Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী ২০১৯ – আগস্ট মাস

৮১. সম্প্রতি প্রয়াত ডঃ জগন্নাথ মিশ্র কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?

(A) ঝাড়খণ্ড
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) রাজস্থান

উত্তর :
(C) বিহার

গোটা রাজনৈতিক জীবনে তিনবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন জগন্নাথ মিশ্র ৷ ১৯৭৫ সালে বিহারের মুখমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ৷ তারপর ১৯৮০ এবং পরে ১৯৮৯ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ নব্বইয়ের দশকে তিনি ছিলেন ক্যাবিনেট মন্ত্রীও ৷ তবে রাজনীতিতে আসার আগে কলেজে শিক্ষকতা করেতেন জগন্নাথ মিশ্র ৷


৮২. NGO Greenpeace এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি পরিমানে অ্যানথ্রোপোজেনিক সালফার ডাই অক্সাইড (SO2) নির্গমন করে ?

(A) ইরান
(B) ভারত
(C) রাশিয়া
(D) দক্ষিণ আফ্রিকা

উত্তর :
(B) ভারত

৮৩. কোন রাজ্য সরকার নিকোটিনকে সম্প্রতি ক্লাস A  বিষ হিসাবে চিহ্নিত করেছে ?

(A) পাঞ্জাব
(B) কর্ণাটক
(C) হরিয়ানা
(D) ওড়িশা

উত্তর :
(B) কর্ণাটক

৮৪. কোন দেশ ফেডর ( Fedor ) নামক একটি রোবটকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সম্প্রতি প্রেরণ করেছে ?

(A) ভারত
(B) চীন
(C) রাশিয়া
(D) জাপান

উত্তর :
(C) রাশিয়া 

৮৫. “Big Billion Startup: The Untold Flipkart Story” – বইটির লেখক কে ?

(A) মিহির দালাল
(B) প্রহ্লাদ যোশী
(C) রাজ কুমার সিংহ
(D) অশ্বিনী কুমার

উত্তর :
(A) মিহির দালাল

শচীন ও বিনি বানসাল  ফ্লিপকার্ট তৈরীর তথ্যে সমৃদ্ধ এই বইটি লিখেছেন মিহির দালাল


৮৬. কোন তারিখে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস (World Senior Citizen’s Day ) পালিত হয় ?

(A) আগস্ট ২০
(B) আগস্ট ২২
(C) আগস্ট ২১
(D) আগস্ট ২৩

উত্তর :
(C) আগস্ট ২১

৮৭. কোন ভারতীয় অধ্যাপক ২০১৯ সালের পুশকিন পদক জিতলেন ?

(A) বিষ্ণুপ্রিয়া দত্ত
(B) মিতা নারায়ণ
(C) অনিন্দ্য সিনহা
(D) আইজাজ আহমদ

উত্তর :
(B) মিতা নারায়ণ

JNU এর অধ্যাপক মিতা নারায়ণ এই পদকটি জিতেছেন


৮৮. কোন সংস্থা সম্প্রতি ৫ বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের হয়ে স্পনসরশিপ অধিকার অর্জন করেছে ?

(A) ভোডাফোন
(B) Paytm
(C) PhonePe
(D) এয়ারটেল

উত্তর :
(B) Paytm

৮৯. জাতীয় স্বাস্থ্য মিশন  এর আওতায় বিনামূল্যে ওষুধ প্রকল্প বাস্তবায়নে কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে ? 

(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) গুজরাট

উত্তর :
(A) রাজস্থান

৯০. ভারতের নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব (Defence Secretary ) কে ?

