সাধারণ জ্ঞান MCQ – সেট ৬৮
General Awareness MCQ – Set 68
১৯১১. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কি দিবস হিসেবে পালন করা হয় ?
(A) কৃষাণ দিবস
(B) সেবা দিবস
(C) হিন্দি দিবস
(D) সুশাসন দিবস
১৭ই সেপ্টেম্বর নরেন্দ মোদির জন্মদিনে দেশজুড়ে সেবা দিবস পালন করা হয়
১৯১২. মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন ?
(A) বৈশালী
(B) তক্ষশীলা
(C) উজ্জ্বয়িনী
(D) পাটলিপুত্র
১৯১৩. ভারতের বৃহত্তম কয়লাখনি হল
(A) তালচের
(B) ঝরিয়া
(C) নেভেলি
(D) রানিগঞ্জ
১৯১৪. ডেমিকাস কার রাজসভায় এসেছিলেন ?
(A) বিন্দুসার
(B) বিম্বিসার
(C) মহাপদ্মনন্দ
(D) বিক্রমাদিত্য
১৯১৫. কোন গ্যাসটি ব্যকটেরিয়া ধ্বংস করে ?
(A) হাইড্রোজেন
(B) নাইট্রোজেন
(C) ক্লোরিন
(D) মিথেন
১৯১৬. নীচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগে পদত্যাগ করেছিলেন ?
(A) ইন্দিরা গান্ধী
(B) চন্দ্রশেখর
(C) প্রতাপ সিং
(D) চরণ সিং
১৯১৭. “Doctorine of Passive Resistance” – ধারণাটি কার ?
(A) বাল গঙ্গাধর তিলক
(B) অরবিন্দ ঘোষ
(C) লাল লাজপত রয়
(D) বিপিন চন্দ্র পাল
১৯১৮. গান্ধীজি সর্বদোয় বলতে কি বুঝিয়েছিলেন ?
(A) অহিংসা
(B) অচ্ছুৎ ও দলিতদের উত্থান
(C) নৈতিক মূল্যের ওপরে নির্মিত এক সমাজের জন্ম
(D) সত্যাগ্রহ
১৯১৯. ১৯৪৬ খ্রিস্টাব্দের ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
(A) লর্ড লিনলিথগো
(B) লর্ড মউন্টব্যাটেন
(C) স্যার প্যাট্রিক লরেন্স
(D) স্যার মউন্টফোর্ড
১৯২০. রুদ্রদমনের জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা ?
(A) পালি
(B) তামিল
(C) প্রাকৃত
(D) সংস্কৃত
To check our latest Posts - Click Here
Very useful
ধন্যবাদ
Very good
Very good