সাধারণ জ্ঞান MCQ – সেট ৩২
General Awareness MCQ – Set 32
(A) ওখা ( Okha )
(B) কান্দালা ( Kandla )
(C) আলাঙ ( Alang )
(D) ভেড়াভাল ( Veraval )
৯৮২. জয়া ও HKR-120 কোন শস্যের রকম ?
(A) গম
(B) ধান
(C) জোয়ার
(D) বাজরা
৯৮৩. উকাই বাঁধটি কোন নদীর ওপারে রয়েছে ?
(A) তাপ্তি
(B) নর্মদা
(C) গোদাবরী
(D) কৃষ্ণা
৯৮৪. ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সুভাষচন্দ্র বসু
(C) দেবেন্দ্রনাথ ঠাকুর
(D) রাজা রামমোহন রায়
৯৮৫. মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল ?
(A) পেশোয়ার
(B) লাহোর
(C) পাঞ্জাব
(D) অমৃত্সর
৯৮৬. “Glimpses of World History” – বইটি লিখেছেন –
(A) মতিলাল নেহেরু
(B) জওহরলাল নেহেরু
(C) শশী থরুর
(D) মহাত্মা গান্ধী
৯৮৭. বন্দীবাসের যুদ্ধে ইংরেজরা কাদের হারিয়েছিল ?
(A) পর্তুগীজ
(B) ফরাসী
(C) আমেরিকা
(D) জার্মান
৯৮৮. ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিল ?
(A) কলম্বাস
(B) ভাস্কো দা গামা
(C) গ্যালিলিও
(D) বাবর
৯৮৯. গণপরিষদে জাতীয় সংগীত কবে গৃহীত হয়েছিল ?
(A) ২৬ শে জানুয়ারি , ১৯৫০
(B) ২৪ শে জানুয়ারি , ১৯৫০
(C) ১৫ ই আগস্ট , ১৯৪৭
(D) ২৬ শে নভেম্বর , ১৯৪৯
৯৯০. “বিবি-কা-মাকবার” কে বানিয়েছিলেন ?
(A) আকবর
(B) আজম শাহ
(C) ঔরঙ্গজেব
(D) নুরজাহান
বিবি কা মাকবারা হল ঔরঙ্গজেবের পত্নী দিলরাস বানু বেগমের সমাধিস্থল । এটি বানিয়েছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তাঁর মায়ের স্মৃতিতে ।
[/spoiler]To check our latest Posts - Click Here