(A) অজয় কুমার
(B) ব্রিজ কুমার আগরওয়াল
(C) রাজীব গৌবা
(D) অজিত দোভাল

উত্তর :
(A) অজয় কুমার

কেরালার ক্যাডারের ১৯৮৫ ব্যাচের IAS অফিসার অজয় ​​কুমারকে নতুন প্রতিরক্ষা সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সঞ্জয় মিত্রের স্থলাভিষিক্ত হন।


৯১. সরল ( SARAL – State Rooftop Solar Attractiveness Index ) এর  প্রতিবেদনে কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) তেলেঙ্গানা

উত্তর :
(C) কর্ণাটক

১ – কর্ণাটক , ২ – তেলেঙ্গানা , ৩ – গুজরাট, ৪- অন্ধ্রপ্রদেশ


৯২. “শাহীন অষ্টম” যৌথ সামরিক মহড়াটি পাকিস্তান এবং কোন দেশের মধ্যে সম্প্রতি সম্পন্ন হলো ?

(A) চীন
(B) শ্রীলংকা
(C) ইজরায়েল
(D) মায়ানমার

উত্তর :
(A) চীন

৯৩. কে ভারতের প্রথম মহিলা ফ্লাইট কমান্ডার হয়েছেন ?

(A) মিতালী মধুমিতা
(B) সীমা রাও
(C) শালিজা ধামি
(D) পুনিতা অরোরা

উত্তর :
(C) শালিজা ধামি

তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিনডন বিমানবন্দরে একটি চেতক হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডারের হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ।


৯৪. ভারতের কোন ই-কমার্স কোম্পানি প্রাক্তন মিলিটারি কর্মীদের চাকরি দেবার জন্য একটি প্রোগ্রাম শুরু করেছে ?

(A) ফ্লিপকার্ট
(B) আমাজন
(C) স্ন্যাপডিল
(D) পেটিএম

উত্তর :
(B) আমাজন 

৯৫. ২০১৯ সালের  BWF Para Badminton World Championships -এ ভারতের কোন দিব্যাঙ্গ খেলোয়াড় সোনা জিতলেন ?

(A) প্রণয় কুমার
(B) নিরাজ জর্জ
(C) মানসি যোশী
(D) আশ্বিনী পোনাপ্পা

উত্তর :
(C) মানসি যোশী

বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, স্বদেশী পারুল পারমারকে ২১-১২, ২১-৭ গেমে হারিয়ে সোনা জেতেন মানসী যোশী।


৯৬. কোন প্রাক্তন ফুটবলার ২০১৯ সালের UEFA প্রেসিডেন্ট পুরষ্কার জিতেছেন ?

(A) জোহান ক্রুইফ
(B) ফ্রাঞ্জ বেকেনবাউয়ার
(C) ডেভিড বেকহ্যাম
(D) এরিক ক্যান্টোনা

উত্তর :
(D) এরিক ক্যান্টোনা

এরিক ক্যান্টোনা হলেন ম্যানচেস্টার ইউনাইটেড এর প্রাক্তন ফরাসি খেলোয়াড় ।


৯৭. ‘Shagun’ পোর্টালটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ?

(A) ভূগর্ভস্থ জল সংরক্ষণ
(B) স্কুল শিক্ষা
(C) নারী ক্ষমতায়ন
(D) শব্দ দূষণ

উত্তর :
(B) স্কুল শিক্ষা

৯৮. ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ভারত) কর্তৃক ২০১৯ সালের “Eminent Engineer Award” এর জন্য কে নির্বাচিত হয়েছেন ?

(A) পি এস জুনেজা
(B) প্রভাকর সিং
(C) তুলসী ভার্মা
(D) জিতেন্দ্র শর্মা

উত্তর :
(B) প্রভাকর সিং

৯৯. কোন IIT -এর গবেষকরা ইল মাছের ত্বক থেকে কোলাজেন তৈরি করেছেন ?

(A) IIT হায়দ্রাবাদ
(B) IIT ইন্দোর
(C) IIT খড়্গপুর
(D) IIT মাদ্রাজ

উত্তর :
(A) IIT হায়দ্রাবাদ

১০০. ২০১৯ সালের Internet of Things সম্মেলন  ভারতের কোন শহরে হতে চলেছে ?

(A) হায়দ্রাবাদ
(B) নতুন দিল্লি
(C) বেঙ্গালুরু
(D) অমরাবতী

উত্তর :
(C) বেঙ্গালুরু 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

Back to top button