Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 8th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ইয়াওশাং উৎসব কোন রাজ্যে পালিত হয়?

(A) মিজোরাম
(B) মেঘালয়
(C) মণিপুর
(D) সিকিম

উত্তর
(C) মণিপুর

  • মণিপুরে ২০২৩ সালের ৭ই মার্চ ইয়াওশাং উৎসব শুরু হয়েছিল।
  • এটি বসন্তের পাঁচ দিন ধরে উদযাপিত হয়, লামদা মাসের পূর্ণিমার দিন থেকে শুরু হয় (ফেব্রুয়ারি-মার্চ)।
  • দ্বিতীয় দিনে, স্থানীয় ব্যান্ডের দলগুলি ইম্ফলের গোবিন্দগী মন্দিরে সংকীর্তন করে৷

২. ভারতীয় রেল কোন স্টেশন থেকে ভারত গৌরব ট্রেন চালু করেছে?

(A) মুম্বাই
(B) বিশাখাপত্তনম
(C) দিল্লী
(D) মাদুরাই

উত্তর
(A) মুম্বাই

  • ভারতীয় রেল ৯ই মার্চ ২০২৩ থেকে মুম্বাই থেকে রেনিগুন্টা পর্যন্ত ভারত গৌরব ট্রেন চালু করেছে।
  • ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন অভ্যন্তরীণ পর্যটনকে উন্নীত করার জন্য ভারত সরকারের উদ্যোগ “দেখো আপনা দেশ” এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

৩. আফগানিস্তান সংক্রান্ত ভারত-মধ্য এশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(A) কাবুল
(B) নতুন দিল্লি
(C) মাস্কাট
(D) দুবাই

উত্তর
(B) নতুন দিল্লি

  • আফগানিস্তান সম্পর্কে ভারত-মধ্য এশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি ২০২৩ সালের মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
  • বৈঠকে ভারত, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪. নিউ ইয়র্ক কোর্টে প্রথম ইন্দো-আমেরিকান বিচারক হলেন কে?

(A) অরুণ সুব্রামানিয়ান
(B) শ্রী শ্রীনিবাসন
(C) সমিতা কোটারিরেডি
(D) অরবিন্দ সুব্রামানিয়ান

উত্তর
(A) অরুণ সুব্রামানিয়ান

  • ইন্দো-আমেরিকান অরুণ সুব্রামানিয়াম নিউইয়র্কের দক্ষিণ জেলার প্রথম দক্ষিণ এশীয় জেলা বিচারক হিসেবে স্থান পেয়েছেন।
  • অরুণ সুব্রামানিয়ান বর্তমানে সুসমান গডফ্রে-এর ২০২২ প্রো বোনো কমিটির চেয়ারপার্সন হিসাবে কাজ করছেন।
  • মিঃ সুব্রামানিয়ান ২০০৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে তার জুরিস ডক্টর (J.D) এবং ২০০১ সালে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে তার BA ডিগ্রী পেয়েছেন।

৫. ভারত চাবাহার বন্দর দিয়ে কোন দেশে ২০০০০ মেট্রিক টন গম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে?

(A) শ্রীলংকা
(B) ইরান
(C) আফগানিস্তান
(D) পাকিস্তান

উত্তর
(C) আফগানিস্তান

  • ভারত ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানে ২০০০০ মেট্রিক টন গম পাঠাবে।
  • আফগানিস্তানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (UNWFP)-এর প্রতিনিধি আফগান জনগণকে খাদ্যশস্য সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করার পর এটি ঘোষণাটি করা হয়েছে।

৬. কোন দেশ ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে?

(A) কলম্বিয়া
(B) আর্মেনিয়া
(C) আজারবাইজান
(D) ঘানা

উত্তর
(A) কলম্বিয়া

  • কলম্বিয়া ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মহিলাদের জন্য সামরিক পরিষেবা চালু করেছে।
  • গত ফেব্রুয়ারি মাসে, কলম্বিয়ার সেনাবাহিনীতে ১,২৯৬ জন নারীর একটি দল নিয়োগ করা হয়েছে।
  • কলম্বিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের জন্য দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক সামরিক পরিষেবা রয়েছে৷
  • কলম্বিয়া একটি দক্ষিণ আমেরিকার দেশ যার রাজধানী হল বোগোটা এবং এর মুদ্রা হল কলম্বিয়ান পেসো।

৭. জম্মু ও কাশ্মীরের কোন জেলায় সেনাবাহিনী সবচেয়ে উঁচু ‘আইকনিক জাতীয় পতাকা’ উত্তোলন করেছে?

(A) উধমপুর
(B) কিশতওয়ার
(C) ডোডা
(D) রাজৌরি

উত্তর
(C) ডোডা

  • সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পার্বত্য ডোডা জেলায় ৯ই মার্চ, ২০২৩-এ উচ্চতম ‘আইকনিক জাতীয় পতাকা’ উত্তোলন করেছে।
  • পতাকাটি ১০০ ফুট উঁচু।

৮. ‘বাহু বলি’ নামক বিশ্বের প্রথম ২০০ মিটার দীর্ঘ বাঁশের ক্র্যাশ ব্যারিয়ার কোন রাজ্যে স্থাপন করা হয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) ওড়িশা
(C) আসাম
(D) মহারাষ্ট্র

উত্তর
(D) মহারাষ্ট্র

  • বিশ্বের প্রথম ২০০ মিটার দীর্ঘ বাঁশের ক্র্যাশ ব্যারিয়ার, যার নাম “বাহু বালি”, মহারাষ্ট্রের বিদর্ভের ভানি-ওয়ারোরা হাইওয়েতে স্থাপন করা হয়েছে।
  • এই ক্র্যাশ ব্যারিয়ার ‘বাম্বুসা বালকোয়া’ বাঁশকে ক্রিওসোট তেল দিয়ে শোধন করে তৈরী।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button