সাধারণ জ্ঞান MCQ – সেট ৮৮
General Awareness MCQ – Set 88
২২৪১. সুফিদের কোন সম্প্রদায় যোগ ব্যায়াম কে আপন করে নিয়েছিল ?
(A) কাদরি
(B) সাত্তারি
(C) চিস্তি
(D) ওপরের কোনোটিই নয়
২২৪২. মার্বেল কোন ধরণের শিলা ?
(A) পাললিক শিলা
(B) আগ্নেয় শিলা
(C) রূপান্তরিত শিলা
(D) কোনোটিই নয়
চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল তৈরী করে
[/spoiler]২২৪৩. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
(A) দাদাভাই নৌরোজি
(B) বদরুদ্দিন তায়েবজি
(C) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(D) ফিরোজ শাহ মেহতা
২২৪৪. হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
(A) অসহযোগ আন্দোলন
(B) খিয়াফত আন্দোলন
(C) চৌরিচৌরার ঘটনা
(D) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
২২৪৫. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন ?
(A) মঙ্গল পান্ডে
(B) রানী লক্ষ্মীবাই
(C) নানাসাহেব
(D) কুনওয়ার সিং
২২৪৬. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) রামমোহন রায়
(D) কেশবচন্দ্র সেন
২২৪৭. স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় ?
(A) ১৯০৫
(B) ১৯১৭
(C) ১৯০৭
(D) ১৯১৯
২২৪৮. ‘Independent’ পত্রিকাটির সম্পাদক ছিলেন
(A) জওহরলাল নেহেরু
(B) মতিলাল নেহেরু
(C) অ্যানি বেসান্ত
(D) আম্বেদকর
২২৪৯. “হিন্দু-মুসলিম একই মাটিতে গড়া” –এ কথা কে বলেছিলেন ?
(A) গুরু নানক
(B) চৈতন্যদেব
(C) তুলসী দাস
(D) কবীর
২২৫০. ‘দেশপ্রিয়’ নামে কে অভিহিত হন ?
(A) মহাত্মা গান্ধী
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(C) রাসবিহারী বসু
(D) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
To check our latest Posts - Click Here