২২৬৬. নিম্নের কোনটি কানেক্টিভ টিস্যু নয় ?
(A) হাড়
(B) রক্ত
(C) ত্বক
(D) কার্টিলেজ
ত্বক হলো এপিথেলিয়াল টিস্যু
২২৬৭. পিত্ত ( Bile ) উৎপন্ন হয় কোথা থেকে ?
(A) লিভার
(B) অগ্ন্যাশয়
(C) থাইরয়েড গ্রন্থি
(D) শুক্রাশয়
To check our latest Posts - Click Here