General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List – PDF

List of Phobias for Competitive Exams - PDF Download

বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ভীতি/ ফোবিয়ার তালিকা। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এই ফোবিয়া। বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতিবিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া

ফোবিয়া হচ্ছে কোনও বিশেষ বস্তু, বিষয় কিংবা কোনও ঘটনা বা অবস্থায় স্বাভাবিকের চেয়ে বেশী মাত্রায় আতঙ্কিত হওয়া, অস্বস্তিবোধ করা বা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়া অথবা সেই ব্যপারটাকে অহেতুক এড়িয়ে চলার প্রবণতা।
প্রকৃতপক্ষে, মানুষের জটিল জীবনের পরতে পরতে জমা থেকে যাওয়া নানান ভীতি-কষ্টের আশঙ্কা-ক্ষোভ বা না-পাওয়ার মাঝেই জন্ম নিতে থাকে বিভিন্ন ফোবিয়া। যে কোনো ধরনের ফোবিয়াই একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এসব ফোবিয়া মানুষের সামাজিক, ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। সাধারণত, আমাদের সবার মাঝেই মানসিক অবস্থা এবং অবস্থানভেদে কোনও না কোনও ফোবিয়া রয়েছে।

বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি তালিকা

ভীতিনাম
১৩ নম্বর ভীতিটারডেকাফোবিয়া
অকৃতকার্য হওয়া ভীতিঅটিচিফোবিয়া
অন্ধকার থেকে ভীতিঅ্যাচলুফোবিয়া
আগুন ভীতিপাইরোফোবিয়া
আলো ভীতিফোটোফোবিয়া
ইদুরের ভীতিমুসোফোবিয়া
ইনজেকশান ভীতিট্রাইপ্যানোফোবিয়া
উচ্চতা ভীতিঅ্যাক্রোফোবিয়া
উড়ার ভীতিঅ্যাভিওফোবিয়া
একাকীত্ব ভীতিমোনোফোবিয়া
কম্পিউটার থেকে ভয় এবং নতুন টেকনোলজিসাইবারফোবিয়া
কাজের ভয়এর্গোফোবিয়া
কুকুর ভীতিসাইনোফোবিয়া
কোনো কিছু হারানোর বা মুক্ত হওয়ার ভীতিডিসপোসোফোবিয়া
খাদ্যে ফ্যাট থেকে ভীতিলিপোফোবিয়া
খাবারের প্রতি বিরক্তিসিবোফোবিয়া
গাছ ভীতিডেনড্রোফোবিয়া
জনসমক্ষে কথা বলার ভীতিগ্লোসোফোবিয়া
জল বা জল জাতীয় পদার্থ কেমিক্যাল ইত্যাদির ভীতিঅ্যাকুয়ােফোবিয়া
জলভীতিহাইড্রোফোবিয়া
জীবাণু সংক্রামণের ভীতিমাইসোফোবিয়া
ঝড় ভীতিব্রনটোফোবিয়া
ডিসিশন নেওয়ার ভীতিডেসিডোফোবিয়া
তীক্ষ বা ধারালো বস্তুর ভীতিএচমোফোবিয়া
তীব্র আওয়াজের ভীতিফোনোফোবিয়া
দাঁতের ডাক্তার ও তার কার্যপদ্ধতি থেকে ভীতিডেন্টোফোবিয়া/   ওডোন্টোফোবিয়া
ধুলো ভীতিকোনিফোবিয়া
নদী ভীতিপোটামোফোবিয়া
নিজেকে নিয়ে হাসাহাসি বা কৌতুক করা থেকে ভীতিগেলোটোফোবিয়া
পশু ভীতিজুফোবিয়া
প্যাথোলজিক্যাল ভীতিএরিথ্রোফোবিয়া
বন, জঙ্গল ও গাছপালার ভীতিহাইলোফোবিয়া
বন্ধ/আবদ্ধ জায়গায় ভয়ক্লসট্রোফোবিয়া
বন্য পশুর ভীতিএগ্রিজুফোবিয়া
বরফ ভীতিক্রিস্টালোফোবিয়া
বাদুড় থেকে ভীতিচিরপ্তাফোবিয়া
বায়ু ভীতিএরোফোবিয়া
বিড়াল ভীতিএলুরোফোবিয়া
বিদেশি বা অচেনা লোকের ভীতিজেনোফোবিয়া
বিয়ের ভয়গ্যামোফোবিয়া
বৃষ্টির ভীতিওমব্রোফোবিয়া
ব্যাকটেরিয়ার ভীতিব্যাকটেরিওফোবিয়া
ভালোবাসার ভীতিফিলোফোবিয়া
ভূত-এর ভীতিস্পেক্ট্রোফোবিয়া
মহিলা ভীতিগায়নোফোবিয়া
মাতৃত্বের ভীতিটোকোফোবিয়া
মানুষ ভীতিঅ্যানথ্রোফোবিয়া
মাকড়সা ভীতি আরাকনোফোবিয়া
মৃত্যুর ভীতিনেক্রোফোবিয়া
যৌন নিপীড়নের ভীতিঅ্যাগ্রাফোবিয়া
যৌনমিলন ভীতিকাইটোফোবিয়া
রক্ত ভীতিহেমোফোবিয়া
রসায়ন থেকে ভীতিকেমোফোবিয়া
রাস্তা পারাপারের ভয়অ্যালগোফোবিয়া
শব্দ ভীতিঅ্যাকাউস্টিকোফোবিয়া
সবকিছুর/প্রতিপদে ভীতিপ্যানফোবিয়া
সমুদ্রের ভীতিথ্যালাসোফোবিয়া
সূর্যালোকের ভীতিহেলিওফোবিয়া
স্থূলতার থেকে ভীতিওবেসোফোবিয়া
স্নান, ধোয়া, পরিষ্কার থেকে ভীতিঅ্যাবলুটোফোবিয়া
স্পর্শ-এর ভীতিহ্যাফেফোবিয়া
হাসপাতালের ভীতিনোসোকামফোবিয়া
মানুষের বিভিন্ন ধরণের ভীতি সমূহ

আরো দেখে নাও :

ভীতি বা ফোবিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় ?

উচ্চতাজনিত ভয় কে বলা হয় অ্যাক্রোফোবিয়া

মাকড়সা ভীতি কে বলা হয় –

মাকড়সা ভীতি কে বলা আরাকনোফোবিয়া (arachnophobia )।

কুকুর ভীতি কে বলা হয় –

কুকুর ভীতি কে বলা সায়ানোফোবিয়া (Cynophobia )।

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন দেখে ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name : বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া – Common Phobia List
  • File Size : 1.4 MB
  • No. of Pages : 04
  • Formar : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button