NotesGeneral Knowledge Notes in Bengali

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – General Awareness Question Answers

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১১
১০১. এলিসি প্যালেস অবস্থিত ফ্রান্সে
১০২. ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল
১০৩. স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত নিউ ইয়র্কে
১০৪. “Freedom behind the Bar ” – বইটির রচয়িতা কিরণ বেদী
১০৫. “The Shame”, “The Satanic Verses”, “Midnight’s Children” – বইগুলির লেখক সালমান রুশদি
১০৬. ভারতে টেলিভিশনের ইতিহাস নিয়ে লেখা “Through the Magic Window” বইটির রচয়িতা সেভান্তি নিনান
১০৭. UNCED – এর পুরো অর্থ  The United Nations Conference on Environment and Development
১০৮. ভারতের বৃহত্তম এডভার্টাইসিং এজেন্সী হিন্দুস্থান থমসন এজেন্সী
১০৯. জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তা ইয়ান ফ্লেমিং
১১০. ASEAN ( The Association of Southeast Asian Nations ) এর স্থায়ী সদস্যরা হল ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, মায়ানমার (বার্মা ), কাম্বোডিয়া, ব্রুনেই , লাওস

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১২
১১১. ASEAN  প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালের ৮ই অগাস্ট
১১২. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী
১১৩. দশমিক ব্যবস্থার উৎপত্তি ভারতে
১১৪. প্রথম উত্তর মেরু ( সুমেরু ) ভ্রমণ করেন রবার্ট পিয়েরি
১১৫. “The God of small things ” গ্রন্থটির রচয়িতা অরুন্ধতী রায়
১১৬. অযোধ্যা অবস্থিত সরযূ নদীর তীরে
১১৭. অগ্নি মন্দির ( Fire Temple ) হল পারসীদের উপাসনাস্থল
১১৮. আমেরিকার জাতীয় খেলা বেসবল
১১৯. বৈজন্তীমালা যে নৃত্যকলার সাথে যুক্ত ছিলেন ভারতনাট্যম
১২০. বুকার পুরস্কারটি দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১৩
১২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হল ২ বছর
১২২. সবথেকে বেশি এশিয়ান গেমস আয়োজন করেছে  থাইল্যান্ড
১২৩. USESCO ( The United Nations Educational, Scientific and Cultural Organization ) – এর সদর দপ্তর হল  প্যারিসে
১২৪. ফিলোলোজি হল ভাষার অধ্যয়ণ
১২৫. ভারতে এয়ারফোর্স দিবস পালন করা হয় ৮ই অক্টোবর
১২৬. “সিটি অফ জয় (City of Joy )” বইটির লেখক ডোমিনিক লাপিয়ার
১২৭. ডেনমার্কের মুদ্রা হল  ড্যানিশ ক্রোন (Danish Krone )
১২৮. শিবকুমার শর্মা হলেন  সন্তুর বাদক
১২৯. কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য
১৩০. প্রথম কম্পিউটার যেটি প্রোগ্রাম করতে ও গান বাজাতে ব্যবহৃত হয়েছিল পরম

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১৪
১৩১. এপিজে আব্দুল কালাম ভারত রত্ন পান ১৯৯৭ সালে
১৩২. ওয়াল স্ট্রিট হল নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ
১৩৩. ১৯৯৮ সালে সিওল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন  কোফি আন্নান
১৩৪. জার্মানির মুদ্রা ইউরো
১৩৫. অপ্সরা পারমাণবিক চুল্লিকে “Swimming Pool Reactor ”  বলা হয় কারণ মাধ্যম হিসেবে এতে ভারী জল ব্যবহার করা হয়
১৩৬. সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী পারমানবিক চুল্লী হল  চেন্নাইয়ের কামিনী
১৩৭. ভারতের প্রথম সুপার কম্পিউটার হল পরম ( Param )
১৩৮. গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ড: সচ্চিদানন্দের নাম প্রস্তাব করেন  জে বি কৃপালিনী
১৩৯. মাছের কাঁটার ন্যায় নকশাকে বলে  হেরিং বোন সদৃশ নকশা
১৪০. পিলিন এক ধরণের  ঘূর্ণিঝড়

 প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান – সেট ১৫
১৪১. গিয়াসুদ্দিন বলবন দিল্লীর সিংহাসনে বসে  ১২৬৬ খ্রিস্টাব্দ
১৪২. কে সুলতান মুঘিসুদ্দিন উপাধি ধারণ করেছিলেন  মালিক চাজ্জু
১৪৩. বৃহত্তম ফুল  রাফলেসিয়া
১৪৪. প্রথম সূম্পর্ণরূপে ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাঙ্ক  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
১৪৫. প্রথম বিদেশি ভারতরত্ন পপ্রাপক  খান আব্দুল গাফফার খান
১৪৬. এম্নেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি  হিউমান রাইটস গ্রুপ
১৪৭. ভারতের সর্বোচ্চ সংখ্যক কর্মী নিযুক্ত রয়েছে  টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে
১৪৮. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন  সর্দার বল্লভভাই প্যাটেল
১৪৯. ভারতে প্রথম লোকপাল বিলের সূচনা হয়েছিল  ১৯৬৮ খ্রিস্টাব্দে
১৫০. “সত্যম শিবম সুন্দরম” চিত্রটির সৃষ্টিকর্তা   শিবানন্দন নৌটিয়াল

To check our latest Posts - Click Here

Previous page 1 2
Telegram

Related Articles

Back to top button